ETV Bharat / state

TMC Leader Accused: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে - নাবালিকা

Allegation of Attempted Rape of Minor Girl: বাড়িতে কেউ না-থাকার সুযোগ নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ সেইসঙ্গে নাবালিকার দিদিকে মারধর করার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। কোচবিহারের এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওই এলাকায় ৷

TMC Leader Accused
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 4:31 PM IST

Updated : Aug 22, 2023, 5:15 PM IST

কোচবিহার, 22 অগস্ট: কোচবিহার পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত 14 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে । বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় পুণ্ডিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নাবালিকার দিদিকে মারধর করার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

অভিযোগ দায়ের হতেই ঘটনায় অভিযুক্ত ওই তৃণমূল যুবনেতা বর্তমানে পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই নাবালিকার বাবা-মা চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন। তার দিদি পাশে একটি দোকানে যান। সেই সময় বাড়িতে কেউ না-থাকার সুযোগে ওই নেতা নাবালিকার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । ঠিক সেই সময় ওই নাবালিকার দিদি বাড়ি ফিরে এসে দেখে চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম পরা নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে

এমনকী তার দিদি অভিযুক্তকে আটকাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ । এরপরে এই ঘটনায় সোমবার পুণ্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবার। পুরো ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক রং লেগেছে। বিজেপির মণ্ডল সভাপতি উপেন্দ্রনাথ অধিকারী বলেন, "নির্যাতিতার পরিবার বিজেপি সমর্থক। তাই তৃণমূলের ওই দুষ্কৃতী অপকর্ম করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

যদিও এ বিষয় নিয়ে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্তর সঙ্গে ওই নাবালিকার পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাই এই ঘটনার পিছনে অন্যরকম সন্দেহ রয়েছে আমাদের । তবে প্রশাসন বিষয়টা খতিয়ে দেখুক। অভিযোগ, প্রমাণিত হয় তাহলে প্রশাসন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেটাই নেবে। পুণ্ডিবাড়ি থানার পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

আরও পড়ুন: ধর্ষণে বাধা পেয়েই নাবালিকাকে খুন, মাটিগাড়ার ঘটনায় জেরায় স্বীকার মূল অভিযুক্তের

কোচবিহার, 22 অগস্ট: কোচবিহার পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত 14 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে । বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় পুণ্ডিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নাবালিকার দিদিকে মারধর করার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

অভিযোগ দায়ের হতেই ঘটনায় অভিযুক্ত ওই তৃণমূল যুবনেতা বর্তমানে পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই নাবালিকার বাবা-মা চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন। তার দিদি পাশে একটি দোকানে যান। সেই সময় বাড়িতে কেউ না-থাকার সুযোগে ওই নেতা নাবালিকার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । ঠিক সেই সময় ওই নাবালিকার দিদি বাড়ি ফিরে এসে দেখে চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম পরা নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়িতে

এমনকী তার দিদি অভিযুক্তকে আটকাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ । এরপরে এই ঘটনায় সোমবার পুণ্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবার। পুরো ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক রং লেগেছে। বিজেপির মণ্ডল সভাপতি উপেন্দ্রনাথ অধিকারী বলেন, "নির্যাতিতার পরিবার বিজেপি সমর্থক। তাই তৃণমূলের ওই দুষ্কৃতী অপকর্ম করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

যদিও এ বিষয় নিয়ে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্তর সঙ্গে ওই নাবালিকার পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাই এই ঘটনার পিছনে অন্যরকম সন্দেহ রয়েছে আমাদের । তবে প্রশাসন বিষয়টা খতিয়ে দেখুক। অভিযোগ, প্রমাণিত হয় তাহলে প্রশাসন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেটাই নেবে। পুণ্ডিবাড়ি থানার পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

আরও পড়ুন: ধর্ষণে বাধা পেয়েই নাবালিকাকে খুন, মাটিগাড়ার ঘটনায় জেরায় স্বীকার মূল অভিযুক্তের

Last Updated : Aug 22, 2023, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.