ETV Bharat / state

আজ থেকে ট্রাক ধর্মঘটের ডাক কোচবিহারে

আগামী 72 ঘন্টা চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রের ট্রাক-মালিক সংগঠনের তরফে ট্রাক চালানো হবে না বলে জানিয়ে দিলেন চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক আবদুল সামাত ৷

Changrabandha
Changrabandha
author img

By

Published : Oct 12, 2020, 11:58 AM IST

কোচবিহার, 12 অক্টোবর : আজ থেকে তিনদিনের ট্রাক ধর্মঘটের ডাক দিল ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনগুলো । একাধিক দাবি নিয়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনগুলো । মূলত, কেন্দ্রীয় সরকারের আইন রাজ্যে এখনও কার্যকর করা হয়নি, পুলিশের বিরূদ্ধে তোলা আদায়ের বিষয় সামনে রেখে ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে ৷ কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে ট্রাক-মালিক সংগঠনের তরফে পালন করা হচ্ছে ধর্মঘট ৷

আগামী 72 ঘন্টা চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রের ট্রাক-মালিক সংগঠনের তরফে ট্রাক চালানো হবে না বলে জানিয়ে দিলেন চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক আবদুল সামাত ৷ সূত্রের খবর , 2018 সালের কেন্দ্রীয় সরকার বাড়তি লোডের ব্যপারে যে আইন করছে তা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এখনও কার্যকর করেনি ৷ এছাড়াও আর কিছু ইশু রয়েছে, যার জন্য বাধ্য হয়ে তিন দিনের ট্রাক ধর্মঘট ডাক দিয়েছে ট্রাক -মালিক সংগঠন ৷ কার্যত , ট্রাক ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়তে পারে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে । টানা তিন দিনের ট্রাক না চললে সাময়িকভাবে বন্ধ থাকতে পারে ভারত-বাংলাদেশ -ভুটানের আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্র ৷ ক্ষতির মুখে পারেন বেশ কিছূ মাঝারি ব্যবসায়ীও ৷ যদিও আগামী ধর্মঘটে বাণিজ্য কেন্দ্রে পরিবহনের বিষয়ে কিছু বলতে চাননি শুল্ক দপ্তরের কর্তারা এবং বাণিজ্য পরিবহনে যুক্ত আন্যান্য কর্মকর্তারা । ধর্মঘটের বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক আবদুল সামাত বলেন, "রাজ্য জুড়ে ওই ধর্মঘটে ট্রাক মালিক সংগঠন সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে । এতে চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্গত ট্রাক মালিকরা ট্রাক চালাবেন না । তাঁদের তিনটি দাবী সামনে রেখে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।"

ধর্মঘটের বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক আবদুল সামাত বলেন, "রাজ্যজুড়ে ট্রাক মালিক সংগঠন সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে । এতে চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্গত ট্রাক মালিকরা ট্রাক চালাবেন না । "

কোচবিহার, 12 অক্টোবর : আজ থেকে তিনদিনের ট্রাক ধর্মঘটের ডাক দিল ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনগুলো । একাধিক দাবি নিয়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনগুলো । মূলত, কেন্দ্রীয় সরকারের আইন রাজ্যে এখনও কার্যকর করা হয়নি, পুলিশের বিরূদ্ধে তোলা আদায়ের বিষয় সামনে রেখে ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে ৷ কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে ট্রাক-মালিক সংগঠনের তরফে পালন করা হচ্ছে ধর্মঘট ৷

আগামী 72 ঘন্টা চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রের ট্রাক-মালিক সংগঠনের তরফে ট্রাক চালানো হবে না বলে জানিয়ে দিলেন চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক আবদুল সামাত ৷ সূত্রের খবর , 2018 সালের কেন্দ্রীয় সরকার বাড়তি লোডের ব্যপারে যে আইন করছে তা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এখনও কার্যকর করেনি ৷ এছাড়াও আর কিছু ইশু রয়েছে, যার জন্য বাধ্য হয়ে তিন দিনের ট্রাক ধর্মঘট ডাক দিয়েছে ট্রাক -মালিক সংগঠন ৷ কার্যত , ট্রাক ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়তে পারে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে । টানা তিন দিনের ট্রাক না চললে সাময়িকভাবে বন্ধ থাকতে পারে ভারত-বাংলাদেশ -ভুটানের আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্র ৷ ক্ষতির মুখে পারেন বেশ কিছূ মাঝারি ব্যবসায়ীও ৷ যদিও আগামী ধর্মঘটে বাণিজ্য কেন্দ্রে পরিবহনের বিষয়ে কিছু বলতে চাননি শুল্ক দপ্তরের কর্তারা এবং বাণিজ্য পরিবহনে যুক্ত আন্যান্য কর্মকর্তারা । ধর্মঘটের বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক আবদুল সামাত বলেন, "রাজ্য জুড়ে ওই ধর্মঘটে ট্রাক মালিক সংগঠন সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে । এতে চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্গত ট্রাক মালিকরা ট্রাক চালাবেন না । তাঁদের তিনটি দাবী সামনে রেখে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।"

ধর্মঘটের বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক আবদুল সামাত বলেন, "রাজ্যজুড়ে ট্রাক মালিক সংগঠন সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে । এতে চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্গত ট্রাক মালিকরা ট্রাক চালাবেন না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.