ETV Bharat / state

কোচবিহারে তৃণমূল-BJP সংঘর্ষ , জখম 10 - TMC-BJP clash

আজ সকাল থেকে এলাকা দখলকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ অভিযোগ, শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় বোমাবাজি করে তৃণমূল কর্মীরা ৷ একাধিক জায়গায় BJP-র অফিস ও সদস্যপদ সংগ্রহের অফিস ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ৷ এর জেরে গুরুতর জখম হয় 10 BJP কর্মী ৷

কোচবিহারে তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Aug 9, 2019, 10:15 PM IST

Updated : Aug 9, 2019, 10:53 PM IST

কোচবিহার, ৯ অগাস্ট : তৃণমূল-BJP সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি ব্লক ৷ দফায় দফায় চলে বোমাবাজি ৷ এর জেরে গুরুতর জখম হয় 10 BJP কর্মী ৷ তারা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Cooch Beha
কোচবিহারে তৃণমূল-BJP সংঘর্ষ

আজ সকাল থেকে এলাকা দখলকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ অভিযোগ, শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় বোমাবাজি করে তৃণমূল কর্মীরা ৷ একাধিক জায়গায় BJP-র অফিস ও সদস্যপদ সংগ্রহের অফিস ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এখনও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷

Cooch Beha
এলকায় পুলিশ মোতায়েন রয়েছে

কোচবিহারের BJP নেতা হেমচন্দ্র বর্মণ বলেন, "তৃণমূল অরাজক পরিস্থিতি তৈরি করেছে । পুলিশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা শীতলকুচিতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে । শীতলকুচিসহ একাধিক এলাকায় তৃণমূল কর্মীরা অগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে ৷"

ঘটনার কথা অস্বীকার করে শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মণ বলেন, “লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই BJP-র তরফে আমাদের কার্যালয় দখল করা হয় । সেগুলি পুনরুদ্ধার করেছে আমাদের কর্মীরা । সেই অফিসগুলিতে কর্মী-সমর্থকরা যাতায়াত শুরু করেন । এই জন্য বর্তমানে BJP কর্মীরা ওদের বারবার আক্রমণের চেষ্টা করে ।" শীতলকুচির ব্লক তৃণমূল নেতা শাহের আলি বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা জড়িত নন ৷ "

কোচবিহার, ৯ অগাস্ট : তৃণমূল-BJP সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি ব্লক ৷ দফায় দফায় চলে বোমাবাজি ৷ এর জেরে গুরুতর জখম হয় 10 BJP কর্মী ৷ তারা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Cooch Beha
কোচবিহারে তৃণমূল-BJP সংঘর্ষ

আজ সকাল থেকে এলাকা দখলকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ অভিযোগ, শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় বোমাবাজি করে তৃণমূল কর্মীরা ৷ একাধিক জায়গায় BJP-র অফিস ও সদস্যপদ সংগ্রহের অফিস ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এখনও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷

Cooch Beha
এলকায় পুলিশ মোতায়েন রয়েছে

কোচবিহারের BJP নেতা হেমচন্দ্র বর্মণ বলেন, "তৃণমূল অরাজক পরিস্থিতি তৈরি করেছে । পুলিশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা শীতলকুচিতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে । শীতলকুচিসহ একাধিক এলাকায় তৃণমূল কর্মীরা অগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে ৷"

ঘটনার কথা অস্বীকার করে শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মণ বলেন, “লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই BJP-র তরফে আমাদের কার্যালয় দখল করা হয় । সেগুলি পুনরুদ্ধার করেছে আমাদের কর্মীরা । সেই অফিসগুলিতে কর্মী-সমর্থকরা যাতায়াত শুরু করেন । এই জন্য বর্তমানে BJP কর্মীরা ওদের বারবার আক্রমণের চেষ্টা করে ।" শীতলকুচির ব্লক তৃণমূল নেতা শাহের আলি বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা জড়িত নন ৷ "

Intro:তৃনমূল -বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ শীতল কুচি ,বোমাবাজি সহ একাধিক BJP পার্টি আফিস ভাংচুর ,জখম ১০ BJP কর্মী ৷ অভিযুক্ত তৃনমূল ৷

কোচবিহার : ০৯ আগষ্ট :

ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি ব্লক ৷ গোটা ব্লক জুড়ে চলছে অগ্নি গর্ভ পরিস্থিতি ৷ তৃনমূল বিজেপি সংঘর্ষে আজ শুক্রবারও গোটা ব্লক এলাকা তপ্ত হয়ে উঠে৷উল্লেখ্য যে ,গত ৯ জুন থেকে এলাকায় ১৪৪ জারি থাকলেও শান্ত হয়নি এলাকা ৷ অভিযোগ ,সকাল থেকেই বিভিন্ন এলাকায় BJP পার্টি অফিস সহ সদেস্যপদ সংগ্রহের অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দেয় তৃনমূল কংগ্রেস কর্মীরা ৷ শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট এলাকায় বোমাবাজির অভিযোগও উঠে তৃনমূলের বিরুদ্ধে ৷ দফায় দফায় সংঘর্ষ ঘটে সকাল থেকে বিকেল পর্যন্ত ৷উত্তেজনা ছড়িয়ে পরে গোটা ব্লক জুড়ে ৷ তৃনমূল বিজেপি সংঘর্ষে শুক্রবার ১০ জন BJP কর্মী গুরুতর জখমহন ৷ জখমদের অনেককেই মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কার্যত হিমসিম খায় পুলিশ ৷ রাতেও চলছে পুলিশ টহল৷শীতলকুচির বড়মরিচা এবং অক্কারারহাট সহ বেশ কিছু এলাকায় ভাংচুর করা হয় BJP -র কার্যালয় ৷অভিযোগ ,তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা BJP পার্টি অফিস এবং হাটবাজার এলাকার BJP কর্মীদের ওপর হামলা চালায় ৷ BJP-অভিযোগ -শীতলকুচির বিভিন্ন এলাকায় তৃনমূল কর্মীরা অগ্ন্যায়স্ত্র নিয়ে BJP কর্মী দের হুমকি দিচ্ছে ৷

যদিও ,ঘটনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন শীতলকুচির তৃনমূল নেতৃত্ব ৷তৃনমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ ,এলাকায় BJP কর্মীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ,তারাই TMC কর্মীদের মারধোর করছে ,BJP করছে বোমাবাজি ,আর নাম দিচ্ছে তৃনমূলের ৷ ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব জানান আজকের ঘটনায় কোন তৃনমূল কর্মী যুক্ত নন ৷


শীতলকুচির ব্লক তৃনমূল নেতা শাহের আলী জানান " BJP পার্টি অফিস ভাংচুর ,সহ BJP কর্মী দের মারধোর ঘটনায় তৃনমূল কর্মী যুক্ত নন কেউ ৷ দলের নির্দেশ মত কাজ করছি ৷ অন্যায় আমরা করিনা ,অন্যায়কে প্রশ্রয়ও দেইনা ৷পাল্টা অভিযোগ করে তিনি জানান "আমাদের গোটা ব্লকে পঞ্চায়েত ,প্রধান ,পঞ্চায়েত সমিতি সব তৃনমূল কংগ্রেসের ,BJP কিছুই নেই ৷তারাই আমাদের কর্মীদের ভয় দেখিয়ে মারধোর করছে "৷


কোচবিহার জেলার বিজেপি নেতা হেমচন্দ্র বর্মণ জানান " তৃনমূল অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে গোটা শীতলখুচি এলাকায়। পুলিশের মদতে তৃনমূলী দুষ্কৃতিরা শীতলখুচিতে সন্ত্রাসের পরিবেশ জন্ম দিয়েছে ।"

এ বিষয়ে স্থানীয় শীতলকুচির তৃনমূল বিধায়ক হিতেন বর্মণ জানান “লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই বিজেপির পক্ষ থেকে তৃনমূলের দলীয় কার্যালয় দখল করা হয়। সেগুলি পুনরুদ্ধার করেছে আমাদের কর্মীরা। সেই পার্টি অফিস গুলিতে কর্মী সমর্থকরা যাতায়েত শুরু করেন। এই কারনে বিজেপি কর্মীরা আক্রমনের চেষ্টা করে। তখন এলাকার লোকজন মধ্যে জনরোষ তৈরি হয়।ঘটনায় তৃনমূল যুক্ত নয় ।"Body:COB Conclusion:
Last Updated : Aug 9, 2019, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.