দিনহাটা, 30 জুন: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে দেওয়া গাড়ি ফিরিয়ে নিতেই গ্রেফতার হলেন তৃণমূল নেতা তাপস দাসকে । দিনহাটা 2 ব্লকের দাপুটে তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ তাপস দাস গ্রেফতার । এদিন বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা তাপস দাসকে গ্রেফতার করে পুলিশ। এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতে জিতেছেন তাঁর স্ত্রী । দাপুটে নেতা তাপস দাস গ্রেফতার হওয়ার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
জানা গিয়েছে, ধৃত এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক পুরানো মামলা ছিল । এদিন দিনহাটা আদালতে দুটো মামলার জামিন নেন তিনি । কিন্তু বেইল-বন্ড জমা দেননি । জামিনের পর খাবারের জন্য আদালত চত্বরের বাইরে গেলে ৷ সেখান থেকে ক্রাইম ব্রাঞ্চ ও সাহেবগঞ্জ থানার পুলিশ তাপস দাসকে গ্রেফতার করে । পাশাপাশি দিনহাটার নিগম নগর ঘাটপাড় এলাকার তাঁর বাড়িতে তল্লাশির নামে পুলিশ তাণ্ডব ও মারধর চালায় বলে অভিযোগ পরিবারের ।
তাপস দাসের স্ত্রী অনিতা দাস বিস্ফোরক অভিযোগ করে বলেন, "এতদিন বিধায়ক উদয়ন গুহের সঙ্গে ছিলেন । তাপস দাসের দেওয়া গাড়ি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ব্যবহার করতেন । গতকাল হয়ত কোনও ঝামেলা হয়েছে । আজ সকালে সেই গাড়ি ফিরিয়ে দেওয়া হয় । তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ ।"
যদিও বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোনও মন্তব্য করতে চাননি । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "তাপস দাসের বিরুদ্ধে 6টি মামলায় ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে । এদিন তাঁকে গ্রেফতার করা হয় । এদিকে রাজনৈতিক মহলের ধারনা বৃহস্পতিবার দিনহাটা 2 ব্লকের বিজেপির জেলা পরিষদের প্রার্থী তরণীকান্ত বর্মনকে গ্রেফতার করে পুলিশ । তারই পালটা হিসাবে এদিন তৃণমূল নেতা তাপস দাসকে গ্রেফতার করে ভারসাম্য বজায় রাখতে চাইছে ।
আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি, চলল গুলি ! জখম 10