কোচবিহার, ৯ অগাস্ট : তৃণমূল-BJP সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি ব্লক ৷ দফায় দফায় চলে বোমাবাজি ৷ এর জেরে গুরুতর জখম হয় 10 BJP কর্মী ৷ তারা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷
![Cooch Beha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-cob-02-tmcvsbjp-vangchurbjppartioffice-bomabaji-ahoto10bjpkarmi-sitalkuchi-wb10019_09082019212130_0908f_1565365890_353.jpg)
আজ সকাল থেকে এলাকা দখলকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ অভিযোগ, শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় বোমাবাজি করে তৃণমূল কর্মীরা ৷ একাধিক জায়গায় BJP-র অফিস ও সদস্যপদ সংগ্রহের অফিস ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এখনও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷
![Cooch Beha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-cob-02-tmcvsbjp-vangchurbjppartioffice-bomabaji-ahoto10bjpkarmi-sitalkuchi-wb10019_09082019212130_0908f_1565365890_813.jpg)
কোচবিহারের BJP নেতা হেমচন্দ্র বর্মণ বলেন, "তৃণমূল অরাজক পরিস্থিতি তৈরি করেছে । পুলিশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা শীতলকুচিতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে । শীতলকুচিসহ একাধিক এলাকায় তৃণমূল কর্মীরা অগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে ৷"
ঘটনার কথা অস্বীকার করে শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মণ বলেন, “লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই BJP-র তরফে আমাদের কার্যালয় দখল করা হয় । সেগুলি পুনরুদ্ধার করেছে আমাদের কর্মীরা । সেই অফিসগুলিতে কর্মী-সমর্থকরা যাতায়াত শুরু করেন । এই জন্য বর্তমানে BJP কর্মীরা ওদের বারবার আক্রমণের চেষ্টা করে ।" শীতলকুচির ব্লক তৃণমূল নেতা শাহের আলি বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা জড়িত নন ৷ "