বক্সিরহাট, 23 নভেম্বর : আজ মহিষকুচি-1 নম্বর এবং বারোকোদালি-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল তুফানগঞ্জ BDO অফিস চত্বরে । অশান্তি এড়াতে BDO অফিসের 100 মিটার দূরত্ব পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছিল । বোর্ড গঠনের আগেই সকাল থেকে BJP এবং তৃণমূল কর্মীরা দুই দিকে জড়ো হয়েছিল । বোর্ড গঠন শুরু হতেই তৃণমূল-BJP সংঘর্ষ বাধে ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ । এরপরই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে । BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, "আজ একাধিক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন চলছিল । হঠাৎই পুলিশ BJP-র উপর হামলা চালায় ।"
যদিও অভিযোগ অস্বীকার করেছে বক্সিরহাট থানার পুলিশ । পুলিশের বক্তব্য, BJP হামলা চালিয়েছে । ঘটনাস্থান থেকে বেশ কয়েকটি তির উদ্ধার করেছে পুলিশ । এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে । তাদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।