ETV Bharat / state

Udayan Guha slams Nisith Pramanik : প্রাকৃতিক দুর্যোগের পর সাংসদের দেখা মেলেনি, 'বিট্টু বাড়ি আছো' বলে কটাক্ষ উদয়নের

তৃণমূলের অভিযোগ, এই প্রাকৃতিক দুর্যোগের পর তিন দিন কেটে গেলেও এলাকায় যাননি বিজেপি নেতা তথা এলাকার সাংসদ নিশীথ প্রামাণিক (TMC alleged that Nisith Pramanik did not visit storm affected areas ) ৷ গত রবিবার কালবৈশাখীর তাণ্ডবে কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন অনেকে ৷

udayan guha on nisith pramanik
কবিতা লিখে নিশীথকে কটাক্ষ উদয়নের
author img

By

Published : Apr 21, 2022, 7:43 AM IST

কোচবিহার, 21 এপ্রিল : কবিতার মাধ্যমে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে বিঁধলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (TMC MLA Udayan Guha criticiss BJP MP Nisith Pramanik) ৷ গত রবিবার কালবৈশাখী ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কোচবিহার-1 নম্বর ব্লকে ৷ তৃণমূলের অভিযোগ, এই প্রাকৃতিক দুর্যোগের পর তিন দিন কেটে গেলেও এলাকায় যাননি বিজেপি নেতা তথা এলাকার সাংসদ নিশীথ প্রামাণিক (TMC alleged that Nisith Pramanik did not visit storm affected areas ) ৷ এই বিষয়টি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতার মাধ্যমে নিশীথকে বিঁধেছেন উদয়ন গুহ ৷ শক্তি চট্টোপাধ্যায়ের 'অবনী বাড়ি আছো' কবিতার অনুকরণে উদয়ন লিখেছেন, 'বিট্টু বাড়ি আছো' ৷ বিট্টু কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ডাকনাম ।

udayan guha on nisith pramanik
কবিতা লিখে নিশীথকে কটাক্ষ উদয়নের

বুধবার ওই পোস্টে উদয়ন গুহ লেখেন, "গত 17 এপ্রিল ঝড় ও শিলা বৃষ্টিতে কোচবিহার -1 ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হয়েছে । লন্ডভন্ড হয়ে গিয়েছে বাড়িঘর । দু'জনের মৃত্যু হয়েছে । রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়েছে । তৃণমূলের নেতা, মন্ত্রীরা গিয়ে সেখানে ত্রাণ বিলি করছেন । কোচবিহারের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রয়োজনে বিএসএফ বা সিআরপিএফ-এর ডান্ডা খাওয়াতে পারেন কিন্তু ত্রাণের মতো সামান্য কাজ ওকে মানায় না । তাই এখানেওখানে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি । যতই দুর্গত মানুষেরা চিৎকার করুন না কেন বিট্টু বাড়ি আছো বলে ?"

আরও পড়ুন : কালবৈশাখীর তাণ্ডবে কোচবিহারে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি

তবে এই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্ট প্রসঙ্গে দিনহাটার বিধায়ক বলেন, "এটা আমার বক্তব্য নয় । কোচবিহার -1 ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকায় আমি দু'দিন ত্রাণ নিয়ে গিয়েছিলাম । সেখানকার মানুষের বক্তব্য এলাকার সাংসদকে দেখা যায়নি ।" যদিও এই প্রসঙ্গে নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ তবে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, খুব শীঘ্রই সাংসদ এলাকায় যাবেন । বিজেপি সাংসদের পাশাপাশি তৃণমূলের অভিযোগ এলাকার বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে'র বিরুদ্ধেও ৷ ঝড় কবলিত এলাকায় তিনি এখনও কেন যাননি, তা নিয়েও কটাক্ষ করেছেন উদয়ন গুহ ৷

কোচবিহার, 21 এপ্রিল : কবিতার মাধ্যমে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে বিঁধলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (TMC MLA Udayan Guha criticiss BJP MP Nisith Pramanik) ৷ গত রবিবার কালবৈশাখী ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কোচবিহার-1 নম্বর ব্লকে ৷ তৃণমূলের অভিযোগ, এই প্রাকৃতিক দুর্যোগের পর তিন দিন কেটে গেলেও এলাকায় যাননি বিজেপি নেতা তথা এলাকার সাংসদ নিশীথ প্রামাণিক (TMC alleged that Nisith Pramanik did not visit storm affected areas ) ৷ এই বিষয়টি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতার মাধ্যমে নিশীথকে বিঁধেছেন উদয়ন গুহ ৷ শক্তি চট্টোপাধ্যায়ের 'অবনী বাড়ি আছো' কবিতার অনুকরণে উদয়ন লিখেছেন, 'বিট্টু বাড়ি আছো' ৷ বিট্টু কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ডাকনাম ।

udayan guha on nisith pramanik
কবিতা লিখে নিশীথকে কটাক্ষ উদয়নের

বুধবার ওই পোস্টে উদয়ন গুহ লেখেন, "গত 17 এপ্রিল ঝড় ও শিলা বৃষ্টিতে কোচবিহার -1 ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হয়েছে । লন্ডভন্ড হয়ে গিয়েছে বাড়িঘর । দু'জনের মৃত্যু হয়েছে । রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়েছে । তৃণমূলের নেতা, মন্ত্রীরা গিয়ে সেখানে ত্রাণ বিলি করছেন । কোচবিহারের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রয়োজনে বিএসএফ বা সিআরপিএফ-এর ডান্ডা খাওয়াতে পারেন কিন্তু ত্রাণের মতো সামান্য কাজ ওকে মানায় না । তাই এখানেওখানে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি । যতই দুর্গত মানুষেরা চিৎকার করুন না কেন বিট্টু বাড়ি আছো বলে ?"

আরও পড়ুন : কালবৈশাখীর তাণ্ডবে কোচবিহারে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি

তবে এই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্ট প্রসঙ্গে দিনহাটার বিধায়ক বলেন, "এটা আমার বক্তব্য নয় । কোচবিহার -1 ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকায় আমি দু'দিন ত্রাণ নিয়ে গিয়েছিলাম । সেখানকার মানুষের বক্তব্য এলাকার সাংসদকে দেখা যায়নি ।" যদিও এই প্রসঙ্গে নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ তবে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, খুব শীঘ্রই সাংসদ এলাকায় যাবেন । বিজেপি সাংসদের পাশাপাশি তৃণমূলের অভিযোগ এলাকার বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে'র বিরুদ্ধেও ৷ ঝড় কবলিত এলাকায় তিনি এখনও কেন যাননি, তা নিয়েও কটাক্ষ করেছেন উদয়ন গুহ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.