ETV Bharat / state

Udayan Targeted Police: সোশ্য়াল মিডিয়ায় পুলিশকে নিশানা করলেন উদয়ন গুহ - Udayan Targeted Police

গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর আক্রান্ত হন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (TMC leader Udayan Guha attack police) ৷ সেই ঘটনায় মূল অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি ৷ সেই কারণে পুলিশকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক ৷

Udayan Guha News
উদয়ন গুহ
author img

By

Published : May 3, 2022, 8:59 AM IST

Updated : May 3, 2022, 9:56 AM IST

কোচবিহার, 3 মে : ফের পুলিশকে নিশানা করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (TMC leader Udayan Guha attack police) । সোশ্যাল মিডিয়ায় উদয়ন গুহের পোস্ট "দিনহাটার পুলিশ ? বড় অপরাধীদের ভক্ত বাইকচালকদের যম । আমার উপর আক্রমণের এক বছর হতে চলল । চার্জশিট জমা হল না ৷" রাজ্য সরকারের পুলিশ সম্পর্কে শাসকদলের বিধায়ক উদয়ন গুহের এই পোস্ট ঘিরে জোর আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে ।

গত বিধানসভা নির্বাচনের ফল বেরোয় 2 মে । এরপর 6 মে দিনহাটা শহরে আক্রান্ত হন বিধায়ক উদয়ন গুহ । ওই ঘটনায় মূল অভিযুক্ত অজয় রায় এখন বিজেপিতে । বেশ কয়েকজন এখনও দিনহাটা ছাড়া । বাকিরা জামিনে মুক্ত রয়েছে । তবে সেই ঘটনার পর মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশকে বারবার আক্রমণ করেছেন উদয়ন ।

পুলিশের বিরুদ্ধে সোশ্য়াল মিডিয়ায় গতকালই তোপ দেগেছেন উদয়ন

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর শিলিগুড়ি পুলিশ, গ্রেফতার ৪০ জমি মাফিয়া

এক বছর পেরিয়ে গেলেও ঘটনার চার্জশিট না দেওয়ায় এদিন ফের পুলিশকে নিশানা করেন দিনহাটার বিধায়ক । সোশ্য়াল মিডিয়ায় তিনি পুলিশকে নিশানা করে একটি পোস্ট লেখেন । কিন্তু কেন এই পোস্ট সে প্রসঙ্গে তিনি বলেন, "দিনহাটা থানার পুলিশকে মাঝে মধ্যেই দেখা যায় বাইক চালকেরা আইন ভাঙলে তাদের জরিমানা করছে । অথচ বড় বড় অপরাধীদের ধরছে না । যারা আমার ওপর হামলা চালালো তাদের অনেককেই এখনও ধরতে পারেনি । তাদের একজন আগাম জামিন নিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে । ঘটনার এক বছর হয়ে গেল এখনও চার্জশিট দিতে পারেনি । " এর আগেও পুলিশের বিরুদ্ধে সোশ্য়াল মিডিয়ায় একাধিকবার আক্রমণ করেছিলেন তিনি ৷

কোচবিহার, 3 মে : ফের পুলিশকে নিশানা করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (TMC leader Udayan Guha attack police) । সোশ্যাল মিডিয়ায় উদয়ন গুহের পোস্ট "দিনহাটার পুলিশ ? বড় অপরাধীদের ভক্ত বাইকচালকদের যম । আমার উপর আক্রমণের এক বছর হতে চলল । চার্জশিট জমা হল না ৷" রাজ্য সরকারের পুলিশ সম্পর্কে শাসকদলের বিধায়ক উদয়ন গুহের এই পোস্ট ঘিরে জোর আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে ।

গত বিধানসভা নির্বাচনের ফল বেরোয় 2 মে । এরপর 6 মে দিনহাটা শহরে আক্রান্ত হন বিধায়ক উদয়ন গুহ । ওই ঘটনায় মূল অভিযুক্ত অজয় রায় এখন বিজেপিতে । বেশ কয়েকজন এখনও দিনহাটা ছাড়া । বাকিরা জামিনে মুক্ত রয়েছে । তবে সেই ঘটনার পর মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশকে বারবার আক্রমণ করেছেন উদয়ন ।

পুলিশের বিরুদ্ধে সোশ্য়াল মিডিয়ায় গতকালই তোপ দেগেছেন উদয়ন

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর শিলিগুড়ি পুলিশ, গ্রেফতার ৪০ জমি মাফিয়া

এক বছর পেরিয়ে গেলেও ঘটনার চার্জশিট না দেওয়ায় এদিন ফের পুলিশকে নিশানা করেন দিনহাটার বিধায়ক । সোশ্য়াল মিডিয়ায় তিনি পুলিশকে নিশানা করে একটি পোস্ট লেখেন । কিন্তু কেন এই পোস্ট সে প্রসঙ্গে তিনি বলেন, "দিনহাটা থানার পুলিশকে মাঝে মধ্যেই দেখা যায় বাইক চালকেরা আইন ভাঙলে তাদের জরিমানা করছে । অথচ বড় বড় অপরাধীদের ধরছে না । যারা আমার ওপর হামলা চালালো তাদের অনেককেই এখনও ধরতে পারেনি । তাদের একজন আগাম জামিন নিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে । ঘটনার এক বছর হয়ে গেল এখনও চার্জশিট দিতে পারেনি । " এর আগেও পুলিশের বিরুদ্ধে সোশ্য়াল মিডিয়ায় একাধিকবার আক্রমণ করেছিলেন তিনি ৷

Last Updated : May 3, 2022, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.