ETV Bharat / state

BJP-TMC : কোচবিহারে বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি, দল বদলের জল্পনা - BJP

কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী ৷ গত ডিসেম্বরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ বুধবার তাঁর বাড়িতে যান জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন ৷

tmc leader of cooh behar meet bjp mla mihir goswami
BJP-TMC : কোচবিহারে বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি, দলবদলের জল্পনা তুঙ্গে
author img

By

Published : Oct 6, 2021, 9:06 PM IST

Updated : Oct 7, 2021, 5:10 PM IST

কোচবিহার, 6 অক্টোবর : একদিকে যখন বিজেপি ছেড়ে এক এক করে বিধায়ক-সাংসদ তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়াচ্ছেন, সেই সময় নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তৈরি হল উত্তরবঙ্গের জেলা কোচবিহারে ৷ নাটাবাড়ির বিধায়ক বিজেপির মিহির গোস্বামীর বাড়িতে জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের হঠাৎ হাজির হলেন বুধবার ৷ তাহলে কি এবার মিহির গোস্বামীও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন ? যদিও দুই নেতাই এদিন সংবাদমাধ্যমের সামনে জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ।

আরও পড়ুন : Udayan Guha : দিনহাটায় প্রার্থী ঘোষণার পর দলেরই একাংশকে হুঁশিয়ারি উদয়ন অনুগামীদের

তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলের সঙ্গে যুক্ত ছিলেন মিহির গোস্বামী । একাধিকবার তৃণমূলের বিধায়ক ছিলেন । কিন্তু বিধানসভা নির্বাচনের আগে গত ডিসেম্বর মাসে তৃণমূল নেতৃত্বের উপর বিক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি । বিজেপি এবার তাঁকে নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী করে । ওই কেন্দ্রে হেভিওয়েট রবীন্দ্রনাথ ঘোষকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিধায়ক হন মিহিরবাবু ।

এরপর তিনি বিজেপি বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন । বুধবার হঠাৎ করে কোচবিহার শহরের তেঁতুলতলা এলাকায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন হাজির হতেই জল্পনা দেখা দেয় । রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে ।

BJP-TMC : কোচবিহারে বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি, দলবদলের জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : TMC supporter died : কোচবিহারে গোষ্ঠীসংঘর্ষে আহত তৃণমূল কর্মীর মৃত্যু

যদিও মিহির গোস্বামী বলেন, ‘‘উনি (গিরীন্দ্রনাথ বর্মন) একজন শিক্ষক । আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক । হঠাৎ করে আমার বাড়িতে আসতে চাইলেন ৷ আমি তাঁকে বলেছি আসুন । তাই উনি এসেছেন । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।’’

অপরদিকে জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘‘মিহিরদা দীর্ঘদিনের বিধায়ক । জেলা তৃণমূল সভাপতি হওয়ার পর ওঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি । এদিন তাই দেখা করতে এলাম ।’’

আরও পড়ুন : Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসার তদন্তে দিনহাটায় বিজেপি কর্মী খুনে গ্রেফতার 7 তৃণমূল কর্মী

মিহির গোস্বামী কি এবার তৃণমূলে যোগ দেবেন ? এই প্রশ্নের উত্তরে জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘‘এ ব্যাপারে আমি এখনই কিছু বলব না । এটা অনেক উপরের ব্যাপার ।’’

কোচবিহার, 6 অক্টোবর : একদিকে যখন বিজেপি ছেড়ে এক এক করে বিধায়ক-সাংসদ তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়াচ্ছেন, সেই সময় নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তৈরি হল উত্তরবঙ্গের জেলা কোচবিহারে ৷ নাটাবাড়ির বিধায়ক বিজেপির মিহির গোস্বামীর বাড়িতে জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের হঠাৎ হাজির হলেন বুধবার ৷ তাহলে কি এবার মিহির গোস্বামীও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন ? যদিও দুই নেতাই এদিন সংবাদমাধ্যমের সামনে জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ।

আরও পড়ুন : Udayan Guha : দিনহাটায় প্রার্থী ঘোষণার পর দলেরই একাংশকে হুঁশিয়ারি উদয়ন অনুগামীদের

তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলের সঙ্গে যুক্ত ছিলেন মিহির গোস্বামী । একাধিকবার তৃণমূলের বিধায়ক ছিলেন । কিন্তু বিধানসভা নির্বাচনের আগে গত ডিসেম্বর মাসে তৃণমূল নেতৃত্বের উপর বিক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি । বিজেপি এবার তাঁকে নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী করে । ওই কেন্দ্রে হেভিওয়েট রবীন্দ্রনাথ ঘোষকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিধায়ক হন মিহিরবাবু ।

এরপর তিনি বিজেপি বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন । বুধবার হঠাৎ করে কোচবিহার শহরের তেঁতুলতলা এলাকায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন হাজির হতেই জল্পনা দেখা দেয় । রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে ।

BJP-TMC : কোচবিহারে বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি, দলবদলের জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : TMC supporter died : কোচবিহারে গোষ্ঠীসংঘর্ষে আহত তৃণমূল কর্মীর মৃত্যু

যদিও মিহির গোস্বামী বলেন, ‘‘উনি (গিরীন্দ্রনাথ বর্মন) একজন শিক্ষক । আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক । হঠাৎ করে আমার বাড়িতে আসতে চাইলেন ৷ আমি তাঁকে বলেছি আসুন । তাই উনি এসেছেন । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।’’

অপরদিকে জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘‘মিহিরদা দীর্ঘদিনের বিধায়ক । জেলা তৃণমূল সভাপতি হওয়ার পর ওঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি । এদিন তাই দেখা করতে এলাম ।’’

আরও পড়ুন : Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসার তদন্তে দিনহাটায় বিজেপি কর্মী খুনে গ্রেফতার 7 তৃণমূল কর্মী

মিহির গোস্বামী কি এবার তৃণমূলে যোগ দেবেন ? এই প্রশ্নের উত্তরে জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘‘এ ব্যাপারে আমি এখনই কিছু বলব না । এটা অনেক উপরের ব্যাপার ।’’

Last Updated : Oct 7, 2021, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.