ETV Bharat / state

Udayan Guha Apologizes to Party Men : ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করছি, কর্মিসভায় আত্মসমালোচনা উদয়ন গুহ’র - Udayan Guha Apologizes to Party Men

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আত্মসমালোচনা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ’র ৷ ভুল-ত্রুটি শুধরে মানুষের কাছে যাওয়ার কথা বললেন তিনি (Udayan Guha apologized for mistakes he made in previous elections) ৷ সেই সঙ্গে এও জানালেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়ন পেশ করবেন ৷ আর তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা ৷ কোনও আসনেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের বোর্ড গঠন হবে না ৷

Udayan Guha News
Udayan Guha Apologised for Mistakes He does in Previous Elections
author img

By

Published : Apr 30, 2022, 11:26 AM IST

কোচবিহার, 30 এপ্রিল : পৌরসভা নির্বাচনে উদয়ন গুহ’র নেতৃত্বে দিনহাটা পৌরসভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল তৃণমূল ৷ এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল কোচবিহার জেলা রাজনীতিতে ৷ এ বার 180 ডিগ্রি ঘুরে গেলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ৷ এক কর্মিসভায় তিনি জানালেন, পঞ্চায়েত নির্বাচনে ভোট হবে ৷ যাঁরা মানুষের জন্য কাজ করবেন, তাঁরাই একমাত্র টিকিট পাবেন ৷ আর সেই সঙ্গে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার কথা বললেন তিনি (Udayan Guha apologized at party meeting) ৷

ওই কর্মিসভা থেকে উদয়ন গুহ’কে রীতিমত ক্ষমা চাইতে শোনা গেল ৷ তিনি বলেন, ‘‘আমাদের কিছু ভুল-ত্রুটি আছে ৷ আমরা সেই ভুল সংশোধনের চেষ্টা করছি ৷ দলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ কিন্তু, আপনারা রাগ করে আমাদের পাশ থেকে সরে যাবেন না ৷ আমাদের দূরে ঠেলে দেবেন না ৷ আমাদের কর্মীদের ডাকবেন, এমনকি আমাকে খোন করে জানাবেন, আপনাদের সমস্যার কথা ৷ আমরা সহযোগিতা করব ৷’’ উদয়ন গুহ’র এই মন্তব্যের পর রীতিমত হইচই পড়ে গিয়েছে কোচবিহারের রাজনীতিতে ৷

এ নিয়ে জেলার রাজনৈতিকমহল মনে করছে, পৌরসভা ভোটের সময় দিনহাটা পৌরসভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল তৃণমূল ৷ সেই ঘটনাকতে দিনহাটার মানুষ যে মেনে নেয়নি তা তৃণমূল নেতৃত্ব তথা উদয়ন গুহ ভাল করেই জানেন ৷ আর সেই কারণেই হয়তো এই অবস্থান বদল এবং ভুল-ত্রুটি শুধরে মানুষের কাছে যাওয়ার কথা বলছেন দিনহাটার বিধায়ক ৷

কর্মিসভায় ক্ষমা চাইলেন উদয়ন

আরও পড়ুন : Udayan Slams Dilip : প্রচারে এলে দিলীপ ঘোষকে ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান উদয়নের

পাশাপাশি, রাজ্য সরকারের প্রকল্পগুলি যে একেবার বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তাও বলতে শোনা গেল উদয়ন গুহ’কে ৷ তিনি বলেন, ‘‘রাজ্য সরকার যে প্রকল্পের সুবিধা মানুষকে দিচ্ছে, তা দয়া করে দিচ্ছে না ৷ এটা মানুষের অধিকার ৷ তাই কেউ যদি আপনাদের বঞ্চিত করে বা ঘুষ চায় তাহলে অভিযোগ জানান ৷ তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে ৷’’ প্রয়োজনে তাঁকে ফোন করে অভিযোগ জানানোর কথাও বলেন উদয়ন গুহ ৷

আরও পড়ুন : Cooch Behar Panchayat Elections : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করব, জনসভা থেকে আশ্বাস উদয়নের

আর সবশেষে তিনি জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে কেউ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতবে না (Every Candidates of Opposition Parties will File Nomination in Upcoming Panchayet Election) ৷ তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ রয়েছে, গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ- সব আসনেই ভোট হবে ৷ আর সেই ভোটে তৃণমূলের তরফে তাঁরাই টিকিট পাবেন, যাঁরা মানুষের পাশে থাকবে ও মানুষের হয়ে কাজ করবেন ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : আলাদা রাজ্যের দাবি তুললে হাঁটু ভাঙার হুমকি, ফের বিতর্কে উদয়ন

যদিও, পুরো বিষয়টিকে নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে ৷ পৌরসভা নির্বাচনের আগে উদয়নের মন্তব্যের কথা মনে করিয়ে তিবি বলেন, ‘‘পৌরসভা নির্বাচনের আগে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেছিলেন, ভোট না দিলে প্রহার হবে এবং সেভাবেই তিনি দিনহাটা পৌরসভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিলেন ৷ পরবর্তীতে হয়তো বুঝতে পেরেছেন যে, মানুষ তাঁর পাশ থেকে সরে গেছে ৷ তাই এখন নাটক করছেন ৷’’

কোচবিহার, 30 এপ্রিল : পৌরসভা নির্বাচনে উদয়ন গুহ’র নেতৃত্বে দিনহাটা পৌরসভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল তৃণমূল ৷ এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল কোচবিহার জেলা রাজনীতিতে ৷ এ বার 180 ডিগ্রি ঘুরে গেলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ৷ এক কর্মিসভায় তিনি জানালেন, পঞ্চায়েত নির্বাচনে ভোট হবে ৷ যাঁরা মানুষের জন্য কাজ করবেন, তাঁরাই একমাত্র টিকিট পাবেন ৷ আর সেই সঙ্গে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার কথা বললেন তিনি (Udayan Guha apologized at party meeting) ৷

ওই কর্মিসভা থেকে উদয়ন গুহ’কে রীতিমত ক্ষমা চাইতে শোনা গেল ৷ তিনি বলেন, ‘‘আমাদের কিছু ভুল-ত্রুটি আছে ৷ আমরা সেই ভুল সংশোধনের চেষ্টা করছি ৷ দলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ কিন্তু, আপনারা রাগ করে আমাদের পাশ থেকে সরে যাবেন না ৷ আমাদের দূরে ঠেলে দেবেন না ৷ আমাদের কর্মীদের ডাকবেন, এমনকি আমাকে খোন করে জানাবেন, আপনাদের সমস্যার কথা ৷ আমরা সহযোগিতা করব ৷’’ উদয়ন গুহ’র এই মন্তব্যের পর রীতিমত হইচই পড়ে গিয়েছে কোচবিহারের রাজনীতিতে ৷

এ নিয়ে জেলার রাজনৈতিকমহল মনে করছে, পৌরসভা ভোটের সময় দিনহাটা পৌরসভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল তৃণমূল ৷ সেই ঘটনাকতে দিনহাটার মানুষ যে মেনে নেয়নি তা তৃণমূল নেতৃত্ব তথা উদয়ন গুহ ভাল করেই জানেন ৷ আর সেই কারণেই হয়তো এই অবস্থান বদল এবং ভুল-ত্রুটি শুধরে মানুষের কাছে যাওয়ার কথা বলছেন দিনহাটার বিধায়ক ৷

কর্মিসভায় ক্ষমা চাইলেন উদয়ন

আরও পড়ুন : Udayan Slams Dilip : প্রচারে এলে দিলীপ ঘোষকে ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান উদয়নের

পাশাপাশি, রাজ্য সরকারের প্রকল্পগুলি যে একেবার বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তাও বলতে শোনা গেল উদয়ন গুহ’কে ৷ তিনি বলেন, ‘‘রাজ্য সরকার যে প্রকল্পের সুবিধা মানুষকে দিচ্ছে, তা দয়া করে দিচ্ছে না ৷ এটা মানুষের অধিকার ৷ তাই কেউ যদি আপনাদের বঞ্চিত করে বা ঘুষ চায় তাহলে অভিযোগ জানান ৷ তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে ৷’’ প্রয়োজনে তাঁকে ফোন করে অভিযোগ জানানোর কথাও বলেন উদয়ন গুহ ৷

আরও পড়ুন : Cooch Behar Panchayat Elections : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করব, জনসভা থেকে আশ্বাস উদয়নের

আর সবশেষে তিনি জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে কেউ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতবে না (Every Candidates of Opposition Parties will File Nomination in Upcoming Panchayet Election) ৷ তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ রয়েছে, গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ- সব আসনেই ভোট হবে ৷ আর সেই ভোটে তৃণমূলের তরফে তাঁরাই টিকিট পাবেন, যাঁরা মানুষের পাশে থাকবে ও মানুষের হয়ে কাজ করবেন ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : আলাদা রাজ্যের দাবি তুললে হাঁটু ভাঙার হুমকি, ফের বিতর্কে উদয়ন

যদিও, পুরো বিষয়টিকে নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে ৷ পৌরসভা নির্বাচনের আগে উদয়নের মন্তব্যের কথা মনে করিয়ে তিবি বলেন, ‘‘পৌরসভা নির্বাচনের আগে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেছিলেন, ভোট না দিলে প্রহার হবে এবং সেভাবেই তিনি দিনহাটা পৌরসভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিলেন ৷ পরবর্তীতে হয়তো বুঝতে পেরেছেন যে, মানুষ তাঁর পাশ থেকে সরে গেছে ৷ তাই এখন নাটক করছেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.