কোচবিহার, 6 জুন : শনিবারই বিজেপির ছেড়ে 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন । আর আজ গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরও 4 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল । রবিবার সকালে উদয়ন গুহর বাড়িতে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ 4 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন ।
তৃণমূলে যোগ দেওয়ার পর ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন বলেন, ‘‘গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলাম । পরবর্তীতে বিভিন্ন কারণে কখনও বিজেপি কখনও বা তৃণমূলে ছিলাম । তবে গত একবছর বিজেপিতে ছিলাম । এবছর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল ভাল হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কর্মযজ্ঞ সামিল হতে আজ তৃণমূলে যোগ দিয়েছি ।’’
আরও পড়ুন : মাথাভাঙায় বিজেপির বুথ সভাপতিকে মারধর, অভিযুক্ত তৃণমূল
জানা গিয়েছে, কোচবিহার জেলায় এই একটিমাত্র গ্রাম পঞ্চায়েত যা বিজেপির দখলে ছিল । এখানেই বাড়ি কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের । তিনি সাংসদ হওয়ার পর এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখল করেছিল । কিন্তু বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর গ্রাম পঞ্চায়েতের চিত্র পরিবর্তন হতে শুরু করে । গতকাল 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন । এরপর আজ প্রধানসহ আরও চার গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই 10 সদস্যের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় 9 । তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, ‘‘এদিন 4 গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে এল ।’’