কোচবিহার, 15 জুন: টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ৷ আর তাই টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন স্থানীয় তৃণমূল নেত্রী সোমা রায় ৷ তিনি মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন । তাঁর বাড়ি মেখলিগঞ্জের রানিরহাট এলাকায়। তবে নেত্রীর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অভিযোগ, টিকিটের জন্য দলের একাংশ তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল । সেই টাকা দিতে অস্বীকার করেছেন সোমা। সেই কারণেই এবার তাঁকে টিকিট দেওয়া হয়নি বলে তাঁর দাবি । তিনি মানুষের জন্য কাজ করতে চান। টিকিট না মেলায় বৃহষ্পতিবার মেখলিগঞ্জ ব্লকের বিডিও-র দফতরে বাধ্য হয়ে পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তৃণমূলের কোন নেতা তাঁর থেকে কত টাকা চেয়েছেন তা জানাননি নেত্রী।
অভিযোগ প্রসঙ্গে, মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী জানান, স্থানীয় অঞ্চল নেতৃত্বের কাছ থেকে খোঁজ না নিয়ে এনিয়ে কিছু বলা যাবে না । তবে তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ এলাকার ব্লক সভাপতি কেশব চন্দ্র বর্মন বলেন, "টিকিটের জন্য টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন । দলের প্রাক্তন জন প্রতিনিধিদের অনেকেই এবার টিকিট পাননি । টিকিট না পেয়ে নির্দলে দাড়িয়েছেন তাঁরা। তবে কোনও ক্ষেত্রে দলের প্রতি এমন অভিযোগ উঠে আসেনি ।"
আরও পড়ুন: উলট পুরাণ ! বিরোধীদের বাড়ি থেকে নিয়ে এসে মনোনয়নের ব্যবস্থা পুলিশের
প্রসঙ্গত, এতদিন তৃণমূলের টিকিট বিক্রির অভিযোগ শোনা যেত বিরোধীদের মুখে। কিন্তু এবার টিকিটের জন্য টাকা চাওয়ার অভিযোগ করলেন খোদ শাসক দলের নেত্রী । এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে । তৃণমূলের অন্দরেও উঠেছে একাধিক প্রশ্ন ৷ রাজনৈতিক মহলের একাংশের মত, ভোটের কাউনডাউন শুরু হতেই টিকিট নিয়ে কলহ শুরু হয়েছে ৷ ইতিমধ্য়েই উত্তর দিনাজপুরের ইসলামপুরে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুল করিমের অনুগামীরা ৷