ETV Bharat / state

দিনহাটায় 2 ABVP কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল

কোচবিহারের দিনহাটায় দুই ABVP কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

2 ABVP কর্মীকে মারধর
author img

By

Published : Jul 21, 2019, 2:37 PM IST

কোচবিহার, 21 জুলাই : দুই ABVP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আক্রান্তদের নাম সম্রাট সরকার ও দীপেন চক্রবর্তী । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । কোচবিহারের দিনহাটার ঘটনা । গতরাতে দিনহাটার স্টেশন চত্বরের ঘটনা । গুরুতর জখম অবস্থায় দুই কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে । বাড়ি ভাঙচুর, লুটপাট চালানোরও অভিযোগ উঠেছে দুই তরফের বিরুদ্ধেই । ইতিমধ্যেই এলাকা ছাড়া সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা । এরমধ্যেই দিনহাটায় শুরু হয়েছে ABVP-র সঙ্গে তৃণমূলের সংঘর্ষ । গতরাতে দিনহাটা স্টেশন চত্বরে বসেছিলেন ABVP-র দুই কর্মী । সেইসময় তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে তাঁদের মারধর করে বলে অভিযোগ । সম্রাট সরকারের অভিযোগ, দু'দিন আগে আমার কম্পিউটারের দোকানে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

BJP-র জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা গত কয়েকদিন ধরেই BJP-র উপর হামলা চালাচ্ছিল । গতরাতে ABVP দু'জন কর্মীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা ।"

কোচবিহার, 21 জুলাই : দুই ABVP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আক্রান্তদের নাম সম্রাট সরকার ও দীপেন চক্রবর্তী । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । কোচবিহারের দিনহাটার ঘটনা । গতরাতে দিনহাটার স্টেশন চত্বরের ঘটনা । গুরুতর জখম অবস্থায় দুই কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে । বাড়ি ভাঙচুর, লুটপাট চালানোরও অভিযোগ উঠেছে দুই তরফের বিরুদ্ধেই । ইতিমধ্যেই এলাকা ছাড়া সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা । এরমধ্যেই দিনহাটায় শুরু হয়েছে ABVP-র সঙ্গে তৃণমূলের সংঘর্ষ । গতরাতে দিনহাটা স্টেশন চত্বরে বসেছিলেন ABVP-র দুই কর্মী । সেইসময় তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে তাঁদের মারধর করে বলে অভিযোগ । সম্রাট সরকারের অভিযোগ, দু'দিন আগে আমার কম্পিউটারের দোকানে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

BJP-র জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা গত কয়েকদিন ধরেই BJP-র উপর হামলা চালাচ্ছিল । গতরাতে ABVP দু'জন কর্মীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা ।"

Intro:কোচবিহার ঃ দুই এবিভিপি কর্মীকে মারধোর করার অভিযোগ উঠল তৃনমুল এর বিরুদ্ধে। শনিবার রাতে দিনহাটা রেল ষ্টেশন চত্বরে এই ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই দুই কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিতসাধীন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃনমুল।Body:
জানা গিয়েছে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে সিতাই বিধানসভার তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এলাকা ছাড়া। এরই মধ্যে গত কয়েকদিন ধরে এবিভিপির সাথে তৃনমুল এর ঝামেলা চলছে দিনহাটায়। গতকাল রাতে দিনহাটা রেল ষ্টেশনে দুই এবিভিপি কর্মী বসেছিল। সেসময় একদল তৃনমূল কর্মী এসে তাদের মারধোর করে বলে অভিযোগ। রাতেই সম্রাট সরকার ও দীপেন চক্রবর্তী নামে ওই দুই কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃনমুল। তৃনমূল নেতা অসীম নন্দী বলেন অভিযোগ ভিত্তিহীন। জানা গিয়েছে দিন দুয়েক আগে সম্রাট সরকার এর কম্পিউটার এর দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল তৃনমুল এর বিরুদ্ধে। # Conclusion:WB-CRB-2-TMC ATTACK ABVP-VIS-7205341

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.