ETV Bharat / state

Crisis in Cooch Behar BJP: অভিষেকের সভার আগে কোচবিহারে ভাঙন, হাতছাড়া হওয়ার পথে বিজেপির একমাত্র গ্রাম পঞ্চায়েত !

author img

By

Published : Feb 7, 2023, 1:32 PM IST

Updated : Feb 7, 2023, 2:59 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে কোচবিহারে বিজেপিতে (Crisis in Cooch Behar BJP) ফাটল দেখা দিল । সোমবার রাতে দল ছাড়লেন উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্য (Panchayat Members Join TMC)।

Crisis in Cooch Behar BJP Etv Bharat
তৃণমূলে যোগ বিজেপি নেতাদের
উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান

কোচবিহার, 7 ফেব্রুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে কোচবিহারেও ভাঙন বিজেপিতে (Crisis in Cooch Behar BJP)। দল ছাড়লেন উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্য । বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতটিও এ বার গেরুয়া শিবিরের হাতছাড়া হতে চলেছে (Panchayat Members Join TMC)!

অভিষেকের সভার আগে গেরুয়া শিবিরে ভাঙন: আগামী 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ৷ তার আগে কোচবিহার বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতে ভাঙন ধরাল তৃণমূল । সেই গ্রাম পঞ্চায়েতটি এ বার গেরুয়া শিবিরের হাতছাড়া হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷

বিজেপির একমাত্র গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়ার পথে: সোমবার রাতে কোচবিহারের ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন । এই দলবদলের ফলে 14 জন সদস্যের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূল দুই দলেরই সদস্য সংখ্যা দাঁড়াল 7 জন করে । ফলে আজ, অর্থাৎ মঙ্গলবার এই পঞ্চায়েতে অনাস্থা আনতে চলেছে তৃণমূল । প্রসঙ্গত, কোচবিহার জেলায় 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতই বিজেপির দখলে ছিল । এখন অনাস্থার পর সেটি আর বিজেপি ধরে রাখতে পারবে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে ।

আরও পড়ুন: বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান দু’শোর বেশি নেতা-কর্মীর

উত্তরবঙ্গে কি দুর্বল হচ্ছে বিজেপি ? উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে ফাটল ধরাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ গত রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি । রবিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে ঘাসফুল শিবিরে যোগ দেন আলিপুরদুয়ারের বিধায়ক ৷ এ বার অভিষেকের সভার আগে বিজেপিতে ভাঙন কোচবিহারে । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার কি গ্রাম পঞ্চায়েত শূন্য হতে পারে বিজেপি ? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

এ দিন কোচবিহার জেলার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, "সেই এলাকায় দলের কর্মসূচিতে গিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্যদের তৃণমুলে সামিল হতে বার্তা দেওয়া হয়েছে । 14 সদস্যের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ছিল পাঁচজন, এখন তাদের দুজন বেড়ে উভয় দলে হল 7 জন । গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরূদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে তৃণমূল ।

উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান

কোচবিহার, 7 ফেব্রুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে কোচবিহারেও ভাঙন বিজেপিতে (Crisis in Cooch Behar BJP)। দল ছাড়লেন উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্য । বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতটিও এ বার গেরুয়া শিবিরের হাতছাড়া হতে চলেছে (Panchayat Members Join TMC)!

অভিষেকের সভার আগে গেরুয়া শিবিরে ভাঙন: আগামী 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ৷ তার আগে কোচবিহার বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতে ভাঙন ধরাল তৃণমূল । সেই গ্রাম পঞ্চায়েতটি এ বার গেরুয়া শিবিরের হাতছাড়া হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷

বিজেপির একমাত্র গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়ার পথে: সোমবার রাতে কোচবিহারের ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন । এই দলবদলের ফলে 14 জন সদস্যের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূল দুই দলেরই সদস্য সংখ্যা দাঁড়াল 7 জন করে । ফলে আজ, অর্থাৎ মঙ্গলবার এই পঞ্চায়েতে অনাস্থা আনতে চলেছে তৃণমূল । প্রসঙ্গত, কোচবিহার জেলায় 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতই বিজেপির দখলে ছিল । এখন অনাস্থার পর সেটি আর বিজেপি ধরে রাখতে পারবে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে ।

আরও পড়ুন: বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান দু’শোর বেশি নেতা-কর্মীর

উত্তরবঙ্গে কি দুর্বল হচ্ছে বিজেপি ? উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে ফাটল ধরাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ গত রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি । রবিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে ঘাসফুল শিবিরে যোগ দেন আলিপুরদুয়ারের বিধায়ক ৷ এ বার অভিষেকের সভার আগে বিজেপিতে ভাঙন কোচবিহারে । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার কি গ্রাম পঞ্চায়েত শূন্য হতে পারে বিজেপি ? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

এ দিন কোচবিহার জেলার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, "সেই এলাকায় দলের কর্মসূচিতে গিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্যদের তৃণমুলে সামিল হতে বার্তা দেওয়া হয়েছে । 14 সদস্যের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ছিল পাঁচজন, এখন তাদের দুজন বেড়ে উভয় দলে হল 7 জন । গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরূদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে তৃণমূল ।

Last Updated : Feb 7, 2023, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.