ETV Bharat / state

Woman Injured in Firing: ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি, শীতলকুচিতে গুলিবিদ্ধ মহিলা! - গুলিবিদ্ধ মহিলা

ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ ৷ তার জেরেই মহিলাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানোর অভিযোগ আত্মীয়দের বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ৷ কোচবিহারের শীতলকুচির ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 16, 2023, 5:15 PM IST

Updated : Aug 16, 2023, 5:52 PM IST

শীতলকুচিতে গুলিবিদ্ধ মহিলা

কোচবিহার, 16 অগস্ট: ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ ৷ তার জেরেই চলল গুলি ৷ গুলিতে জখম মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচির পাঠানতুলি এলাকা ৷ গুলিবিদ্ধ রোশেনা বিবি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ ৷ যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ৷

জানা গিয়েছে, শীতলকুচি থানার পাঠানতুলি গ্রামের একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্য়ে বিবাদ ৷ এদিন সকালে হঠাৎই রোশেনা বিবির ছাগল বিতর্কিত সেই জমিতে ঢুকে পড়ে ধান খেতে । তা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় । ঘটনাটি চোখে পড়তেই রোশেনা বিবির বাড়িতে চড়াও হয় আরেক পরিবার ৷ অভিযোগ, সেই সময়েই রোশেনা বিবিকে লক্ষ্য করে গুলিও চালায় তাঁরই আত্মীয়রা। রোশেনা বিবির দু’পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে । গুরুর আহত রোশেনা বিবিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি, চলল গুলি ! জখম 10

গুলিবিদ্ধ মহিলার ছেলে ফিরদৌস মিয়াঁ বলেন, "এদিন সকালে পরিবারের একটি জমিতে আমাদের ছাগল ঢুকে ধান খাচ্ছিল ৷ তা নিয়ে আমার কাকা ও খুড়তুতো ভাইরা চডা়ও হয় আমাদের বাড়িতে ৷ এরপরই মায়ের সঙ্গে বচসা শুরু হয় । সেইসময় এক আত্মীয় আমার মায়ের পা লক্ষ্য করে গুলি করে ৷ গুলি লাগে মায়ের দু'পায়ে ।" ঘটনা প্রসঙ্গেই শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, "একটি ঝামেলার খবর এসেছে । ঘটনার তদন্ত চলছে ।"

আরও পড়ুন: শীতলকুচি গুলিকাণ্ডে 6 জওয়ানের আগাম জামিন মঞ্জুর

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার, অমিত ভার্মা বলেন, "এদিন সকালে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ ঘটনায় এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন ৷ তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ কী কারণে গুলি চলল তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷"

শীতলকুচিতে গুলিবিদ্ধ মহিলা

কোচবিহার, 16 অগস্ট: ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ ৷ তার জেরেই চলল গুলি ৷ গুলিতে জখম মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচির পাঠানতুলি এলাকা ৷ গুলিবিদ্ধ রোশেনা বিবি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ ৷ যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ৷

জানা গিয়েছে, শীতলকুচি থানার পাঠানতুলি গ্রামের একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্য়ে বিবাদ ৷ এদিন সকালে হঠাৎই রোশেনা বিবির ছাগল বিতর্কিত সেই জমিতে ঢুকে পড়ে ধান খেতে । তা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় । ঘটনাটি চোখে পড়তেই রোশেনা বিবির বাড়িতে চড়াও হয় আরেক পরিবার ৷ অভিযোগ, সেই সময়েই রোশেনা বিবিকে লক্ষ্য করে গুলিও চালায় তাঁরই আত্মীয়রা। রোশেনা বিবির দু’পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে । গুরুর আহত রোশেনা বিবিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি, চলল গুলি ! জখম 10

গুলিবিদ্ধ মহিলার ছেলে ফিরদৌস মিয়াঁ বলেন, "এদিন সকালে পরিবারের একটি জমিতে আমাদের ছাগল ঢুকে ধান খাচ্ছিল ৷ তা নিয়ে আমার কাকা ও খুড়তুতো ভাইরা চডা়ও হয় আমাদের বাড়িতে ৷ এরপরই মায়ের সঙ্গে বচসা শুরু হয় । সেইসময় এক আত্মীয় আমার মায়ের পা লক্ষ্য করে গুলি করে ৷ গুলি লাগে মায়ের দু'পায়ে ।" ঘটনা প্রসঙ্গেই শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, "একটি ঝামেলার খবর এসেছে । ঘটনার তদন্ত চলছে ।"

আরও পড়ুন: শীতলকুচি গুলিকাণ্ডে 6 জওয়ানের আগাম জামিন মঞ্জুর

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার, অমিত ভার্মা বলেন, "এদিন সকালে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ ঘটনায় এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন ৷ তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ কী কারণে গুলি চলল তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷"

Last Updated : Aug 16, 2023, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.