কোচবিহার, 17 জুন : তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলায় প্রধান অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায়ের মালিকানাধীন জমিতে বাজার বসাল তৃণমূল । বৃ্হস্পতিবার সকালে ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাছ, মাংস ও সবজির দোকান ওই জায়গায় বসানো হয় । বিজেপি নেতা অজয় রায়ের অভিযোগ, তৃণমূল নেতারা জোর করে দখল করে ওই বাজার বসিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর দিনহাটা শহরে আক্রান্ত হন তৃণমূল নেতা উদয়ন গুহ । বিজেপি নেতা অজয় রায়ের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় ৪ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অজয় রায়-সহ কয়েকজন পলাতক ।
অভিযোগ, দিনকয়েক আগে দিনহাটা শহরের বোর্ডিংপাড়া এলাকায় অজয় রায়ের মালিকানাধীন এক জমিতে দলের ঝান্ডা লাগিয়ে দেন তৃণমূল কর্মীরা । ওইভাবেই কিছুদিন থাকার পর আজ সকালে ওই এলাকার রাস্তার ধারে বসা বেশ কিছু মাছ, মাংস ও সবজির দোকান অজয় রায়ের জমিতে ঢুকে অস্থায়ী ভাবে বসতে শুরু করে । শুরু হয়ে যায় বাজার ।
বিজেপি নেতা অজয় রায় বলেন, "তৃণমূল নেতারা আমার জমি জোর করে দখল করে ওই বাজার বসিয়েছে । এর আগে আমার বাড়ি দখল করে পার্টি অফিস বানিয়েছে ।"
আরও পড়ুন : নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ
যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা জয়দীপ ঘোষ জানিয়েছেন, তৃণমূল কাউকে বসায়নি । এদিকে বাজারে বসা দোকানদারদের একাংশ জানিয়েছেন, আমরা রাস্তার ধারে দোকান নিয়ে বসতাম । এখানে ফাঁকা ছিল । তাই এখানে বসেছি ।