ETV Bharat / state

Udayan Guha : ছ’মাস বিধায়ক শূন্য দিনহাটা, মানুষকেই দায়ী করলেন উদয়ন

আগামী 30 অক্টোবর উপনির্বাচন কোচবিহারের দিনহাটা আসনে ৷ তাতে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ ৷ শুক্রবার ভেটাগুড়িতে একটি সভা করেন তিনি ৷ ছ’মাস এই এলাকা বিধায়ক শূন্য থাকার জন্য ভোটারদেরই দায়ী করেন তৃণমূল প্রার্থী ৷

Udayan Guha by-poll campaign in dinhata
Udayan Guha : ছ’মাস বিধায়ক শূন্য দিনহাটা, মানুষকেই দায়ী করলেন উদয়ন
author img

By

Published : Oct 22, 2021, 10:13 PM IST

কোচবিহার, 22 অক্টোবর : প্রায় ছ’মাস ধরে কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য ৷ এর জন্য ভোটদাতাদেরই দায়ী করলেন দিনহাটার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha) ৷ শুক্রবার দুপুরে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি-1 গ্রাম পঞ্চায়েতের রুইয়ের কুঠি গ্রামে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন উদয়ন ৷ সেখানে তিনি বলেন, ‘‘দিনহাটায় ছ’মাস ধরে বিধায়ক নেই ৷ এর জন্য আপনাদের যদি দোষারোপ করি ? আপনারাই দায়ী ৷ সবাই পালায় না ৷ গত বিধানসভা নির্বাচনে মাত্র সাতান্ন ভোটে হেরেছি ৷ এর মধ্যে সাড়ে পাঁচ হাজার ভোটে পিছিয়ে ছিলাম ভেটাগুড়িতে ৷ এবার আপনারা কী করবেন ? আপনারাই বলুন ৷’’

আরও পড়ুন : Dinhata bypoll : ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন অশোকের, হারিয়ে বদলা চান উদয়ন

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটায় তৃণমূলের প্রার্থী ছিলেন এই উদয়ন গুহই ৷ অপরদিকে, বিজেপির প্রার্থী ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ৷ নিশীথ ভেটাগুড়ির বাসিন্দা হওয়ায় এই গ্রাম পঞ্চায়েত তাঁর দখলেই ছিল ৷ এমনকী, ভোটের দিন এখানে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয় উদয়ন গুহকে ৷ তাঁর কনভয়ে হামলা চালানোরও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Udayan Guha : দিনহাটায় প্রার্থী ঘোষণার পর দলেরই একাংশকে হুঁশিয়ারি উদয়ন অনুগামীদের

শেষমেশ নির্বাচনে 57 ভোটে নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন উদয়ন গুহ ৷ পাশাপাশি এই ভেটাগুড়ি-1 গ্রাম পঞ্চায়েতে পাঁচ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে ছিলেন উদয়ন গুহ ৷ পরবর্তীতে অবশ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নিশীথ প্রামাণিক ৷ সেই থেকে দিনহাটা বিধায়ক শূন্য হয়ে রয়েছে ৷ এবার সেই আসনেই আগামী 30 অক্টোবর উপনির্বাচন হতে চলেছে ৷ এবারও উদয়নেই আস্থা রেখেছে ঘাসফুল শিবির ৷ অপরদিকে, বিজেপির প্রার্থী অশোক মণ্ডল ৷

কোচবিহার, 22 অক্টোবর : প্রায় ছ’মাস ধরে কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য ৷ এর জন্য ভোটদাতাদেরই দায়ী করলেন দিনহাটার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha) ৷ শুক্রবার দুপুরে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি-1 গ্রাম পঞ্চায়েতের রুইয়ের কুঠি গ্রামে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন উদয়ন ৷ সেখানে তিনি বলেন, ‘‘দিনহাটায় ছ’মাস ধরে বিধায়ক নেই ৷ এর জন্য আপনাদের যদি দোষারোপ করি ? আপনারাই দায়ী ৷ সবাই পালায় না ৷ গত বিধানসভা নির্বাচনে মাত্র সাতান্ন ভোটে হেরেছি ৷ এর মধ্যে সাড়ে পাঁচ হাজার ভোটে পিছিয়ে ছিলাম ভেটাগুড়িতে ৷ এবার আপনারা কী করবেন ? আপনারাই বলুন ৷’’

আরও পড়ুন : Dinhata bypoll : ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন অশোকের, হারিয়ে বদলা চান উদয়ন

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটায় তৃণমূলের প্রার্থী ছিলেন এই উদয়ন গুহই ৷ অপরদিকে, বিজেপির প্রার্থী ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ৷ নিশীথ ভেটাগুড়ির বাসিন্দা হওয়ায় এই গ্রাম পঞ্চায়েত তাঁর দখলেই ছিল ৷ এমনকী, ভোটের দিন এখানে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয় উদয়ন গুহকে ৷ তাঁর কনভয়ে হামলা চালানোরও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Udayan Guha : দিনহাটায় প্রার্থী ঘোষণার পর দলেরই একাংশকে হুঁশিয়ারি উদয়ন অনুগামীদের

শেষমেশ নির্বাচনে 57 ভোটে নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন উদয়ন গুহ ৷ পাশাপাশি এই ভেটাগুড়ি-1 গ্রাম পঞ্চায়েতে পাঁচ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে ছিলেন উদয়ন গুহ ৷ পরবর্তীতে অবশ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নিশীথ প্রামাণিক ৷ সেই থেকে দিনহাটা বিধায়ক শূন্য হয়ে রয়েছে ৷ এবার সেই আসনেই আগামী 30 অক্টোবর উপনির্বাচন হতে চলেছে ৷ এবারও উদয়নেই আস্থা রেখেছে ঘাসফুল শিবির ৷ অপরদিকে, বিজেপির প্রার্থী অশোক মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.