ETV Bharat / state

বন্ধ কাঁটাতারের গেট, সমস্যায় ওপারে থাকা চাবাগানের মালিক ও শ্রমিকরা - মেখলিগঞ্জ

লকডাউনে বন্ধ করে দেওয়া হয়েছে মেখলিগঞ্জ সংলগ্ন ভারত-সীমান্তের কাঁটাতারের গেট । ফলে গেটের ওপারে থাকা চাবাগানের পরিচর্যা করতে পারছেন না মালিকরা । তাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের । একইকারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন চাবাগানের শ্রমিকরাও ।

Tea Laours
চা শ্রমিক
author img

By

Published : Apr 18, 2020, 10:22 AM IST

মেখলিগঞ্জ, 18 এপ্রিল : লকডাউনে বন্ধ মেখলিগঞ্জ ব্লক সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেটগুলি । ফলে গেটের অপর দিকে থাকা নিজেদের চাবাগানে যেতে পারছেন না কয়েকজন ভারতীয় । বন্ধ চা পাতা তোলার কাজ । আর তাতেই সমস্যা পড়েছেন এই ক্ষুদ্র চা চাষিরা । অন্যদিকে একই কারণে সমস্যায় পড়েছেন ওই জমিতে কাজ করা চা শ্রমিকরাও ।

মেখলিগঞ্জ ব্লক সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেটগুলির ওপারে ভোটবাড়ি, গোলাপপাড়া, জামালদহ, চৌরঙ্গি-সহ বিভিন্ন এলাকায় কয়েকটি ছোটো চাবাগান আছে । যেগুলির মালিকানা রয়েছে কয়েকজন ভারতীয়র । এতদিন তাঁরা ভোটার ও আধার কার্ড দেখিয়ে গেট পারাপার করতেন । কিন্তু এখন গেট বন্ধ । ফলে জমির দেখভাল করতে পারছেন না । এই সময়ে দু'বার চা পাতা তোলা হয়ে যায় । লকডাউনের জন্য তা সম্ভব হয়নি । ফলে ক্ষতির মুখ দেখছেন এই ক্ষুদ্র চাবাগান মালিকরা ।

ভোটবাড়ির এক চাবাগানের মালিক আশরাফুল আলম বলেন, "কাঁটাতারের ওপারে আমার চাবাগান রয়েছে । কিন্তু গেট বন্ধ থাকায় চা পাতা তুলতে পারছি না । পরিচর্যাও করতে পারছি না । দু-একদিনের মধ্যে এর সমাধান না হলে ভীষণ সমস্যায় পড়ব ।"

Border area of Coochbehar
বন্ধ মেখলিগঞ্জ সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেট

অন্যদিকে এই ক্ষুদ্র চাবাগানে কাজ করেন কয়েকজন শ্রমিক । লকডাউনে তাঁদেরও কাজ বন্ধ । ফলে, রোজগারও বন্ধ । তাই অভাব-অনটনে দিন কাটাতে হচ্ছে তাঁদেরও । চা শ্রমিক তরুণী রায় বলেন, "সীমান্তের ওপারে চাবাগানে আমরা শ্রমিকের কাজ করি ৷ চা পাতা তুলে দিন চলে । কিন্তু কাঁটাতারের গেট বন্ধ থাকায় কাজ বন্ধ । কীভাবে সংসার চালাব তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি । কারণ চাবাগানের উপরেই আমরা নির্ভরশীল৷"

মেখলিগঞ্জ, 18 এপ্রিল : লকডাউনে বন্ধ মেখলিগঞ্জ ব্লক সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেটগুলি । ফলে গেটের অপর দিকে থাকা নিজেদের চাবাগানে যেতে পারছেন না কয়েকজন ভারতীয় । বন্ধ চা পাতা তোলার কাজ । আর তাতেই সমস্যা পড়েছেন এই ক্ষুদ্র চা চাষিরা । অন্যদিকে একই কারণে সমস্যায় পড়েছেন ওই জমিতে কাজ করা চা শ্রমিকরাও ।

মেখলিগঞ্জ ব্লক সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেটগুলির ওপারে ভোটবাড়ি, গোলাপপাড়া, জামালদহ, চৌরঙ্গি-সহ বিভিন্ন এলাকায় কয়েকটি ছোটো চাবাগান আছে । যেগুলির মালিকানা রয়েছে কয়েকজন ভারতীয়র । এতদিন তাঁরা ভোটার ও আধার কার্ড দেখিয়ে গেট পারাপার করতেন । কিন্তু এখন গেট বন্ধ । ফলে জমির দেখভাল করতে পারছেন না । এই সময়ে দু'বার চা পাতা তোলা হয়ে যায় । লকডাউনের জন্য তা সম্ভব হয়নি । ফলে ক্ষতির মুখ দেখছেন এই ক্ষুদ্র চাবাগান মালিকরা ।

ভোটবাড়ির এক চাবাগানের মালিক আশরাফুল আলম বলেন, "কাঁটাতারের ওপারে আমার চাবাগান রয়েছে । কিন্তু গেট বন্ধ থাকায় চা পাতা তুলতে পারছি না । পরিচর্যাও করতে পারছি না । দু-একদিনের মধ্যে এর সমাধান না হলে ভীষণ সমস্যায় পড়ব ।"

Border area of Coochbehar
বন্ধ মেখলিগঞ্জ সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেট

অন্যদিকে এই ক্ষুদ্র চাবাগানে কাজ করেন কয়েকজন শ্রমিক । লকডাউনে তাঁদেরও কাজ বন্ধ । ফলে, রোজগারও বন্ধ । তাই অভাব-অনটনে দিন কাটাতে হচ্ছে তাঁদেরও । চা শ্রমিক তরুণী রায় বলেন, "সীমান্তের ওপারে চাবাগানে আমরা শ্রমিকের কাজ করি ৷ চা পাতা তুলে দিন চলে । কিন্তু কাঁটাতারের গেট বন্ধ থাকায় কাজ বন্ধ । কীভাবে সংসার চালাব তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি । কারণ চাবাগানের উপরেই আমরা নির্ভরশীল৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.