ETV Bharat / state

Postering against Nisith Pramanik: নিশীথের নামে 'চোর ধরো, জেল ভরো' ব্যানার, তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে - চোর ধরো জেল ভরো পোস্টার নিশীথের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 'চোর ধরো, জেল ভরো' ব্যানার পড়েছে কোচবিহারে ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা (TMC Postering against Nisith Pramanik) ৷

ETV Bharat
Nisith Pramanik
author img

By

Published : Nov 22, 2022, 4:49 PM IST

Updated : Nov 22, 2022, 10:08 PM IST

কোচবিহার, 22 নভেম্বর: কোচবিহার জেলাজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পড়েছে ব্যানার ৷ তাতে লেখা 'চোর ধরো, জেল ভরো' ৷ এই ব্যানার ঘিরেই রাজনৈতিক তরজা জমে উঠেছে এই জেলায় (TMC Postering against Nisith Pramanik)।

মঙ্গলবার সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টার-ব্যানার চোখে পড়ে । এই ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি তরজা যেন এক নতুন মাত্রা পেয়েছে । এক সোনার দোকানে চুরির ঘটনায় সম্প্রতি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৷ তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ব্যানার ও পোস্টারিং ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কোচবিহারের লজ্জা বলেও বিভিন্ন ব্যানারে উল্লেখ করা হয়েছে (union minister Nisith Pramanik) ৷

এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 2009 সালে আলিপুরদুয়ারে এক সোনার দোকানে চুরির মামলা রয়েছে । তাঁর বিরুদ্ধে আদালত ওয়ারেন্টও ইস্যু করেছে । তাই তাঁকে গ্রেফতারের দাবিতে ওই পোস্টার লাগানো হয়েছে ।"

আরও পড়ুন: নিশীথের গ্রেফতারি পরোয়ানা কোচবিহারের লজ্জা, সোশাল মিডিয়ায় পোস্ট পরেশের

যদিও গোটা বিষয়টি নিয়ে বিজেপি'র কোচবিহার জেলা মহিলা সভানেত্রী মিনতি ঈশোর বলেন, "ওদের পার্থ চোর, পরেশ চোর । আর এখন ষড়যন্ত্র করে ওরা বিজেপি'র নেতা-মন্ত্রীদের নামে পোস্টার লাগাচ্ছে । কিন্তু এসব করে লাভ হবে না ।" প্রসঙ্গত গত 2009 সালে আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির ঘটনায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের । সেসময় তিনি জেলও খেটেছিলেন বলে তৃণমূলের দাবি । সেই মামলাতেই আলিপুরদুয়ার আদালতে হাজিরা না দেওয়ায় সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নিশীথের নামে (arrest warrant against Nisith Pramanik) ৷

কোচবিহার, 22 নভেম্বর: কোচবিহার জেলাজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পড়েছে ব্যানার ৷ তাতে লেখা 'চোর ধরো, জেল ভরো' ৷ এই ব্যানার ঘিরেই রাজনৈতিক তরজা জমে উঠেছে এই জেলায় (TMC Postering against Nisith Pramanik)।

মঙ্গলবার সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টার-ব্যানার চোখে পড়ে । এই ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি তরজা যেন এক নতুন মাত্রা পেয়েছে । এক সোনার দোকানে চুরির ঘটনায় সম্প্রতি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৷ তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ব্যানার ও পোস্টারিং ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কোচবিহারের লজ্জা বলেও বিভিন্ন ব্যানারে উল্লেখ করা হয়েছে (union minister Nisith Pramanik) ৷

এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 2009 সালে আলিপুরদুয়ারে এক সোনার দোকানে চুরির মামলা রয়েছে । তাঁর বিরুদ্ধে আদালত ওয়ারেন্টও ইস্যু করেছে । তাই তাঁকে গ্রেফতারের দাবিতে ওই পোস্টার লাগানো হয়েছে ।"

আরও পড়ুন: নিশীথের গ্রেফতারি পরোয়ানা কোচবিহারের লজ্জা, সোশাল মিডিয়ায় পোস্ট পরেশের

যদিও গোটা বিষয়টি নিয়ে বিজেপি'র কোচবিহার জেলা মহিলা সভানেত্রী মিনতি ঈশোর বলেন, "ওদের পার্থ চোর, পরেশ চোর । আর এখন ষড়যন্ত্র করে ওরা বিজেপি'র নেতা-মন্ত্রীদের নামে পোস্টার লাগাচ্ছে । কিন্তু এসব করে লাভ হবে না ।" প্রসঙ্গত গত 2009 সালে আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির ঘটনায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের । সেসময় তিনি জেলও খেটেছিলেন বলে তৃণমূলের দাবি । সেই মামলাতেই আলিপুরদুয়ার আদালতে হাজিরা না দেওয়ায় সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নিশীথের নামে (arrest warrant against Nisith Pramanik) ৷

Last Updated : Nov 22, 2022, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.