দিনহাটা (কোচবিহার), 14 নভেম্বর: "কেউ যদি কোনও ঘর দেওয়ার নামে, কিংবা কোনও প্রকল্পের সুবিধার দেওয়ার নামে আপনাদের কাছে টাকা চায় আপনি ফোন করে আমাকে জানাবেন । তাকে জেলের ভাত খাওয়ানোর বন্দোবস্ত করব ।"
রবিবার রাতে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা-2 ব্লকের কিশামতদশ গ্রামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে বাসিন্দাদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । এদিন দিনহাটার (Dinhata) বিধায়ক তৃণমূলের উদয়ন গুহ বলেন, "গোটা দিনহাটায় লক্ষ লক্ষ লোক বাস করে । একটা লোক খুঁজে পাবেন না, যে বলবে চাকরি দেওয়ার নামে উদয়ন গুহ টাকা নিয়েছে ।’’
এর পর তাঁর সংযোজন, ‘‘সকালবেলা অনেকেই আমার কাছে আমার বাড়িতে আসে । অনেকেই অভিযোগ করেন, চাকরি দেওয়ার নামে, ঘর দেওয়ার নামে, বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার নামে, অমুক নেতা টাকা নিয়েছে । আমি তাঁদের কাছে জানতে চাই কেন তাঁদের টাকা দেওয়া হয়েছে, যাদের নামে বলছেন তাঁদের কি ক্ষমতা আছে চাকরি দেওয়ার ? যারা টাকা নিয়েছে, তাদের নামে থানায় অভিযোগ করুন । নতুবা তার বাড়ির সামনে ধরনায় বসুন ।’’
এর পরই তিনি হুঁশিয়ারি দেন যে সরকারি প্রকল্পের নামে টাকা নিলে, জেল পাঠানোর ব্যবস্থা করবেন ৷ তিনি বলেন, "কেউ যদি কোনও ঘর দেওয়ার নামে, কিংবা কোনও প্রকল্পের সুবিধার দেওয়ার নামে আপনাদের কাছে টাকা চায় আপনি ফোন করে আমাকে জানাবেন । তাকে জেলের ভাত খাওয়ানোর বন্দোবস্ত করব ।"
পাশাপাশি এদিনের সভা থেকে তিনি বলেন, "একবার বাংলা ভাগ হয়েছে । ওই বাংলা ভাগের ফলে সর্বনাশ হয়েছে । নতুন করে সুড়সুড়ি দিয়ে উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য করতে চাইছে বিজেপি । আবার রাজ্যে ভাগ হলে সর্বনাশ হবে । তাই রক্ত দিয়ে এই বাংলা ভাগ রুখতে হবে ।’’ তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে পথে নেমে লড়াইয়েরও ডাক দিয়েছেন ৷
আরও পড়ুন: বিজেপি কর্মীদের বাঁশপেটা করার নিদান উদয়নের