কোচবিহার, 5 ডিসেম্বর : পঞ্চায়েত প্রধানের অফিসে ঢোকাকে কেন্দ্র করে তৃণমূল- BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের বক্সিরহাট এলাকা । ভাঙচুর করা হয় পুলিশ ও BDO-র গাড়ি । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশবাহিনী । ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ৷
বক্সিরহাটে তৃণমূল-BJP সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর - বিজেপির কোচবিহার জেলা সভাপতি ব্রজ গোবিন্দ বর্মনের অভিযোগ
তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের বক্সিরহাট এলাকা । ভাঙচুর করা হয় পুলিশ ও BDO-র গাড়ি । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশবাহিনী ।
![বক্সিরহাটে তৃণমূল-BJP সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর TMC BJP Clash](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5276772-thumbnail-3x2-clash.jpg?imwidth=3840)
তৃণমূল-বিজেপি সংঘর্ষ
কোচবিহার, 5 ডিসেম্বর : পঞ্চায়েত প্রধানের অফিসে ঢোকাকে কেন্দ্র করে তৃণমূল- BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের বক্সিরহাট এলাকা । ভাঙচুর করা হয় পুলিশ ও BDO-র গাড়ি । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে পুলিশবাহিনী । ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ৷
তৃণমূল-BJP সংঘর্ষ
ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানা থেকে পুলিশবাহিনী এলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ । এমন কী পুলিশের গাড়ি ও BDO-র গাড়ি ভাঙচুর করা হয় । BJP-র কোচবিহার জেলা সভাপতি ব্রজ গোবিন্দ বর্মণের অভিযোগ, তৃণমূল আজ প্রথম গন্ডগোল শুরু করে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ ৷ তাঁর পালটা অভিযোগ, BJP এলাকায় অশান্তি ছড়াচ্ছে ।
তৃণমূল-BJP সংঘর্ষ
ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানা থেকে পুলিশবাহিনী এলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ । এমন কী পুলিশের গাড়ি ও BDO-র গাড়ি ভাঙচুর করা হয় । BJP-র কোচবিহার জেলা সভাপতি ব্রজ গোবিন্দ বর্মণের অভিযোগ, তৃণমূল আজ প্রথম গন্ডগোল শুরু করে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ ৷ তাঁর পালটা অভিযোগ, BJP এলাকায় অশান্তি ছড়াচ্ছে ।
Intro:কোচবিহার ঃ পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েত অফিসে ঢোকা কে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার এর বক্সিরহাটে এলাকা। ভাঙচুর করা হয় পুলিশ ও বিডিওর গাড়ি । পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে বিশাল পুলিশবাহিনী । ঘটনায় তৃনমুল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেও উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করেছে। Body:
জানা গিয়েছে, তৃণমূল ও বিজেপি উভয়পক্ষেরই দাবি তুফানগঞ্জ -২ ব্লকের মহিশকুচি গ্রাম পঞ্চায়েত তাদের দখলে রয়েছে। এই নিয়ে গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা ছিল। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সুমন বর্মন স্থানীয় বিডিও কে নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে গেলে গন্ডগোল বাধে দু'পক্ষের মধ্যে। শুরু হয় সংঘর্ষ। চলে বোমাবাজি। খবর পেয়ে বক্সিরহাট থানা থেকে বিশাল পুলিশবাহিনী গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় বিডিওর গাড়িও। Conclusion:বিজেপির কোচবিহার জেলা সভাপতি ব্রজ গোবিন্দ বর্মনের অভিযোগ তৃণমূল এদিন গন্ডগোল করেছে মহিষকুচিতে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদের পালটা অভিযোগ, বিজেপি এলাকাকে অশান্ত করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।।।। #শুভঙ্কর সাহা।
জানা গিয়েছে, তৃণমূল ও বিজেপি উভয়পক্ষেরই দাবি তুফানগঞ্জ -২ ব্লকের মহিশকুচি গ্রাম পঞ্চায়েত তাদের দখলে রয়েছে। এই নিয়ে গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা ছিল। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সুমন বর্মন স্থানীয় বিডিও কে নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে গেলে গন্ডগোল বাধে দু'পক্ষের মধ্যে। শুরু হয় সংঘর্ষ। চলে বোমাবাজি। খবর পেয়ে বক্সিরহাট থানা থেকে বিশাল পুলিশবাহিনী গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় বিডিওর গাড়িও। Conclusion:বিজেপির কোচবিহার জেলা সভাপতি ব্রজ গোবিন্দ বর্মনের অভিযোগ তৃণমূল এদিন গন্ডগোল করেছে মহিষকুচিতে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদের পালটা অভিযোগ, বিজেপি এলাকাকে অশান্ত করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।।।। #শুভঙ্কর সাহা।