কোচবিহার, 12 মার্চ : তৃণমূলের পথসভা চলাকালীন বোমাবাজির অভিযোগ ৷ অভিযুক্ত বিজেপি । শুক্রবার রাতে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির কাছে দিনহাটার ভেটাগুড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । বোমাবাজির প্রতিবাদে পথ অবরোধ শুরু করে তৃণমূলের নেতা-কর্মীরা । তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ ।
বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা ভেটাগুড়ি । ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রতিনিয়ত চলছে সংঘর্ষ । শুক্রবার রাতে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সমর্থনে ভেটাগুড়ি চৌপথি এলাকায় পথসভা চলছিল । হঠাৎ সভা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভেটাগুড়ি স্কুলের সামনে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ । হুড়োহুড়ি পড়ে যায় এলাকায় । এরপর তৃণমূল কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । ভেটাগুড়ি বাজারের সামনে অবরোধ হওয়ায় দিনহাটা-কোচবিহার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে হেভিওয়েট নেতৃত্ব, কোচবিহারে চিহ্নিত 14 হেলিপ্যাড
তৃণমূল নেতা জয়দীপ ঘোষের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, অভিযোগ ভিত্তিহীন ৷