দিনহাটা, 28 অগস্ট: এবার গরু পাচার (West Bengla Cattle Smuggling Case) এবং কয়লা পাচার (West Bengal Coal Smuggling Case) নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কোচবিহারের দিনহাটার (Dinhata) বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ৷ বললেন, গরু বা কয়লাপাচারের অভিযোগে যে কোনও দিন ইডি (ED) বা সিবিআই (CBI) তাঁকেও কারাগারে ঢুকিয়ে দিতে পারে ! তৃণমূল কংগ্রেসের যেকোনও নেতা ও কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উদয়ন ৷ একইসঙ্গে, গরু পাচারকাণ্ডে সরাসরি বিএসএফ (BSF)-কেই দায়ী করেন এই পোড় খাওয়া রাজনীতিক ৷
শনিবার রাতে দিনহাটার চৌধুরীহাটে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভার মঞ্চে বক্তব্য পেশের সময় উদয়ন বলেন, "আমার একটা পা বাইরে ৷ আর একটা পা জেলের ভেতরে ঢুকিয়ে রেখেছি ৷ যেকোনও সময় ইডি বা সিবিআই হয়তো আমাকেও গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দেবে ৷ এমন ঘটনা শুধু আমার সঙ্গে নয়, আপনাদের সঙ্গেও ঘটতে পারে !"
আরও পড়ুন: কোন উপায়ে সম্পদ বৃদ্ধি বিদ্যুৎবরণের, জানা নেই আত্মীয়দের
এক্ষেত্রে মন্ত্রীর বার্তা খুব স্পষ্ট ৷ সিবিআই ও ইডি নানা মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী ও কর্মীদের হেনস্থা করছে ৷ কার্যত এটাই বোঝাতে চেয়েছন উদয়ন ৷ তাঁর সাফ কথা, সীমান্তে যখন একের পর এক গরু পাচার হচ্ছিল, তখন সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী কী করছিল !
এই প্রসঙ্গে উদয়ন বলেন, "আমি সোশ্য়াল মিডিয়ায় দেখেছি ৷ সেখানে বলা হচ্ছে, সীমান্তের কাছে গরুগুলিকে নিয়ে যাওয়ার পর কপিকলের সাহায্যে গরুগুলিকে বেঁধে কাঁটাতারের উপর দিয়ে ওপারে পাঠানো হচ্ছে ৷ তারপর সেদিকে কপিকল থেকে গরুগুলিকে খুলে নেওয়া হচ্ছে ৷ আমি হিসাব করে দেখেছি, এভাবে যদি সত্যিই পাচার হয়ে থাকে, তাহলে শুধুমাত্র একটি গরুকেই সীমান্তের ওপারে পাঠাতে প্রায় 15 মিনিট সময় লাগবে ৷ তার মানে একসঙ্গে চারটি গরু পাচার করতে হলে সময় লাগবে একঘণ্টা ! এতটা সময় ধরে এমন ঘটনা ঘটছে, অথচ বিএসএফ কিছু জানে না ! এটা কখনও হতে পারে না ৷"
রাজ্য়ের প্রধান বিরোধী দল বিজেপি-র দাবি, একের পর এক পাচার কাণ্ডে তৃণমূলের আরও অনেক হেভিওয়েট জেলে ঢুকবেন ! অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, মিথ্য়া মামলায় তাঁদের ফাঁসানো হচ্ছে ৷ রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআই-কে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার ৷ এই প্রেক্ষাপটে উদয়ন গুহর মন্তব্য নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে ৷ অনেকে বলছেন, কেন্দ্র, কেন্দ্রীয় সংস্থা এবং বিএসএফ-কে কাঠগড়ায় তুলতেই এমন মন্তব্য করেছেন তিনি ৷ আবার কেউ কেউ বলছেন, তাহলে কি এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও জড়িয়ে পড়বেন পাচারকাণ্ডে ? সেটা আন্দাজ করেই কি এমন মন্তব্য করলেন উদয়ন ? তবে, মন্ত্রীর এমন বক্তব্য়ে জেলাস্তরে তৃণমূল কর্মীদের উপর মানসিক চাপ বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷