দিনহাটা, 19 জুন: পঞ্চায়েত ভোটের প্রস্তুতির মধ্যে ফের চলল গুলি ৷ দিনহাটা এক নম্বর ব্লকের গিতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের ওই কর্মী ৷ অভিযোগ বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই গুলি চালিয়েছে তাঁকে লক্ষ্য করে।
সোমবার তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "বিজেপি আশ্রিত দুস্কৃতীরা গুলি চালিয়েছে।" যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় জানান, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেও এই ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় দুস্কৃতীরা তাঁর পথ আটকে দাঁড়ায় ৷ সেখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই তাঁর পায়ে গুলি চালায় বিজেপির দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ তৃণমূলের।
ঘটনার পর তাঁকে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহারে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আজিজুর বলেন, "আমরা মিটিং থেকে ফেরার সময় আমাদের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মীদের।" তার দাবি, এরপর হাতাহাতি হয় তাদের সঙ্গে ৷ তারপরই গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে এমনই অভিযোগ তৃণমূল কর্মীর। আহত ওই তৃণমূল কর্মী বলেন, "আমার পায়ে গুলি চালানো হয়।"
আরও পড়ুন: দেড় ঘণ্টা ধরে 30 জন বিজেপি প্রার্থীর অভিযোগ শুনলেন রাজ্যপাল
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে আসেন কোচবিহার জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানান, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে একজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের।