কোচবিহার, 21 নভেম্বর : গোরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি । হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁদের । মৃতদের নাম বাবুল মিঞা (37) ও প্রকাশ দাস (32) । ঘটনাটি কোচবিহারের পুটিমারি ফুলেশ্বরী এলাকার । কে বা কারা বাবুল ও প্রকাশকে মারধর করেছে তার তদন্ত শুরু করেছে কোচবিহার থানার পুলিশ ।
আজ সকালে মাথাভাঙার বাসিন্দা বাবুল ও প্রকাশ নম্বরবিহীন পিকআপ ভ্যানে করে দুটি গোরু নিয়ে যাচ্ছিলেন । কোচবিহার এক নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী এলাকার কয়েকজন সেই ভ্যান আটকায় । ভ্যান থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বাবুল ও প্রকাশকে ৷ ভ্যানে আগুনও ধরিয়ে দেওয়া হয় । মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন দুজনই ৷
এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোচবিহার থানার পুলিশ । ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে মৃত্যু হয় তাঁদের ।