ETV Bharat / state

কোচবিহারে টোটো চালককে গুলি করে খুনের অভিযোগ - Murder

মঙ্গলবার রাতে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় ৷ তাঁর দাদা সত্যেন বর্মণ বলেন, কীভাবে এমন হল বুঝতে পারছি না ৷ ভাইয়ের সেরকম কোনও শত্রু নেই ৷

Toto driver shot dead in Coochbehar
Toto driver shot dead
author img

By

Published : Sep 23, 2020, 9:50 AM IST

Updated : Sep 23, 2020, 10:06 AM IST

কোচবিহার:২৩ সেপ্টেম্বর : শীতলকুচিতে টোটো চালককে গুলি করে খুনের অভিযোগ ৷ মৃতের নাম রবিকান্ত বর্মণ (30) ৷ কোচবিহারের শীতলকুচি ব্লকেরগাংধর এলাকার ঘটনা ৷


মৃত যুবকের বাড়ি ধরলার পার এলাকায় । মঙ্গলবার রাতে বিকট শব্দ শুনে এলাকার বাসিন্দারা বাড়ির বাইরে এসে দেখে জখম অবস্থায় এক যুবক ধান খেতের পাশে পড়ে রয়েছে । মাথায় গুলির আঘাত রয়েছে ৷ সামান্য দূরেই একটি টোটো ও একটি দেশি বন্দুক পড়ে আছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শীতলকুচি থানায় । পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ওই টোটো চালকের দাদা সত্যেন বর্মণ বলেন, কীভাবে এমন হল বুঝতে পারছি না ৷ ভাইয়ের সেরকম কোনও শত্রু নেই ৷ রাজনীতিতেও যুক্ত নেই । তার দাবি , ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক ৷

কোচবিহার:২৩ সেপ্টেম্বর : শীতলকুচিতে টোটো চালককে গুলি করে খুনের অভিযোগ ৷ মৃতের নাম রবিকান্ত বর্মণ (30) ৷ কোচবিহারের শীতলকুচি ব্লকেরগাংধর এলাকার ঘটনা ৷


মৃত যুবকের বাড়ি ধরলার পার এলাকায় । মঙ্গলবার রাতে বিকট শব্দ শুনে এলাকার বাসিন্দারা বাড়ির বাইরে এসে দেখে জখম অবস্থায় এক যুবক ধান খেতের পাশে পড়ে রয়েছে । মাথায় গুলির আঘাত রয়েছে ৷ সামান্য দূরেই একটি টোটো ও একটি দেশি বন্দুক পড়ে আছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শীতলকুচি থানায় । পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ওই টোটো চালকের দাদা সত্যেন বর্মণ বলেন, কীভাবে এমন হল বুঝতে পারছি না ৷ ভাইয়ের সেরকম কোনও শত্রু নেই ৷ রাজনীতিতেও যুক্ত নেই । তার দাবি , ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক ৷

Last Updated : Sep 23, 2020, 10:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.