কোচবিহার, 20 মে : দিনহাটা ও মেখলিগঞ্জ পৌরসভায় দলের নেতাদের প্রশাসক হিসেবে বসানো হলেও জেলার বৃহত্তম কোচবিহার পৌরসভার নিয়ে এখনও রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর কোনও সিদ্ধান্ত নেয়নি । পৌরসভার দায়িত্বে এখন রয়েছেন কোচবিহার সদরের মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান । তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, পৌরসভা নির্বাচনের আগে দলের কাউকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে শহরের উন্নয়নের কাজ করা হলে তৃণমূলের হারানো জমি ফেরত পেতে সুবিধা হবে ৷
বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় মেখলিগঞ্জ ও দিনহাটা পৌরসভার প্রশাসকের পদ থেকে পরেশচন্দ্র অধিকারী ও উদয়ন গুহ পদত্যাগ করেন । পরেশ অধিকারী নির্বাচনে জিতলেও উদয়ন গুহ হেরে গিয়েছেন । পরেশ অধিকারীকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে । এদিকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মেখলিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসাবে পরেশ অধিকারী এবং দিনহাটা পৌরসভার প্রশাসক হিসাবে উদয়ন গুহকে নিয়োগ করেছে ।
বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভূষণ সিংকে প্রশাসক পদ থেকে অপসারণ করে সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় ।
আরও পড়ুন : নারদ কাণ্ডে চার ধৃতের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাইতে পারে এইমস
তবে খুব শীঘ্রই ওই পদে দলের একজনকে দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করছে তৃণমুল নেতৃত্ব । এই পদের দৌড়ে রয়েছেন, কোচবিহার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান দীপক ভট্টাচার্য , প্রাক্তন উপ পৌরপ্রধান আমিনা আহমেদ, তৃণমূল যুবর কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বেশ কয়েকজন । যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে নারাজ ।