ETV Bharat / state

মাথাভাঙায় বিজেপি সমর্থকদের দোকান-বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : May 19, 2021, 11:11 PM IST

অভিযোগ, বুধবার দুপুরে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের 5টি দোকান ও 3টি বাড়িতে ভাঙচুর চালায় ৷

tmc-accused-of-vandalize-shops-of-bjp-supporters-at-mathabhanga
tmc-accused-of-vandalize-shops-of-bjp-supporters-at-mathabhanga

কোচবিহার, 19 মে : রাজনৈতিক সংঘর্ষ থেমে নেই মাথাভাঙায় । আজ কোচবিহারের মাথাভাঙা 1 ব্লকের কেদারহাট বাজারে তৃণমূল-বিজেপি উত্তেজনা ছড়াল । বিজেপি সমর্থকদের দোকান ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি গোষ্ঠীদ্বন্দের ঘটনা ৷

অভিযোগ, বুধবার দুপুরে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের 5টি দোকান ও 3টি বাড়িতে ভাঙচুর চালায় ৷ লুটপাট চালায় বলেও অভিযোগ । খবর পেয়ে মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷

মাথাভাঙার বিজেপির 10 নম্বর মণ্ডল সভাপতি লক্ষ্মীকান্ত বর্মন বলেন, "দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেদারহাট বাজারের বিজেপি সমর্থকদের দোকান ও বাড়িতে ভাঙচুর চালায় । জিনিসপত্র লুট করে নিয়ে যায় । পুলিশকে বিষয়টি জানিয়েছি ।"

কেদারহাট অঞ্চলের তৃণমূল যুব সভাপতি সুমন কুমার রায় বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই । বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই ঘটেছে ।"

কোচবিহার, 19 মে : রাজনৈতিক সংঘর্ষ থেমে নেই মাথাভাঙায় । আজ কোচবিহারের মাথাভাঙা 1 ব্লকের কেদারহাট বাজারে তৃণমূল-বিজেপি উত্তেজনা ছড়াল । বিজেপি সমর্থকদের দোকান ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি গোষ্ঠীদ্বন্দের ঘটনা ৷

অভিযোগ, বুধবার দুপুরে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের 5টি দোকান ও 3টি বাড়িতে ভাঙচুর চালায় ৷ লুটপাট চালায় বলেও অভিযোগ । খবর পেয়ে মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷

মাথাভাঙার বিজেপির 10 নম্বর মণ্ডল সভাপতি লক্ষ্মীকান্ত বর্মন বলেন, "দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেদারহাট বাজারের বিজেপি সমর্থকদের দোকান ও বাড়িতে ভাঙচুর চালায় । জিনিসপত্র লুট করে নিয়ে যায় । পুলিশকে বিষয়টি জানিয়েছি ।"

কেদারহাট অঞ্চলের তৃণমূল যুব সভাপতি সুমন কুমার রায় বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই । বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই ঘটেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.