কোচবিহার, 20 ডিসেম্বর: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ায় ইউনিট সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি উত্তম ঘোষকে (TMCP Leader Expelled From Cooch Behar University Party Post)। সোমবার বিশ্ববিদ্যালয়ের তিনটি হস্টেলের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে নামার পরই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পঞ্চানন বর্মা (Cooch Behar Panchanan Barma University) বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সভাপতি উত্তম ঘোষের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান ।
মন্ত্রী উদয়ন গুহকে সভাপতি প্রশ্ন করেন যে, ঘটা করে উদ্বোধন করা হলেও কাজ এখনও সম্পূর্ণ হয়নি কেন ? একইসঙ্গে মঞ্চের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি না থাকা নিয়েও প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মন্ত্রী মেজাজ হারিয়ে তাকে চুপ করতে বলেন । তবে এই ঘটনার 24 ঘণ্টা যেতে না যেতেই হতেই ইউনিট সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে । এই নিয়ে শোরগোল পড়েছে দলের অন্দরে ।
এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার বলেন, "রাজ্যের নির্দেশে উত্তম ঘোষকে বিশ্ববিদ্যালয়ের যে পদ ছিল তার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । তবে তিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জেলার সাধারণ সম্পাদক পদে রয়েছে সেখানেই তাঁকে কাজে লাগানো হবে ।"
যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি উত্তম ঘোষ ।
আরও পড়ুন : কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ ও কল্যাণী পোদ্দারের বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলার অভিযোগ, লিফলেট রাস্তায়