কোচবিহার, 15 জুন : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল হয়েছে বহু প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন অনেকে ৷ তাঁদের মধ্যেই রয়েছেন কোচবিহারের এক স্কুল শিক্ষিকা । চাকরি যাওয়ার পরেই ছেড়ে গিয়েছে প্রেমিকও । ফলে বিয়ের দাবিতে কলেজের এক অতিথি-শিক্ষকের বাড়ির সামনে ধরনায় বসলেন তিনি (Teacher staged dharna demanding marriage after losing job in Nishiganj Cooch Behar) ৷
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জে । নাম জানাতে অনিচ্ছুক ওই শিক্ষিকার বাড়ি মাথাভাঙা শহরে ৷ ধরনায় বসতেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন ওই অতিথি শিক্ষক । জানা গিয়েছে, তিনি নিশিগঞ্জের একটি কলেজে পড়ান ৷ শিক্ষিকার দাবি, ওই শিক্ষকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে ।
আরও পড়ুন : নারাজ প্রেমিকার পরিবার, ধরনায় বসে মন জিতলেন যুবক ; সবশেষে বিয়ে
কিন্তু শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁর সঙ্গে কারও কোনও প্রেমের সম্পর্ক নেই । ঘটকের মাধ্যমে এক সপ্তাহ আগে বিয়ের প্রস্তাব আসে । দু-একবার যুবতীর সঙ্গে ফোনে কথা হয় । পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি ।