ETV Bharat / state

দিনহাটায় বোমাবাজিতে পুলিশকে আক্রমণ তৃণমূল বিধায়কের - দিনহাটায় বোমাবাজিতে পুলিশকে আক্রমণ তৃণমুল বিধায়কের

দিনহাটায় তৃণমূলের পথসভা চলাকালীন বোমাবাজিতে আইসি সঞ্জয় দত্তের মদত থাকার অভিযোগ তুলল বিধায়ক উদয়ন গুহ ৷ যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত ।

west bengal assembly election 2021
দিনহাটায় বোমাবাজিতে পুলিশকে আক্রমণ তৃণমুল বিধায়কের
author img

By

Published : Mar 14, 2021, 1:30 PM IST

কোচবিহার, 14 মার্চ : শনিবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের পথসভা চলাকালীন বোমাবাজির অভিযোগ উঠল ৷ ঘটনার পর পুলিশকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় দুটি পোষ্ট দিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । তাঁর অভিযোগ দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের মদতে বিজেপির এই বোমাবাজি ৷ যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত ।

জানা গিয়েছে, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের সাথে দিনহাটার বিধায়ক উদয়ন গুহের সম্পর্ক ভাল নয় । এর আগেও বিভিন্ন ইস্যুতে আইসি সঞ্জয় দত্তের সমালোচনা করেছেন শাসকদলের বিধায়ক । এমনকি কয়েকদিন আগেও কার্যত বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে আক্রমণ করেছিলেন দিনহাটার বিধায়ক । এরপর শুক্রবার রাতে ভেটাগুড়িতে তৃণমূলের সভা চলাকালীন বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ।

সেই ঘটনার পর বিধায়ক উদয়ন গুহ সোশাল মিডিয়ায় পোস্ট দেন,"দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের পথসভা ভাঙতে বিজেপির বোমাবাজি । দিনহাটা থানার বাবুরা এখন কী বলবেন?" কিছুক্ষণ পর ফের সোশাল মিডিয়ায় পোস্ট দেন,"ভেটাগুড়িতে বিজেপির এত দুঃসাহস সঞ্জয় দত্তের জন্য ।"

আরও পড়ুন : ভোট আসতেই রাজনৈতিক সংঘর্ষ, উত্তপ্ত দিনহাটা

একজন পুলিশ কর্তা সম্পর্কে শাসক দলের নেতার এই পোস্ট ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে । যদিও বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন,"পুলিশ নিরপেক্ষ কাজ করাতেই বিধায়ক উল্টো পাল্টা মন্তব্য করছেন ।"

2nd post
দ্বিতীয় পোস্ট

কোচবিহার, 14 মার্চ : শনিবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের পথসভা চলাকালীন বোমাবাজির অভিযোগ উঠল ৷ ঘটনার পর পুলিশকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় দুটি পোষ্ট দিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । তাঁর অভিযোগ দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের মদতে বিজেপির এই বোমাবাজি ৷ যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত ।

জানা গিয়েছে, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের সাথে দিনহাটার বিধায়ক উদয়ন গুহের সম্পর্ক ভাল নয় । এর আগেও বিভিন্ন ইস্যুতে আইসি সঞ্জয় দত্তের সমালোচনা করেছেন শাসকদলের বিধায়ক । এমনকি কয়েকদিন আগেও কার্যত বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে আক্রমণ করেছিলেন দিনহাটার বিধায়ক । এরপর শুক্রবার রাতে ভেটাগুড়িতে তৃণমূলের সভা চলাকালীন বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ।

সেই ঘটনার পর বিধায়ক উদয়ন গুহ সোশাল মিডিয়ায় পোস্ট দেন,"দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের পথসভা ভাঙতে বিজেপির বোমাবাজি । দিনহাটা থানার বাবুরা এখন কী বলবেন?" কিছুক্ষণ পর ফের সোশাল মিডিয়ায় পোস্ট দেন,"ভেটাগুড়িতে বিজেপির এত দুঃসাহস সঞ্জয় দত্তের জন্য ।"

আরও পড়ুন : ভোট আসতেই রাজনৈতিক সংঘর্ষ, উত্তপ্ত দিনহাটা

একজন পুলিশ কর্তা সম্পর্কে শাসক দলের নেতার এই পোস্ট ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে । যদিও বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন,"পুলিশ নিরপেক্ষ কাজ করাতেই বিধায়ক উল্টো পাল্টা মন্তব্য করছেন ।"

2nd post
দ্বিতীয় পোস্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.