ETV Bharat / state

TMC Agitation: উদয়ন হামলায় অভিযুক্ত বিজেপি নেতার বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ

রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha) হামলায় অন্যতম অভিযুক্ত বিজেপি নেতার (BJP Leader) বাড়ির সামনে টায়ার জালিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল (TMC Agitatio) ৷ ঘটনায় উত্তেজনা ছড়াল দিনহাটায় ৷

TMC Agitation
TMC protest in front of accused BJP leader house on Udayan Guha attack
author img

By

Published : Oct 30, 2022, 5:38 PM IST

দিনহাটা, 30 অক্টোবর: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে (Minister Udayan Guha) হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের নেতা-কর্মীরা । রবিবার দুপুরে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে বিজেপির একাধিক বিধায়ক হাজির ছিলেন। সেসময় বাড়ির সামনে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এর পাশাপাশি এদিন দিনহাটা থানাতেও বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা । বছরখানেক আগে উদয়ন গুহের ওপর হামলার ঘটনার অন্যতম অভিযুক্ত বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায় । দিনদু'য়েক আগেও এই বিজেপি নেতা উদয়ন গুহের হাড়গোড় ভেঙে বস্তায় প্যাকেট করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে । সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা (TMC protest in front of accused BJP leader house) ।

উদয়ন হামলায় অভিযুক্ত বিজেপি নেতার বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ

আরও পড়ুন: নিশীথ প্রামাণিক সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে উদয়নে কুশপুতুল দাহ বিজেপি'র

তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, "আগেও তৃণমূলে থাকাকালীন কিছু লোক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল । তারা এখন বিজেপিতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে ।" যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এদিন অজয়ের বাড়িতে এসেছিলাম ৷ সে সময় তৃণমূলের একটি মিছিলের তরফে এখানে বিক্ষোভ দেখানো হয় । এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই । যদি উদয়ন গুহ ভাবেন উনি দিনহাটার বিধায়ক বলে এখানে যা ইচ্ছে তাই করবেন, তাহলে তাঁকে তো বাইরেই যেতে হবে ৷ সেক্ষেত্রেও তার প্রতিফলন ঘটবে ।"

দিনহাটা, 30 অক্টোবর: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে (Minister Udayan Guha) হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের নেতা-কর্মীরা । রবিবার দুপুরে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে বিজেপির একাধিক বিধায়ক হাজির ছিলেন। সেসময় বাড়ির সামনে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এর পাশাপাশি এদিন দিনহাটা থানাতেও বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা । বছরখানেক আগে উদয়ন গুহের ওপর হামলার ঘটনার অন্যতম অভিযুক্ত বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায় । দিনদু'য়েক আগেও এই বিজেপি নেতা উদয়ন গুহের হাড়গোড় ভেঙে বস্তায় প্যাকেট করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে । সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা (TMC protest in front of accused BJP leader house) ।

উদয়ন হামলায় অভিযুক্ত বিজেপি নেতার বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ

আরও পড়ুন: নিশীথ প্রামাণিক সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে উদয়নে কুশপুতুল দাহ বিজেপি'র

তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, "আগেও তৃণমূলে থাকাকালীন কিছু লোক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল । তারা এখন বিজেপিতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে ।" যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এদিন অজয়ের বাড়িতে এসেছিলাম ৷ সে সময় তৃণমূলের একটি মিছিলের তরফে এখানে বিক্ষোভ দেখানো হয় । এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই । যদি উদয়ন গুহ ভাবেন উনি দিনহাটার বিধায়ক বলে এখানে যা ইচ্ছে তাই করবেন, তাহলে তাঁকে তো বাইরেই যেতে হবে ৷ সেক্ষেত্রেও তার প্রতিফলন ঘটবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.