ETV Bharat / state

দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি-গুলির অভিযোগ

author img

By

Published : Mar 12, 2020, 6:03 PM IST

Updated : Mar 12, 2020, 9:09 PM IST

গীতালদহ-1 গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য আজিজুল হক ৷ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুয়াল আজ়াদের অভিযোগ, "আজিজুল হক ও তার দলবল এলাকায় অশান্তি ছড়াচ্ছে ।" অভিযোগ অস্বীকার করেছে আজিজুল ৷

TMC group clash
TMC group clash

কোচবিহার, 12 মার্চ :রাস্তার কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ৷ উত্তপ্ত দিনহাটার গীতালদহ । সংঘর্ষের জেরে বোমাবাজি ও গুলি চলে বলেও অভিযোগ ৷ এই ঘটনায় সাত জন জখম হয়েছে । এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ৷ তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দিনহাটাতে তৃণমূল ও তৃণমূল যুবর মধ্যে গণ্ডোগোল ছিল । আজ রাস্তার কাজ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় দিনহাটায়।

অভিযোগ, বৃহস্পতিবার তৃণমূলের একটি গোষ্ঠী কাজ করতে গেলে অপর গোষ্ঠী বাধা দেয়। তার জেরেই বাধে সংঘর্ষ । বোমাবাজি ও গুলি চলে । সংঘর্ষে জখম সাতজন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দিনহাটা থানার পুলিশবাহিনী ৷ আগ্নেয়াস্ত্র-সহ রাহুল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

তৃণমূলের গীতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুয়াল আজ়াদের অভিযোগ, "আজিজুল হক ও তার দলবল এলাকায় অশান্তি ছড়াচ্ছে ।" উল্লেখ্য গীতালদহ-1 গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য আজিজুল হক৷ যদিও পঞ্চায়েত প্রধানের অভিযোগ অস্বীকার করেছে আজিজুল । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

কোচবিহার, 12 মার্চ :রাস্তার কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ৷ উত্তপ্ত দিনহাটার গীতালদহ । সংঘর্ষের জেরে বোমাবাজি ও গুলি চলে বলেও অভিযোগ ৷ এই ঘটনায় সাত জন জখম হয়েছে । এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ৷ তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দিনহাটাতে তৃণমূল ও তৃণমূল যুবর মধ্যে গণ্ডোগোল ছিল । আজ রাস্তার কাজ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় দিনহাটায়।

অভিযোগ, বৃহস্পতিবার তৃণমূলের একটি গোষ্ঠী কাজ করতে গেলে অপর গোষ্ঠী বাধা দেয়। তার জেরেই বাধে সংঘর্ষ । বোমাবাজি ও গুলি চলে । সংঘর্ষে জখম সাতজন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দিনহাটা থানার পুলিশবাহিনী ৷ আগ্নেয়াস্ত্র-সহ রাহুল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

তৃণমূলের গীতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুয়াল আজ়াদের অভিযোগ, "আজিজুল হক ও তার দলবল এলাকায় অশান্তি ছড়াচ্ছে ।" উল্লেখ্য গীতালদহ-1 গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য আজিজুল হক৷ যদিও পঞ্চায়েত প্রধানের অভিযোগ অস্বীকার করেছে আজিজুল । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

Last Updated : Mar 12, 2020, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.