ETV Bharat / state

Dinhata Bye Election : দিনহাটার উপ-নির্বাচনে জয় নিয়ে বাকযুদ্ধ সায়নী-নিশীথের - Sayani Ghosh

যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের দাবি তৃণমূল একতরফা ভাবে জিতবে ৷ অন্যদিকে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দাবি, বিজেপিকে জিতিয়ে মানুষ জবাব দেবে ৷

tmc and bjp war of words on dinhata by poll
Dinhata Bye Election : দিনহাটার উপ-নির্বাচনে জয় নিয়ে বাকযুদ্ধ সায়নী-নিশীথের
author img

By

Published : Oct 23, 2021, 4:35 PM IST

শিলিগুড়ি, 23 অক্টোবর : আগামী 30 অক্টোবর কোচবিহারের দিনহাটা বিধানসভা আসনে উপ-নির্বাচন (Dinhata Bye Election) ৷ সেখানে বিরোধীদের সঙ্গে কোনও লড়াই নেই ৷ বরং তৃণমূল কংগ্রেসই (Trinamool Congress) সেখানে জিতবে ৷ শনিবার এই মন্তব্য করলেন শাসক দলের যুব সংগঠনের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Youth TMC WB President Sayani Ghosh) ৷

আরও পড়ুন : Udayan Guha : ছ’মাস বিধায়ক শূন্য দিনহাটা, মানুষকেই দায়ী করলেন উদয়ন

দিনহাটায় নির্বাচনী প্রচারে যোগ দিতে এদিন শিলিগুড়ির (Siliguri) বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান সায়নী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন৷ এদিন দিনহাটায় কর্মিসভা করার কথা তাঁর । পাশাপাশি রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) বিজয়া সম্মিলনী করবেন শিলিগুড়িতে ৷ সেখানেও উপস্থিত থাকবেন ৷

তবে সব কর্মসূচি শুরুর আগে এদিন দিনহাটার উপ-নির্বাচন নিয়ে তিনি বললেন, ‘‘একতরফা লড়াই । আমরাই জিতছি । প্রতিপক্ষ কেউ নেই । জমিয়ে খেলা হবে ।’’

দিনহাটার উপ-নির্বাচনে জয় নিয়ে বাকযুদ্ধ সায়নী-নিশীথের

আরও পড়ুন : TMC-BJP Clash : কোচবিহারের সিতাইতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম 3

এদিন দিনহাটা উপ-নির্বাচনের প্রচারের জন্য বাগডোগরায় পৌঁছন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক (Union Home MoS Nisith Pramanik) । তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন জিতেছে শাসক দল । ভবানীপুর উপনির্বাচনেও (Bhabanipur Bypoll) স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানো হয়েছে । ওখানে প্রায় 90 হাজার মানুষ ভোট দিতে পারেননি । একই ভাবে দিনহাটাতেও ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে । সেখানেও এলাকার ভোটারদের ভয় দেখানো হচ্ছে । বিজেপি (BJP) প্রার্থী অশোক মণ্ডলকে প্রচার করতে দেওয়া হচ্ছে না ।’’

আরও পড়ুন : Dinhata Bye Election : বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার দিনহাটার বিজেপি প্রার্থীর

তাঁর দাবি, ‘‘এভাবে দিনহাটার মানুষকে দমানো যাবে না । তাঁরা শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করেই ভোট দিয়ে আমাদের জেতাবে । তবে এই ঘটনার জেরে বোঝাই যাচ্ছে রাজ্যে গণতন্ত্র বিপন্ন । এখানে শাসকদল ভয়ের পরিবেশ তৈরি করেই উপ-নির্বাচন জিততে চাইছে ।"

শিলিগুড়ি, 23 অক্টোবর : আগামী 30 অক্টোবর কোচবিহারের দিনহাটা বিধানসভা আসনে উপ-নির্বাচন (Dinhata Bye Election) ৷ সেখানে বিরোধীদের সঙ্গে কোনও লড়াই নেই ৷ বরং তৃণমূল কংগ্রেসই (Trinamool Congress) সেখানে জিতবে ৷ শনিবার এই মন্তব্য করলেন শাসক দলের যুব সংগঠনের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Youth TMC WB President Sayani Ghosh) ৷

আরও পড়ুন : Udayan Guha : ছ’মাস বিধায়ক শূন্য দিনহাটা, মানুষকেই দায়ী করলেন উদয়ন

দিনহাটায় নির্বাচনী প্রচারে যোগ দিতে এদিন শিলিগুড়ির (Siliguri) বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান সায়নী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন৷ এদিন দিনহাটায় কর্মিসভা করার কথা তাঁর । পাশাপাশি রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) বিজয়া সম্মিলনী করবেন শিলিগুড়িতে ৷ সেখানেও উপস্থিত থাকবেন ৷

তবে সব কর্মসূচি শুরুর আগে এদিন দিনহাটার উপ-নির্বাচন নিয়ে তিনি বললেন, ‘‘একতরফা লড়াই । আমরাই জিতছি । প্রতিপক্ষ কেউ নেই । জমিয়ে খেলা হবে ।’’

দিনহাটার উপ-নির্বাচনে জয় নিয়ে বাকযুদ্ধ সায়নী-নিশীথের

আরও পড়ুন : TMC-BJP Clash : কোচবিহারের সিতাইতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম 3

এদিন দিনহাটা উপ-নির্বাচনের প্রচারের জন্য বাগডোগরায় পৌঁছন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক (Union Home MoS Nisith Pramanik) । তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন জিতেছে শাসক দল । ভবানীপুর উপনির্বাচনেও (Bhabanipur Bypoll) স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানো হয়েছে । ওখানে প্রায় 90 হাজার মানুষ ভোট দিতে পারেননি । একই ভাবে দিনহাটাতেও ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে । সেখানেও এলাকার ভোটারদের ভয় দেখানো হচ্ছে । বিজেপি (BJP) প্রার্থী অশোক মণ্ডলকে প্রচার করতে দেওয়া হচ্ছে না ।’’

আরও পড়ুন : Dinhata Bye Election : বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার দিনহাটার বিজেপি প্রার্থীর

তাঁর দাবি, ‘‘এভাবে দিনহাটার মানুষকে দমানো যাবে না । তাঁরা শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করেই ভোট দিয়ে আমাদের জেতাবে । তবে এই ঘটনার জেরে বোঝাই যাচ্ছে রাজ্যে গণতন্ত্র বিপন্ন । এখানে শাসকদল ভয়ের পরিবেশ তৈরি করেই উপ-নির্বাচন জিততে চাইছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.