ETV Bharat / state

উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণার দাবি ব্যবসায়ীদের - coachbihar

কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মুদ্রা লোনের ব্যবস্থা করেছে ৷ যদিও ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই মুদ্রা লোন পেতে ব্যাঙ্কে গিয়ে চরম হয়রানি হতে হয় । এই বিষয়েও উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়েছে ব্যবসায়ী সংগঠনের তরফে ।

tax-free-zone-to-north-bengal
উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষনার দাবি
author img

By

Published : Jan 31, 2020, 11:06 PM IST

কোচবিহার, 31 জানুয়ারি: কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করার দাবি তুললেন ব্যবসায়ীরা । আগামীকালের সাধারণ বাজেটে দেশের অর্থমন্ত্রী যদি উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করেন তাহলে এলাকার চা বাগান অধ্যুষিত অঞ্চলের যেমন উন্নয়ন হবে তেমনই ঘটবে শিল্পের প্রসার ৷ উত্তরবঙ্গের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ফোসিনের কার্যকরী কমিটির সদস্য তথা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কর্তা রানা গোস্বামী, ব্যবসায়ীদের তরফে এই দাবি তুলেছেন ।

এই প্রসঙ্গে রানা গোস্বামীর যুক্তি, উত্তরবঙ্গে তেমন বড় শিল্প নেই ৷ তাই উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করা হলে শিল্পপতিরা বিনিয়োগ করতে এগিয়ে আসবে । সেইসব শিল্পপতিদের জন্য ইনটেনসিভ ঘোষণা করার দাবিও তোলা হয়েছে । এছাড়া বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা, কোচবিহার-মালদা-বালুরঘাটের মত ছোট ছোট বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালুর দাবিও তোলা হয়েছে ।

উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষনার দাবি

কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মুদ্রা লোনের ব্যবস্থা করেছে ৷ যদিও ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই মুদ্রা লোন পেতে ব্যাঙ্কে গিয়ে চরম হয়রানি হতে হয় । এই বিষয়েও উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়েছে ব্যবসায়ী সংগঠনের তরফে । উত্তরবঙ্গে যেহেতু বড় শিল্প নেই, তাই কর্মসংস্থান বৃদ্ধির দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা ।

কোচবিহার, 31 জানুয়ারি: কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করার দাবি তুললেন ব্যবসায়ীরা । আগামীকালের সাধারণ বাজেটে দেশের অর্থমন্ত্রী যদি উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করেন তাহলে এলাকার চা বাগান অধ্যুষিত অঞ্চলের যেমন উন্নয়ন হবে তেমনই ঘটবে শিল্পের প্রসার ৷ উত্তরবঙ্গের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ফোসিনের কার্যকরী কমিটির সদস্য তথা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কর্তা রানা গোস্বামী, ব্যবসায়ীদের তরফে এই দাবি তুলেছেন ।

এই প্রসঙ্গে রানা গোস্বামীর যুক্তি, উত্তরবঙ্গে তেমন বড় শিল্প নেই ৷ তাই উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করা হলে শিল্পপতিরা বিনিয়োগ করতে এগিয়ে আসবে । সেইসব শিল্পপতিদের জন্য ইনটেনসিভ ঘোষণা করার দাবিও তোলা হয়েছে । এছাড়া বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা, কোচবিহার-মালদা-বালুরঘাটের মত ছোট ছোট বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালুর দাবিও তোলা হয়েছে ।

উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষনার দাবি

কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মুদ্রা লোনের ব্যবস্থা করেছে ৷ যদিও ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই মুদ্রা লোন পেতে ব্যাঙ্কে গিয়ে চরম হয়রানি হতে হয় । এই বিষয়েও উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়েছে ব্যবসায়ী সংগঠনের তরফে । উত্তরবঙ্গে যেহেতু বড় শিল্প নেই, তাই কর্মসংস্থান বৃদ্ধির দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা ।

Intro:কোচবিহারঃ কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গকে tax-free জোন ঘোষণা করার দাবি তুললেন ব্যবসায়ীরা। আগামী সাধারণ বাজেট দেশের অর্থমন্ত্রী যদি উত্তরবঙ্গকে tax-free জোন ঘোষণা করে তাহলে এই এলাকার চা শিল্প অধ্যুষিত এলাকায় যেমন উন্নয়ন হবে পাশাপাশি শিল্পের প্রসার ঘটবে। এছাড়া উত্তরবঙ্গে যেহেতু বড় শিল্প নেই, তাই কর্মসংস্থান বৃদ্ধির দাবি জানানো হয়েছে ব্যবসায়ীদের তরফে। উত্তরবঙ্গের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ফোসিনের কার্যকরী কমিটির সদস্য তথা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কর্তা রানা গোস্বামী এই দাবি তুলেছেন। তিনি দাবি করেন যেহেতু উত্তরবঙ্গে বড় শিল্প নেই উত্তরপূর্ব রাজ্যের মত উত্তরবঙ্গকে tax-free জোন ঘোষণা হলে শিল্পপতিরা শিল্প করতে এগিয়ে আসবে। এছাড়া যেসব শিল্পপতি শিল্প গড়তে এগিয়ে আসবে তাদের জন্য যাতে ইনটেনসিভ ঘোষণা করা হয় সেদাবিও তোলা হয়েছে। এছাড়া বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা, কোচবিহার, মালদা, বালুরঘাটের মত ছোট ছোট বিমানবন্দর থেকে বিমান চালানো শুরু করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে মুদ্রা লোনের ব্যবস্থা করেছে সেই ক্ষুদ্র ব্যবসায়ীরা মুদ্রা লোন পায়না। ব্যাংকে গিয়ে হয়রানি হতে হয়। সে বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়েছে ব্যবসায়ী সংগঠনের তরফে।।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_02_budget_expectation _7205341Conclusion:wb_crb_02_budget_expectation _7205341

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.