কোচবিহার, 1 ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উলটে গেল ট্রাক্টর । মৃত্যু হল তিন যুবকের । শনিবার গভীর রাতে, দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের ধলপল-2 গ্রাম পঞ্চায়েতের ছাট রামপুর গ্রামে । মৃতদের নাম প্রসেনজিৎ দাস (28), সৌরভ দাস (19) ও জয়ন্ত দাস (28) ।
স্থানীয় সূত্রে খবর, জমিতে চাষ সেরে রাতে ট্রাক্টরে চেপে বাড়ির দিকে ফিরছিলেন ওই তিন যুবক । সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে একটি পুকুরে উলটে যায় ।
খবর পেয়ে, তুফানগঞ্জ দমকল কর্মীরা ঘটনাস্থানে গিয়ে ওই তিন যুবকের দেহ উদ্ধার করে । তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ওই রাতে তিন যুবক ট্রাক্টর নিয়ে কোথা থেকে ফিরছিল তা খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ ।