ETV Bharat / state

সিতাইয়ের প্রার্থী দীপক রায়ের বিরোধিতা স্থানীয় বিজেপি কর্মীদের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক রায়কে প্রার্থী হিসেবে মানেন না দলীয় কর্মীরা ৷ আর তার প্রতিবাদে গতকাল রাত থেকে দিনহাটা-সিতাই রাজ্য সড়ক অবরোধ করল বিজেপির কর্মীরা ৷

west bengal assembly election 2021 bjp workers showing agitation against sitais bjp candidate deepak ray
সিতাইয়ের প্রার্থী দীপক রায়ের বিরোধিতা স্থানীয় বিজেপি কর্মীদের
author img

By

Published : Mar 16, 2021, 5:24 PM IST

কোচবিহার, 16 মার্চ : সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দীপক রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের ৷ দীপক রায়কে সরানোর দাবিতে কোচবিহারের গোসানিমারিতে পথ অবরোধ করল বিজেপি কর্মীরা ৷ সোমবার রাত থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ মঙ্গলবারেও জারি রয়েছে ৷ তাদের দাবি দীর্ঘদিনের বিজেপি কর্মী ভবেন রায় সিতাই বিধানসভার প্রার্থী হওয়ার অন্যতম দাবিদার ৷

সিতাইয়ের প্রার্থী দীপক রায়ের বিরোধিতা স্থানীয় বিজেপি কর্মীদের

রাজ্য জুড়ে বিজেপির প্রার্থী নিয়ে নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ চরমে ৷ সিঙ্গুর, উদয়নারায়ণপুর, উত্তরপাড়ার পর এবার বিজেপির সহজ কেন্দ্রগুলির মধ্য অন্যতম সিতাইয়ে এবার কর্মী অসন্তোষ ৷ দীপক রায়কে প্রার্থী পদ থেকে সরানোর দাবিতে বিক্ষোভ শুরু করল সেখানকার স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ৷ প্রতিবাদে গোসানিমারিতে পথ অবরোধ করল তারা ৷ দাবি দীর্ঘদিনের বিজেপি একনিষ্ঠ কর্মী তথা নেতা ভবেন রায়কে প্রার্থী করতে হবে ৷ তাদের প্রশ্ন কিছুদিন আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দীপক রায়কে কেন প্রার্থী করা হল ? তারা দীপক রায়কে প্রার্থী হিসেবে মানবে না বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : দিলীপ ঘোষের ইস্তফা দাবি, হেস্টিংস কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মীদের

পাশাপাশি ভবেন রায়কে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করানো হবে বলে জানিয়েছে সিতামারির বিজেপি কর্মী সমর্থকরা ৷ অন্যদিকে, গোসানিমারিতে পথ অবরোধে দিনহাটা-সিতাই রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ৷ কর্মীদের মধ্যে দীপক রায়কে নিয়ে বিরোধিতার প্রশ্নে মুখে কুলুপ এঁটেছে কোচবিহারের বিজেপি নেতৃত্ব ৷

কোচবিহার, 16 মার্চ : সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দীপক রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের ৷ দীপক রায়কে সরানোর দাবিতে কোচবিহারের গোসানিমারিতে পথ অবরোধ করল বিজেপি কর্মীরা ৷ সোমবার রাত থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ মঙ্গলবারেও জারি রয়েছে ৷ তাদের দাবি দীর্ঘদিনের বিজেপি কর্মী ভবেন রায় সিতাই বিধানসভার প্রার্থী হওয়ার অন্যতম দাবিদার ৷

সিতাইয়ের প্রার্থী দীপক রায়ের বিরোধিতা স্থানীয় বিজেপি কর্মীদের

রাজ্য জুড়ে বিজেপির প্রার্থী নিয়ে নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ চরমে ৷ সিঙ্গুর, উদয়নারায়ণপুর, উত্তরপাড়ার পর এবার বিজেপির সহজ কেন্দ্রগুলির মধ্য অন্যতম সিতাইয়ে এবার কর্মী অসন্তোষ ৷ দীপক রায়কে প্রার্থী পদ থেকে সরানোর দাবিতে বিক্ষোভ শুরু করল সেখানকার স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ৷ প্রতিবাদে গোসানিমারিতে পথ অবরোধ করল তারা ৷ দাবি দীর্ঘদিনের বিজেপি একনিষ্ঠ কর্মী তথা নেতা ভবেন রায়কে প্রার্থী করতে হবে ৷ তাদের প্রশ্ন কিছুদিন আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দীপক রায়কে কেন প্রার্থী করা হল ? তারা দীপক রায়কে প্রার্থী হিসেবে মানবে না বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : দিলীপ ঘোষের ইস্তফা দাবি, হেস্টিংস কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মীদের

পাশাপাশি ভবেন রায়কে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করানো হবে বলে জানিয়েছে সিতামারির বিজেপি কর্মী সমর্থকরা ৷ অন্যদিকে, গোসানিমারিতে পথ অবরোধে দিনহাটা-সিতাই রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ৷ কর্মীদের মধ্যে দীপক রায়কে নিয়ে বিরোধিতার প্রশ্নে মুখে কুলুপ এঁটেছে কোচবিহারের বিজেপি নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.