ETV Bharat / state

Durga Puja 2022: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে তৃণমূলের হাতিয়ার পুজো - পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে

পুজো মণ্ডপগুলির আশেপাশে সহায়তা কেন্দ্র করে ঘুরতে আসা দর্শনার্থীদের সহযোগিতা করবেন তৃণমূলের কর্মীরা (TMC workers to provide assistance to visitors) ।

TMC workers to provide assistance to visitors in Durga puja mandaps
TMC workers to provide assistance to visitors in Durga puja mandaps
author img

By

Published : Sep 17, 2022, 11:28 AM IST

কোচবিহার, 17 সেপ্টেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোকে কাজে লাগাতে চাইছে তৃণমূল (Durga Puja 2022) । বিভিন্ন মহকুমার পুজো মণ্ডপগুলির আশেপাশে সহায়তা কেন্দ্র তৈরি করে ঘুরতে আসা দর্শনার্থীদের নানারকমভাবে সহযোগিতা করবে তৃণমূলের কর্মীরা (TMC workers to provide assistance to visitors in Durga puja mandaps) । শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কমিটির সভা শেষে এমনটাই জানালেন সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।

এদিন দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । সেই বৈঠকে জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, বর্তমান বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া-সহ বিভিন্ন ব্লক সভাপতি ও শাখা-সংগঠনের জেলা সভাপতিরাও উপস্থিত ছিলেন ।

পুজো মণ্ডপগুলির আশেপাশে সহায়তা কেন্দ্র করবে তৃণমূল

আরও পড়ুন: উদয়নের মন্তব্যকে সমর্থন নয়, বর্তমান মন্ত্রীর সঙ্গে ফের তরজায় প্রাক্তন রবীন্দ্রনাথ

সেই বৈঠকে ঘোষণা করে দেওয়া হয়, এবার থেকে এক ব্যক্তি এক পদ নীতি তৈরি হয়েছে দলে । যাঁরা পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন, তিনি বা তার স্বামী ব্লক সভাপতি হতে পারবেন না । যাঁরা গ্রাম পঞ্চায়েত প্রধান হবেন, তিনি বা তাঁর স্বামী অঞ্চল সভাপতি হতে পারবেন না । এইসব বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে দলের তরফে ৷ এছাড়া মহালয়ার আগে জেলা কমিটি ও বিভিন্ন অঞ্চল কমিটি ঘোষণা করা হবে বলে খবর ।

কোচবিহার, 17 সেপ্টেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোকে কাজে লাগাতে চাইছে তৃণমূল (Durga Puja 2022) । বিভিন্ন মহকুমার পুজো মণ্ডপগুলির আশেপাশে সহায়তা কেন্দ্র তৈরি করে ঘুরতে আসা দর্শনার্থীদের নানারকমভাবে সহযোগিতা করবে তৃণমূলের কর্মীরা (TMC workers to provide assistance to visitors in Durga puja mandaps) । শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কমিটির সভা শেষে এমনটাই জানালেন সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।

এদিন দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । সেই বৈঠকে জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, বর্তমান বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া-সহ বিভিন্ন ব্লক সভাপতি ও শাখা-সংগঠনের জেলা সভাপতিরাও উপস্থিত ছিলেন ।

পুজো মণ্ডপগুলির আশেপাশে সহায়তা কেন্দ্র করবে তৃণমূল

আরও পড়ুন: উদয়নের মন্তব্যকে সমর্থন নয়, বর্তমান মন্ত্রীর সঙ্গে ফের তরজায় প্রাক্তন রবীন্দ্রনাথ

সেই বৈঠকে ঘোষণা করে দেওয়া হয়, এবার থেকে এক ব্যক্তি এক পদ নীতি তৈরি হয়েছে দলে । যাঁরা পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন, তিনি বা তার স্বামী ব্লক সভাপতি হতে পারবেন না । যাঁরা গ্রাম পঞ্চায়েত প্রধান হবেন, তিনি বা তাঁর স্বামী অঞ্চল সভাপতি হতে পারবেন না । এইসব বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে দলের তরফে ৷ এছাড়া মহালয়ার আগে জেলা কমিটি ও বিভিন্ন অঞ্চল কমিটি ঘোষণা করা হবে বলে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.