কোচবিহার, 13 অক্টোবর : দুমাস ধরে দিনহাটা মহকুমা হাসপাতালের USG মেশিন বিকল । যার ফলে সমস্যায় পড়েছেন রোগীরা । বাধ্য হয়ে রোগীরা বেসরকারি সেন্টার থেকে টাকা দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করাচ্ছেন । তা না হলে 25 কিলোমিটার দূরে কোচবিহার মেডিকেলে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করাতে হচ্ছে রোগীদের । গত দুমাস ধরে এই পরিস্থিতি চলায় মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে রোগী ও পরিজনদের মধ্যে । এবিষয়ে, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, গোটা বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে ।
দিনহাটা মহকুমা হাসপাতালের উপর অনেক মানুষ চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরশীল । প্রতিদিন গড়ে 50 জনের মত আল্ট্রাসোনোগ্রাফি হয় এই হাসপাতালে । প্রসূতি মহিলাদের পাশাপাশি মেডিসিন বিভাগেও প্রচুর রোগীর USG করানো হয় হাসপাতালে । কিন্তু গত দুমাস হল হাসপাতালের USG মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে । হাসপাতালের তরফে বেসরকারি সেন্টারে প্রতিদিন 10 জন করে রোগীর USG করানো হলেও তা কতদিন করানো যাবে তা নিয়েও প্রশ্ন রয়েছে । এই পরিস্থিতিতে দিশেহারা রোগী ও তাঁর আত্মীয় পরিজনেরা । অবিলম্বে হাসপাতালে USG মেশিন চালুর দাবি তুলেছেন বাসিন্দারা ।