ETV Bharat / state

মানভঞ্জনে বিধায়কের বাড়িতে মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

লোকসভায় কোচবিহার কেন্দ্র থেকে হেরেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে ৷ তা সত্ত্বেও ফের বিধানসভায় প্রার্থী করা হয়েছে পরেশচন্দ্র অধিকারীকে ৷ অন্যদিকে 2016 সালে বিধানসভা নির্বাচনে জেতা সত্ত্বেও এবার প্রার্থী করা হয়নি তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানকে ৷ আর তাতে ক্ষুব্ধ জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ ৷ গতকাল পরিস্থিতি সামাল দিতে অর্ঘ্য রায় প্রধানের বাড়ি যান পরেশচন্দ্র অধিকারী ৷ দীর্ঘক্ষণ আলোচনাও হয় ৷ তবে তাতে পরিস্থিতি কতদূর স্বাভাবিক হয়েছে সে বিষয়ে অবশ্য উভয়ের কেউই মুখ খোলেননি ৷

Paresh Chandra Adhikary met TMC MLA Arghya Roy Pradhan
অর্ঘ্য রায় প্রধানের বাড়িতে মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী
author img

By

Published : Mar 9, 2021, 2:28 PM IST

Updated : Mar 9, 2021, 6:30 PM IST

কোচবিহার, 9 মার্চ : নির্বাচনে টিকিট পাননি মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ৷ এবার এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে পরেশচন্দ্র অধিকারীকে ৷ আর তাতেই নাকি চটেছেন স্বয়ং বিধায়কসহ তাঁর অনুগামীরা ৷ আর তাই গতকাল দলের তরফে আয়োজিত কর্মিসভায় অংশগ্রহণ করেননি তাঁরা ৷ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ যদিও বিষয়টি বুঝতে পেরে গতকালই বিধায়কের মানভঞ্জনে তাঁর বাড়ি যান তৃণমূল প্রার্থী ৷ দীর্ঘক্ষণ বৈঠক করেন তাঁরা ৷ তবে বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন : আজ নয়, নেত্রীর মনোনয়নের পরেই ইস্তাহার তৃণমূলের

রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির তালিকায় 1 নম্বরে রয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ ৷ বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের জায়গায় এবার প্রার্থী করা হয়েছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা পরেশচন্দ্র অধিকারীকে ৷ আর তাতেই ক্ষুব্ধ বিধায়কের অনুগামীরা ৷ এদিকে টিকিট না পাওয়ায় একের পর এক তৃণমূল বিধায়ক যেভাবে বিরোধী শিবিরে যোগ দিচ্ছেন তাতে যথেষ্ট চাপে জেলা নেতৃত্বের একাংশ ৷ তাই পরিস্থিতি সামাল দিতেই হয়তো সোমবার সন্ধ্যায় অর্ঘ্যবাবুর সঙ্গে সাক্ষাৎ করেন পরেশচন্দ্র অধিকারী-সহ দলের অন্য নেতারা ৷ মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আরও পড়ুন : জনসংযোগেই কি বাজিমাত করবেন মলয় ঘটক?

2016 সালের বিধানসভা নির্বাচনে অর্ঘ্য রায় প্রধান তৎকালীন বাম প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে 6,637 মার্জিনে পরাজিত করেছিলেন । পরবর্তীতে পরেশবাবু তৃণমূলে যোগ দেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে তাঁকে প্রার্থী করা হয়েছিল ৷ কিন্তু বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে গেছিলেন তিনি ৷ এরপর ফের বিধানসভা নির্বাচনে পরেশবাবুকে প্রার্থী করায় ক্ষুব্ধ অর্ঘ্য রায় প্রধান ও তাঁর অনুগামীরা ৷ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷

প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে হলদিবাড়ির রবীন্দ্রভবনে সোমবার বিকেলে তৃণমূলের তরফে কর্মিসভার আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু সেই সভায় অনুপস্থিত ছিলেন অর্ঘ্য রায় প্রধান ও তাঁর অনুগামীরা ৷ তাই কর্মিসভা শেষে রাতে সোজা অর্ঘ্যবাবুর বাড়ি পৌঁছে যান পরেশবাবু ও তাঁর অনুগামীরার । যদিও বরফ আদৌ গলল কিনা তা এখনও জানা যায়নি ৷ কারণ কেউই বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি ৷

কোচবিহার, 9 মার্চ : নির্বাচনে টিকিট পাননি মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ৷ এবার এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে পরেশচন্দ্র অধিকারীকে ৷ আর তাতেই নাকি চটেছেন স্বয়ং বিধায়কসহ তাঁর অনুগামীরা ৷ আর তাই গতকাল দলের তরফে আয়োজিত কর্মিসভায় অংশগ্রহণ করেননি তাঁরা ৷ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ যদিও বিষয়টি বুঝতে পেরে গতকালই বিধায়কের মানভঞ্জনে তাঁর বাড়ি যান তৃণমূল প্রার্থী ৷ দীর্ঘক্ষণ বৈঠক করেন তাঁরা ৷ তবে বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন : আজ নয়, নেত্রীর মনোনয়নের পরেই ইস্তাহার তৃণমূলের

রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির তালিকায় 1 নম্বরে রয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ ৷ বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের জায়গায় এবার প্রার্থী করা হয়েছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা পরেশচন্দ্র অধিকারীকে ৷ আর তাতেই ক্ষুব্ধ বিধায়কের অনুগামীরা ৷ এদিকে টিকিট না পাওয়ায় একের পর এক তৃণমূল বিধায়ক যেভাবে বিরোধী শিবিরে যোগ দিচ্ছেন তাতে যথেষ্ট চাপে জেলা নেতৃত্বের একাংশ ৷ তাই পরিস্থিতি সামাল দিতেই হয়তো সোমবার সন্ধ্যায় অর্ঘ্যবাবুর সঙ্গে সাক্ষাৎ করেন পরেশচন্দ্র অধিকারী-সহ দলের অন্য নেতারা ৷ মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আরও পড়ুন : জনসংযোগেই কি বাজিমাত করবেন মলয় ঘটক?

2016 সালের বিধানসভা নির্বাচনে অর্ঘ্য রায় প্রধান তৎকালীন বাম প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে 6,637 মার্জিনে পরাজিত করেছিলেন । পরবর্তীতে পরেশবাবু তৃণমূলে যোগ দেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে তাঁকে প্রার্থী করা হয়েছিল ৷ কিন্তু বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে গেছিলেন তিনি ৷ এরপর ফের বিধানসভা নির্বাচনে পরেশবাবুকে প্রার্থী করায় ক্ষুব্ধ অর্ঘ্য রায় প্রধান ও তাঁর অনুগামীরা ৷ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷

প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে হলদিবাড়ির রবীন্দ্রভবনে সোমবার বিকেলে তৃণমূলের তরফে কর্মিসভার আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু সেই সভায় অনুপস্থিত ছিলেন অর্ঘ্য রায় প্রধান ও তাঁর অনুগামীরা ৷ তাই কর্মিসভা শেষে রাতে সোজা অর্ঘ্যবাবুর বাড়ি পৌঁছে যান পরেশবাবু ও তাঁর অনুগামীরার । যদিও বরফ আদৌ গলল কিনা তা এখনও জানা যায়নি ৷ কারণ কেউই বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি ৷

Last Updated : Mar 9, 2021, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.