ETV Bharat / state

Udayan Guha: সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে টাকা নিলে জেলে পাঠানোর হুঁশিয়ারি উদয়নের - উত্তরবঙ্গ

কোচবিহারের (Cooch Behar) দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) ৷ তিনি বাংলার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ রবিবার রাতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মিসভা থেকে হুঁশিয়ারি দেন, সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে কেউ যদি টাকা নেয়, তাহলে ওই ব্যক্তিকে তিনি জেলে পাঠানোর ব্যবস্থা করবেন ৷

udayan-guha-warns-against-those-who-take-money-from-government-project-recipients
Udayan Guha: সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে টাকা নিলে জেলে পাঠানোর হুঁশিয়ারি উদয়নের
author img

By

Published : Nov 14, 2022, 12:52 PM IST

Updated : Nov 14, 2022, 1:13 PM IST

দিনহাটা (কোচবিহার), 14 নভেম্বর: "কেউ যদি কোনও ঘর দেওয়ার নামে, কিংবা কোনও প্রকল্পের সুবিধার দেওয়ার নামে আপনাদের কাছে টাকা চায় আপনি ফোন করে আমাকে জানাবেন । তাকে জেলের ভাত খাওয়ানোর বন্দোবস্ত করব ।"

রবিবার রাতে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা-2 ব্লকের কিশামতদশ গ্রামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে বাসিন্দাদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । এদিন দিনহাটার (Dinhata) বিধায়ক তৃণমূলের উদয়ন গুহ বলেন, "গোটা দিনহাটায় লক্ষ লক্ষ লোক বাস করে । একটা লোক খুঁজে পাবেন না, যে বলবে চাকরি দেওয়ার নামে উদয়ন গুহ টাকা নিয়েছে ।’’

এর পর তাঁর সংযোজন, ‘‘সকালবেলা অনেকেই আমার কাছে আমার বাড়িতে আসে । অনেকেই অভিযোগ করেন, চাকরি দেওয়ার নামে, ঘর দেওয়ার নামে, বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার নামে, অমুক নেতা টাকা নিয়েছে । আমি তাঁদের কাছে জানতে চাই কেন তাঁদের টাকা দেওয়া হয়েছে, যাদের নামে বলছেন তাঁদের কি ক্ষমতা আছে চাকরি দেওয়ার ? যারা টাকা নিয়েছে, তাদের নামে থানায় অভিযোগ করুন । নতুবা তার বাড়ির সামনে ধরনায় বসুন ।’’

সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে টাকা নিলে জেলে পাঠানোর হুঁশিয়ারি উদয়নের

এর পরই তিনি হুঁশিয়ারি দেন যে সরকারি প্রকল্পের নামে টাকা নিলে, জেল পাঠানোর ব্যবস্থা করবেন ৷ তিনি বলেন, "কেউ যদি কোনও ঘর দেওয়ার নামে, কিংবা কোনও প্রকল্পের সুবিধার দেওয়ার নামে আপনাদের কাছে টাকা চায় আপনি ফোন করে আমাকে জানাবেন । তাকে জেলের ভাত খাওয়ানোর বন্দোবস্ত করব ।"

পাশাপাশি এদিনের সভা থেকে তিনি বলেন, "একবার বাংলা ভাগ হয়েছে । ওই বাংলা ভাগের ফলে সর্বনাশ হয়েছে । নতুন করে সুড়সুড়ি দিয়ে উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য করতে চাইছে বিজেপি । আবার রাজ্যে ভাগ হলে সর্বনাশ হবে । তাই রক্ত দিয়ে এই বাংলা ভাগ রুখতে হবে ।’’ তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে পথে নেমে লড়াইয়েরও ডাক দিয়েছেন ৷

আরও পড়ুন: বিজেপি কর্মীদের বাঁশপেটা করার নিদান উদয়নের

দিনহাটা (কোচবিহার), 14 নভেম্বর: "কেউ যদি কোনও ঘর দেওয়ার নামে, কিংবা কোনও প্রকল্পের সুবিধার দেওয়ার নামে আপনাদের কাছে টাকা চায় আপনি ফোন করে আমাকে জানাবেন । তাকে জেলের ভাত খাওয়ানোর বন্দোবস্ত করব ।"

রবিবার রাতে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা-2 ব্লকের কিশামতদশ গ্রামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে বাসিন্দাদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । এদিন দিনহাটার (Dinhata) বিধায়ক তৃণমূলের উদয়ন গুহ বলেন, "গোটা দিনহাটায় লক্ষ লক্ষ লোক বাস করে । একটা লোক খুঁজে পাবেন না, যে বলবে চাকরি দেওয়ার নামে উদয়ন গুহ টাকা নিয়েছে ।’’

এর পর তাঁর সংযোজন, ‘‘সকালবেলা অনেকেই আমার কাছে আমার বাড়িতে আসে । অনেকেই অভিযোগ করেন, চাকরি দেওয়ার নামে, ঘর দেওয়ার নামে, বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার নামে, অমুক নেতা টাকা নিয়েছে । আমি তাঁদের কাছে জানতে চাই কেন তাঁদের টাকা দেওয়া হয়েছে, যাদের নামে বলছেন তাঁদের কি ক্ষমতা আছে চাকরি দেওয়ার ? যারা টাকা নিয়েছে, তাদের নামে থানায় অভিযোগ করুন । নতুবা তার বাড়ির সামনে ধরনায় বসুন ।’’

সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে টাকা নিলে জেলে পাঠানোর হুঁশিয়ারি উদয়নের

এর পরই তিনি হুঁশিয়ারি দেন যে সরকারি প্রকল্পের নামে টাকা নিলে, জেল পাঠানোর ব্যবস্থা করবেন ৷ তিনি বলেন, "কেউ যদি কোনও ঘর দেওয়ার নামে, কিংবা কোনও প্রকল্পের সুবিধার দেওয়ার নামে আপনাদের কাছে টাকা চায় আপনি ফোন করে আমাকে জানাবেন । তাকে জেলের ভাত খাওয়ানোর বন্দোবস্ত করব ।"

পাশাপাশি এদিনের সভা থেকে তিনি বলেন, "একবার বাংলা ভাগ হয়েছে । ওই বাংলা ভাগের ফলে সর্বনাশ হয়েছে । নতুন করে সুড়সুড়ি দিয়ে উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য করতে চাইছে বিজেপি । আবার রাজ্যে ভাগ হলে সর্বনাশ হবে । তাই রক্ত দিয়ে এই বাংলা ভাগ রুখতে হবে ।’’ তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে পথে নেমে লড়াইয়েরও ডাক দিয়েছেন ৷

আরও পড়ুন: বিজেপি কর্মীদের বাঁশপেটা করার নিদান উদয়নের

Last Updated : Nov 14, 2022, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.