ETV Bharat / state

পুকুরে উলটে গেল ট্রাক্টর, মৃত 3 যুবক - Tractor fall in the pond at Cooch Behar

পুকুরে ট্রাক্টর উলটে মৃত্যু তিন যুবকের । র্ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের ধলপল-2 গ্রাম পঞ্চায়েতের ছাট রামপুর গ্রামে । দুর্ঘটনার খবর পেয়ে, তুফানগঞ্জ দমকল কর্মীরা ঘটনাস্থানে গিয়ে ওই তিন যুবকের দেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ তিনটি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয় ।

Tractor fall in the pond at Cooch Behar
মৃত 3 যুবক
author img

By

Published : Dec 1, 2019, 7:45 PM IST

কোচবিহার, 1 ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উলটে গেল ট্রাক্টর । মৃত্যু হল তিন যুবকের । শনিবার গভীর রাতে, দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের ধলপল-2 গ্রাম পঞ্চায়েতের ছাট রামপুর গ্রামে । মৃতদের নাম প্রসেনজিৎ দাস (28), সৌরভ দাস (19) ও জয়ন্ত দাস (28) ।

স্থানীয় সূত্রে খবর, জমিতে চাষ সেরে রাতে ট্রাক্টরে চেপে বাড়ির দিকে ফিরছিলেন ওই তিন যুবক । সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে একটি পুকুরে উলটে যায় ।

খবর পেয়ে, তুফানগঞ্জ দমকল কর্মীরা ঘটনাস্থানে গিয়ে ওই তিন যুবকের দেহ উদ্ধার করে । তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ওই রাতে তিন যুবক ট্রাক্টর নিয়ে কোথা থেকে ফিরছিল তা খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

কোচবিহার, 1 ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উলটে গেল ট্রাক্টর । মৃত্যু হল তিন যুবকের । শনিবার গভীর রাতে, দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের ধলপল-2 গ্রাম পঞ্চায়েতের ছাট রামপুর গ্রামে । মৃতদের নাম প্রসেনজিৎ দাস (28), সৌরভ দাস (19) ও জয়ন্ত দাস (28) ।

স্থানীয় সূত্রে খবর, জমিতে চাষ সেরে রাতে ট্রাক্টরে চেপে বাড়ির দিকে ফিরছিলেন ওই তিন যুবক । সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে একটি পুকুরে উলটে যায় ।

খবর পেয়ে, তুফানগঞ্জ দমকল কর্মীরা ঘটনাস্থানে গিয়ে ওই তিন যুবকের দেহ উদ্ধার করে । তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ওই রাতে তিন যুবক ট্রাক্টর নিয়ে কোথা থেকে ফিরছিল তা খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

Intro:কোচবিহার ঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে তুফানগঞ্জের ধলপল-২ গ্রাম পঞ্চায়েতের ছাট রামপুর গ্রামে। মৃতদের নাম প্রসেনজিৎ দাস (২৮), সৌরভ দাস(১৯) ও জয়ন্ত দাস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করে ট্রাক্টরে চেপে ওই তিন যুবক বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে থাকা একটি পুকুরে উল্টে যায়। তুফানগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা গিয়ে তিন যুবকের দেহ উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এত রাতে ওই তিন যুবক ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে গিয়েছিল, নাকি অন্য কোনো কারন আছে তা খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।।। #Body:wb_crb_01_tufanganj_death_vis_7205341Conclusion:wb_crb_01_tufanganj_death_vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.