দিনহাটা, 13 মার্চ : শুক্রবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের কর্মিসভা চলাকালীন বোমাবাজির ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ । শুক্রবার গভীর রাতে ভেটাগুড়ি এলাকার বিজেপি কর্মীদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় । এই ঘটনায় আরও যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা ভেটাগুড়ি এলাকা । প্রায় প্রতি রাতেই অশান্তির খবর আসছে ভেটাগুড়ি 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে । বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে শুক্রবার রাতে ভেটাগুড়ি চৌপথি এলাকায় পথসভা করছিল তৃণমূল । পথসভা চলাকালীন বোমাবাজি করা হয় ।
আরও পড়ুন : কেন অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার দমকলকর্মীদের ? উঠছে প্রশ্ন
বিজেপি আশ্রিত দুস্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এই অভিযোগ তুলে পথ অবরোধে নামেন তৃণমূল কর্মীরা । খবর পেয়ে পুলিশের কর্তারা ঘটনাস্থানে পৌঁছায় । ঘটনার তদন্ত নামে পুলিশ ৷ তল্লাশি শুরু করে। গভীর রাতে ভেটাগুড়ি থেকেই দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ । যদিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, পুলিশ অন্যায় ভাবে বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে।