ETV Bharat / state

সকালে গ্রাহকরা গিয়ে দেখেন ব্যাঙ্কের দরজার তালা ভাঙা

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন ব্যাঙ্কের প্রধান দরজা খোলা । দরজার তালা ভাঙা । ভেতরে ফাইলপত্র লন্ডভন্ড । বিষয়টি তারা ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে জানায় । ব্যাঙ্কের ম্যানেজার সুভাষ বিশ্বাস জানান, দুষ্কৃতীরা পাঁচটি কম্পিউটার চুরি করেছে । তবে ব্যাঙ্কের ভল্ট ভাঙতে পারেনি । টাকা চুরি যায়নি ।

coachbihar
কোচবিহারের তুফানগঞ্জের গ্রামীন এলাকার ব্যাঙ্কে চুরি
author img

By

Published : Jan 22, 2020, 9:19 PM IST

কোচবিহার , 22 জানুযারি : কোচবিহারের তুফানগঞ্জের গ্রামীণ এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গতকাল চুরি হয় । পাঁচটি কম্পিউটার ব্যাঙ্ক থেকে চুরি করেছে দুষ্কৃতীরা । প্রথমে ঘটনাটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের ৷ তারা বিষয়টি জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে যায় ।


সোমবার সকালে গ্রাহকরা গিয়ে দেখেন ব্যাঙ্কের প্রধান দরজা খোলা । দরজার তালা ভাঙা । ভেতরে ফাইলপত্র লন্ডভন্ড । বিষয়টি তারা ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে জানায় । ব্যাঙ্কের ম্যানেজার সুভাষ বিশ্বাস জানান, দুষ্কৃতীরা পাঁচটি কম্পিউটার চুরি করেছে । তবে ব্যাঙ্কের ভল্ট ভাঙতে পারেনি । টাকা চুরি যায়নি ।

তুফানগঞ্জের গ্রামীন এলাকার ব্যাঙ্কে চুরি নিয়ে কী বলেন গ্রাহকরা ? দেখুন ভিডিয়োয়...

পুলিশ জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে । এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

কোচবিহার , 22 জানুযারি : কোচবিহারের তুফানগঞ্জের গ্রামীণ এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গতকাল চুরি হয় । পাঁচটি কম্পিউটার ব্যাঙ্ক থেকে চুরি করেছে দুষ্কৃতীরা । প্রথমে ঘটনাটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের ৷ তারা বিষয়টি জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে যায় ।


সোমবার সকালে গ্রাহকরা গিয়ে দেখেন ব্যাঙ্কের প্রধান দরজা খোলা । দরজার তালা ভাঙা । ভেতরে ফাইলপত্র লন্ডভন্ড । বিষয়টি তারা ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে জানায় । ব্যাঙ্কের ম্যানেজার সুভাষ বিশ্বাস জানান, দুষ্কৃতীরা পাঁচটি কম্পিউটার চুরি করেছে । তবে ব্যাঙ্কের ভল্ট ভাঙতে পারেনি । টাকা চুরি যায়নি ।

তুফানগঞ্জের গ্রামীন এলাকার ব্যাঙ্কে চুরি নিয়ে কী বলেন গ্রাহকরা ? দেখুন ভিডিয়োয়...

পুলিশ জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে । এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

Intro:কোচবিহার ঃ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের তুফানগঞ্জে। সোমবার সকালে গ্রাহকেরা এসে দেখতে পান ব্যাংকের সদর দরজা খোলা। ভেতরে কেউ নেই। সবকিছু লণ্ডভণ্ড। এরপরই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে জানানো হয়। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ এসে ব্যাংকের ভেতরে গিয়ে দেখতে পান পাঁচটি কম্পিউটার চুরি গেছে। ভেতরের লকার খোলা রয়েছে। ব্যাংকের বিভিন্ন গেটে যেসব তালা লাগানো ছিল সেগুলো ব্যাংকের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। গোটা ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ খুলতে চায় নি। পাশাপাশি চুরির ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_02_bank_churi_7205341Conclusion:wb_crb_02_bank_churi_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.