ETV Bharat / state

কোচবিহারে গোরু চোর সন্দেহে গণপিটুনি, মৃত 2 - কোচবিহারে গোরুচোর সন্দেহে গণপিটুনি

নম্বরবিহীন পিকআপ ভ্যানে করে দুটি গোরু নিয়ে যাচ্ছিলেন বাবুল মিঞা ও প্রকাশ দাস । স্থানীয়রা সন্দেহ করে, গোরু দুটিকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেই সন্দেহের বশে পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ মারধর করা হয় বাবুল ও প্রকাশকে ৷ হাসপাতালে মৃত্যু হয় তাঁদের ।

মৃত
author img

By

Published : Nov 21, 2019, 2:10 PM IST

কোচবিহার, 21 নভেম্বর : গোরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি । হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁদের । মৃতদের নাম বাবুল মিঞা (37) ও প্রকাশ দাস (32) । ঘটনাটি কোচবিহারের পুটিমারি ফুলেশ্বরী এলাকার । কে বা কারা বাবুল ও প্রকাশকে মারধর করেছে তার তদন্ত শুরু করেছে কোচবিহার থানার পুলিশ ।

আজ সকালে মাথাভাঙার বাসিন্দা বাবুল ও প্রকাশ নম্বরবিহীন পিকআপ ভ্যানে করে দুটি গোরু নিয়ে যাচ্ছিলেন । কোচবিহার এক নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী এলাকার কয়েকজন সেই ভ্যান আটকায় । ভ্যান থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বাবুল ও প্রকাশকে ৷ ভ্যানে আগুনও ধরিয়ে দেওয়া হয় । মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন দুজনই ৷

এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোচবিহার থানার পুলিশ । ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে মৃত্যু হয় তাঁদের ।

কোচবিহার, 21 নভেম্বর : গোরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি । হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁদের । মৃতদের নাম বাবুল মিঞা (37) ও প্রকাশ দাস (32) । ঘটনাটি কোচবিহারের পুটিমারি ফুলেশ্বরী এলাকার । কে বা কারা বাবুল ও প্রকাশকে মারধর করেছে তার তদন্ত শুরু করেছে কোচবিহার থানার পুলিশ ।

আজ সকালে মাথাভাঙার বাসিন্দা বাবুল ও প্রকাশ নম্বরবিহীন পিকআপ ভ্যানে করে দুটি গোরু নিয়ে যাচ্ছিলেন । কোচবিহার এক নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী এলাকার কয়েকজন সেই ভ্যান আটকায় । ভ্যান থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বাবুল ও প্রকাশকে ৷ ভ্যানে আগুনও ধরিয়ে দেওয়া হয় । মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন দুজনই ৷

এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোচবিহার থানার পুলিশ । ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে মৃত্যু হয় তাঁদের ।

Intro:
কোচবিহার ঃ গোরুচোর সন্দেহে দুই ব্যাক্তিকে পিটিয়ে মারার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ভোররাতে কোচবিহার ১ নং ব্লকের পুটিমারি ফুলেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে। বাবলু মিয়া ও প্রকাশ দাস নামে মাথাভাঙার দুইব্যক্তি একটি নম্বরবিহীন পিকআপ ভ্যানে ২টি গরু নিয়ে যাচ্ছিলেন। গরু চোর সন্দেহে এলাকার লোক গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং তাদের মারধর শুরু করে। পুলিশ গিয়ে ২ ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর হাসপাতালে মৃত্যু হয় ওই দুইব্যক্তির। ঘটনার তদন্তে কোতয়ালি থানার পুলিশ।। # Body:wb_crb_01_ganapituni_vis_7205341Conclusion:wb_crb_01_ganapituni_vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.