তুফানগঞ্জ (কোচবিহার), 26 সেপ্টেম্বর : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ থানার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকা ৷ অভিযোগ, দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন ৷ আহতদের মধ্যে অন্তত 15 জন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ বাকিদের কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ সূত্রের খবর, তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের মধ্যে এলাকা দখলকে ঘিরে এই সংঘর্ষ হয় ৷
জানা গিয়েছে, কৃষ্ণপুর এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর নেতা মুজিবর রহমান এবং ফারুক মণ্ডল ৷ মুজিবর রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ এবং ফারুক মণ্ডল পার্থপ্রতিম রায়ের ঘনিষ্ঠ ৷ রবিবার সকালে এই দুই স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয় ৷ সেই বচসা থেকে ধীরে ধীরে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে ৷ অভিযোগ, ফারুক মণ্ডলের অনুগামীদের ব্যাপক মারধর করা হয় ৷ বেশ কয়েকজনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷
আরও পড়ুন : TMC-BJP Clash: সবুজসাথীর সাইকেল চুরির অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ 5
তবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের কোচবিহার জেলা সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, ‘‘তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কোনও ব্যাপার নেই ৷’’ যদিও তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে কোচবিহার বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‘এলাকা দখল ঘিরে তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষে মানুষ তিতিবিরক্ত ৷’’ গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷