কোচবিহার, 8 মার্চ : দলের বিরোধিতার মাঝেই সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গীতালদহে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া । আজ দুপুরে গীতালদহ -1 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরে বেড়ান ৷ কর্মিসভাও করেন । যদিও আজকের এই প্রচারে বিধায়কের সঙ্গে ছিলেন না এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু আল আজাদ সহ তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীদের বড় অংশ ।
জানা গিয়েছে, সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বর্তমান বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । যদিও এবারের বিধানসভা নির্বাচনে জগদীশ বর্মাকে প্রার্থী না করার দাবি তুলেছিল সিতাই বিধানসভা কেন্দ্রের একটি অংশের কর্মীরা ৷ কিন্তু শেষ পর্যন্ত জগদীশ বর্মাকেই প্রার্থী করা হয় ৷ সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণার পরই গীতালদহের বেশ কিছু নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন । অনেকেই আবার ভোট প্রচারে নামছেন না । এরইমধ্যে আজ গিতালদহে ভোট প্রচারে যান জগদীশ বর্মা বসুনিয়া । কিন্তু সেই প্রচারে দেখা মেলেনি স্থানীয় প্রধান আবু আল আজাদ সহ স্থানীয় তৃণমূল নেতা, কর্মীদের । ফলে কর্মীদের ছাড়াই ভোট প্রচার করতে হয় তৃণমূল প্রার্থীকে ।
আরও পড়ুন : বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক মোদি সরকার, চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা
যদিও জগদীশ বর্মা বলেন, "কোথাও কোনও সমস্যা নেই । সামান্য সমস্যা ছিল সব মিটে গিয়েছে ।" গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান আবু আল আজাদও । একদিকে বিজেপির বাড়বাড়ন্ত অপরদিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এই দুইয়ের মধ্যে সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফলাফল কেমন হয় সেদিকেই তাকিয়ে কোচবিহারের রাজনৈতিক মহল ।