ETV Bharat / state

TMC threatening :গেরুয়া পতাকা দেখলে আক্রমণ হতে পারে, বিজেপিকে হুঁশিয়ারি উদয়নের

author img

By

Published : Aug 8, 2021, 4:00 PM IST

Updated : Aug 8, 2021, 5:36 PM IST

জনসভায় সরাসরি বিজেপিকে উদ্দেশ্য করে উদয়নের হুমকি, যে কোনও জায়গায় বিজেপিকে আক্রমণ করতেই পারে তৃণমূল ৷ তাই বিজেপির কর্মী- সমর্থকরা সাবধান হোন ৷

জনসভায় তৃণমূল নেতা উদয়ন গুহ
জনসভায় তৃণমূল নেতা উদয়ন গুহ

কোচবিহার, 8 অগস্ট : বিজেপির পতাকা হাতে কাউকে দেখে তৃণমূলের কর্মীরা আক্রমণ করলে, তার জন্য তৃণমূলের নেতারা দায়ী থাকবেন না ৷ কর্মীসভায় প্রকাশ্যে একথা ঘোষণা করলেন দিনহাটার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ ৷ ত্রিপুরায় তৃণমূলের নেতাদের উপর হামলার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন দিনহাটার তৃণমূল নেতা ।

শুক্রবার রাতে দিনহাটার হেদারহাটে এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা উদয়ন গুহ রীতিমতো হুঁশিয়ার দিয়ে বলেন, "বিজেপির নেতা-কর্মীরা, আপনাদের যেখানে ক্ষমতা আছে, সেখানে আক্রমণ করবেন, আর এখানে আমরা আপনাদের পুজো করব, এটা হয় না । সাবধান হয়ে যান ।" বিজেপির পতাকা কারও হাতে দেখলে, তৃণমূল কর্মীরা আক্রমণ করতে পারে ৷ কিন্তু তার জন্য তৃণমূল নেতৃত্ব দায়ী থাকবে না বলে জানিয়েছেন নেতা ৷

কোনও নাম উল্লেখ না করে তিনি বলেন, "আপনারা সাবধান হন । সচেতন হন । নাহলে আগামী দিনে হেদারহাট কেন বড়শাকদলের কোথাও আপনারা ঠাঁই পাবেন না ৷’’ সভায় উপস্থিত তৃণমূলের নেতা-কর্মীরা হাততালি দিয়ে তাঁকে সমর্থন করেন ৷ এরপর উদয়নবাবু বলেন, "আপনারা আমাদের বাঁশ দেবেন । আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব ?"

ভরা জনসভায় বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

আরও পড়ুন : Khalek Biswas resigns : বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতির পদ থেকে ইস্তফা খালেকের

সভায় তিনি জানান বাঁশ তাঁরাও চেনেন, বাঁশঝাড় থেকে বাঁশ কী করে কেটে আনতে হয়, তা তাঁরাও জানেন ৷ বিজেপিকে উদয়নের হুঁশিয়ারি, "বিজেপির নেতা-কর্মীরা সাবধান থাকুন ৷ না হলে আগামী দিনে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে ৷"

এবিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, "বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জেলাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তৃণমূল । এসব কথা বলে কর্মীদের আরও তাতাচ্ছেন । এটা ঠিক নয় ।" উদয়ন গুহর গ্রেফতারের দাবি জানিয়েছেন সুদেববাবু ৷

কোচবিহার, 8 অগস্ট : বিজেপির পতাকা হাতে কাউকে দেখে তৃণমূলের কর্মীরা আক্রমণ করলে, তার জন্য তৃণমূলের নেতারা দায়ী থাকবেন না ৷ কর্মীসভায় প্রকাশ্যে একথা ঘোষণা করলেন দিনহাটার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ ৷ ত্রিপুরায় তৃণমূলের নেতাদের উপর হামলার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন দিনহাটার তৃণমূল নেতা ।

শুক্রবার রাতে দিনহাটার হেদারহাটে এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা উদয়ন গুহ রীতিমতো হুঁশিয়ার দিয়ে বলেন, "বিজেপির নেতা-কর্মীরা, আপনাদের যেখানে ক্ষমতা আছে, সেখানে আক্রমণ করবেন, আর এখানে আমরা আপনাদের পুজো করব, এটা হয় না । সাবধান হয়ে যান ।" বিজেপির পতাকা কারও হাতে দেখলে, তৃণমূল কর্মীরা আক্রমণ করতে পারে ৷ কিন্তু তার জন্য তৃণমূল নেতৃত্ব দায়ী থাকবে না বলে জানিয়েছেন নেতা ৷

কোনও নাম উল্লেখ না করে তিনি বলেন, "আপনারা সাবধান হন । সচেতন হন । নাহলে আগামী দিনে হেদারহাট কেন বড়শাকদলের কোথাও আপনারা ঠাঁই পাবেন না ৷’’ সভায় উপস্থিত তৃণমূলের নেতা-কর্মীরা হাততালি দিয়ে তাঁকে সমর্থন করেন ৷ এরপর উদয়নবাবু বলেন, "আপনারা আমাদের বাঁশ দেবেন । আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব ?"

ভরা জনসভায় বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

আরও পড়ুন : Khalek Biswas resigns : বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতির পদ থেকে ইস্তফা খালেকের

সভায় তিনি জানান বাঁশ তাঁরাও চেনেন, বাঁশঝাড় থেকে বাঁশ কী করে কেটে আনতে হয়, তা তাঁরাও জানেন ৷ বিজেপিকে উদয়নের হুঁশিয়ারি, "বিজেপির নেতা-কর্মীরা সাবধান থাকুন ৷ না হলে আগামী দিনে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে ৷"

এবিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, "বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জেলাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তৃণমূল । এসব কথা বলে কর্মীদের আরও তাতাচ্ছেন । এটা ঠিক নয় ।" উদয়ন গুহর গ্রেফতারের দাবি জানিয়েছেন সুদেববাবু ৷

Last Updated : Aug 8, 2021, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.