ETV Bharat / state

No Trust Vote : পঞ্চায়েতে অনাস্থা, ব্লক সভাপতির ক্ষমতা কেড়ে নিল তৃণমূল জেলা সভাপতি - তৃণমূল ব্লক সভাপতির ক্ষমতা কেড়ে নিল তৃণমূল জেলা সভাপতি

দিনহাটার বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কয়েকদিন পর ৷ তার আগেই তৃণমূলের জেলা নেতৃত্ব ব্লক সভাপতির ক্ষমতা খর্ব করল (Tmc district president took away the power of Tmc block president) ৷ পাশাপাশি দলের 8 পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করা হয়েছে ৷ যার কারণ তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েতে অনাস্থা আসা ৷

No Trust Vote
তৃণমূলের জেলা নেতৃত্ব ব্লক সভাপতির ক্ষমতা খর্ব করল
author img

By

Published : Apr 7, 2022, 10:05 PM IST

কোচবিহার, 7 এপ্রিল : দিনহাটা 1 নম্বর ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের ঠিক একদিন আগে সংশ্লিষ্ট ব্লক সভাপতির ক্ষমতা কেড়ে নিল তৃণমূলের জেলা নেতৃত্ব (Tmc district president took away the power of Tmc block president ) । বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় এ খবর জানান।

এদিন তিনি বলেন, "বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে যে অনাস্থার মধ্য দিয়ে প্রধান অপসারিত হয়েছে। সেক্ষেত্রে দলের নির্দেশ মানা হয়নি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দলের 8 পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করা হয়েছে এবং গত মঙ্গলবার রাতে ব্লক সভাপতি সঞ্জয় কুমার বর্মনকে শোকজও করা হয়েছিল।" তিনি আরও বলেন, "বুধবার রাতে সঞ্জয় কুমার বর্মন শো-কজের জবাব দিয়েছে। এরপর গোটা বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বে সঙ্গে আলোচনা করে তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হল"।

তৃণমূল ব্লক সভাপতির ক্ষমতা কেড়ে নিল তৃণমূল জেলা সভাপতি

এদিন পার্থ বাবু আরও জানান, আগামীতে তৃণমূলের জেলা সভাপতি হিসাবে তিনি এবং এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া মিলে ব্লকের সমস্ত কাজকর্ম করবেন। যদিও গোটা বিষয়টি নিয়ে ব্লক সভাপতি সঞ্জয় কুমার বর্মন কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন : বনগাঁয় তৃণমূলের শ্রমিক ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত 6

উল্লেখ্য তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে দিনহাটা বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আসে তার পাশাপাশি প্রধানকেও অপসারিত করা হয়। আগামিকাল শুক্রবার রয়েছে প্রধান নির্বাচন। এই ঘটনার কারণে ব্লক সভাপতির সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হল।

কোচবিহার, 7 এপ্রিল : দিনহাটা 1 নম্বর ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের ঠিক একদিন আগে সংশ্লিষ্ট ব্লক সভাপতির ক্ষমতা কেড়ে নিল তৃণমূলের জেলা নেতৃত্ব (Tmc district president took away the power of Tmc block president ) । বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় এ খবর জানান।

এদিন তিনি বলেন, "বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে যে অনাস্থার মধ্য দিয়ে প্রধান অপসারিত হয়েছে। সেক্ষেত্রে দলের নির্দেশ মানা হয়নি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দলের 8 পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করা হয়েছে এবং গত মঙ্গলবার রাতে ব্লক সভাপতি সঞ্জয় কুমার বর্মনকে শোকজও করা হয়েছিল।" তিনি আরও বলেন, "বুধবার রাতে সঞ্জয় কুমার বর্মন শো-কজের জবাব দিয়েছে। এরপর গোটা বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বে সঙ্গে আলোচনা করে তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হল"।

তৃণমূল ব্লক সভাপতির ক্ষমতা কেড়ে নিল তৃণমূল জেলা সভাপতি

এদিন পার্থ বাবু আরও জানান, আগামীতে তৃণমূলের জেলা সভাপতি হিসাবে তিনি এবং এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া মিলে ব্লকের সমস্ত কাজকর্ম করবেন। যদিও গোটা বিষয়টি নিয়ে ব্লক সভাপতি সঞ্জয় কুমার বর্মন কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন : বনগাঁয় তৃণমূলের শ্রমিক ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত 6

উল্লেখ্য তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে দিনহাটা বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আসে তার পাশাপাশি প্রধানকেও অপসারিত করা হয়। আগামিকাল শুক্রবার রয়েছে প্রধান নির্বাচন। এই ঘটনার কারণে ব্লক সভাপতির সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.