ETV Bharat / state

School Problem: প্রধান শিক্ষক বিজেপি বিধায়ক, সেই স্কুলে পড়ুয়ার উপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ তৃণমূল বিধায়কের - Cooch Behar News

পর্যাপ্ত শিক্ষকের অভাবে কমছে পড়ুয়ার সংখ্যা (Cooch Behar News)৷ বিজেপি বিধায়কের স্কুলের পরিস্থিতি দেখেই শিক্ষামন্ত্রীকে ফোন করে কী বললেন তৃণমূল বিধায়ক ?

ETV Bharat
বিজেপি বিধায়কের স্কুল
author img

By

Published : Jan 27, 2023, 8:02 PM IST

সিতাই(কোচবিহার), 27 জানুয়ারি: স্কুলের প্রধান শিক্ষক বিজেপির বিধায়ক। তিনি আবার স্কুলে আসেন না নিয়মিত । এছাড়াও বাকি শিক্ষক-শিক্ষিকার সংখ্যাও কম । আর তার জেরেই পড়ুয়ার সংখ্যাও কমতে শুরু করেছে ৷ 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের স্কুলে গিয়ে এই অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । শুক্রবার দুপুরে সিতাই ব্লকের জাতিগাড়া মাধব চন্দ্র বিদ্যাপীঠে গিয়ে দেখেন মাত্র 19 জন পড়ুয়া স্কুলে এসেছে (Cooch Behar School Problem)৷ অন্যান্য দিনের হাজিরাও কম ৷ এহেন পরিস্থিতি দেখে সেখান থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করে ওই স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ যাতে করা যায় সে বিষয়ে উদ্যোগী হওয়ার কথা জানান । পরে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ফোনে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন ।

এই বিষয়ে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "স্কুলের শিক্ষক-শিক্ষিকা কম । অবস্থা ভালো নয় ৷ ছাত্র-ছাত্রীদের হাজিরাও কম । মিড ডে-মিল হয় না । দ্রুত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষামন্ত্রীর কাছে জানিয়েছি ।" যদিও এই বিষয়ে শীতলকুচির বিজেপি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক বরেন চন্দ্র বর্মন বলেন, "জেনারেল ট্রান্সফার ও উৎসশ্রীর কারণে বহু শিক্ষক-শিক্ষিকা বদলি হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে ।"

বর্তমানে স্কুলে আটটি ক্লাস চলে অথচ স্কুলে প্রধান শিক্ষক-সহ 4 জন স্থায়ী ও 4 জন পার্শ্বশিক্ষক রয়েছেন । যা পড়ুয়াদের সংখ্যার তুলনায় অনেকটাই কম ৷ এই পরিস্থিতিতে কীভাবে স্কুলে পঠনপাঠন সম্ভব ? এই বিষয়ে প্রধান শিক্ষক জানান, বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি নিয়মিত স্কুলে যান । তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন ৷ জানা গিয়েছে, জাতিগাড়া মাধবচন্দ্র বিদ্যাপীঠে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত 500 জন পড়ুয়া থাকলেও শিক্ষকের অভাবে স্কুলে নিয়মিত ক্লাস হয় না ।

আরও পড়ুন : শিক্ষকের সংখ্যা 1, স্কুলে পুজো বন্ধে মুখভার পড়ুয়াদের

সিতাই(কোচবিহার), 27 জানুয়ারি: স্কুলের প্রধান শিক্ষক বিজেপির বিধায়ক। তিনি আবার স্কুলে আসেন না নিয়মিত । এছাড়াও বাকি শিক্ষক-শিক্ষিকার সংখ্যাও কম । আর তার জেরেই পড়ুয়ার সংখ্যাও কমতে শুরু করেছে ৷ 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের স্কুলে গিয়ে এই অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । শুক্রবার দুপুরে সিতাই ব্লকের জাতিগাড়া মাধব চন্দ্র বিদ্যাপীঠে গিয়ে দেখেন মাত্র 19 জন পড়ুয়া স্কুলে এসেছে (Cooch Behar School Problem)৷ অন্যান্য দিনের হাজিরাও কম ৷ এহেন পরিস্থিতি দেখে সেখান থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করে ওই স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ যাতে করা যায় সে বিষয়ে উদ্যোগী হওয়ার কথা জানান । পরে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ফোনে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন ।

এই বিষয়ে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "স্কুলের শিক্ষক-শিক্ষিকা কম । অবস্থা ভালো নয় ৷ ছাত্র-ছাত্রীদের হাজিরাও কম । মিড ডে-মিল হয় না । দ্রুত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষামন্ত্রীর কাছে জানিয়েছি ।" যদিও এই বিষয়ে শীতলকুচির বিজেপি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক বরেন চন্দ্র বর্মন বলেন, "জেনারেল ট্রান্সফার ও উৎসশ্রীর কারণে বহু শিক্ষক-শিক্ষিকা বদলি হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে ।"

বর্তমানে স্কুলে আটটি ক্লাস চলে অথচ স্কুলে প্রধান শিক্ষক-সহ 4 জন স্থায়ী ও 4 জন পার্শ্বশিক্ষক রয়েছেন । যা পড়ুয়াদের সংখ্যার তুলনায় অনেকটাই কম ৷ এই পরিস্থিতিতে কীভাবে স্কুলে পঠনপাঠন সম্ভব ? এই বিষয়ে প্রধান শিক্ষক জানান, বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি নিয়মিত স্কুলে যান । তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন ৷ জানা গিয়েছে, জাতিগাড়া মাধবচন্দ্র বিদ্যাপীঠে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত 500 জন পড়ুয়া থাকলেও শিক্ষকের অভাবে স্কুলে নিয়মিত ক্লাস হয় না ।

আরও পড়ুন : শিক্ষকের সংখ্যা 1, স্কুলে পুজো বন্ধে মুখভার পড়ুয়াদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.