দিনহাটা, 6 জুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে । পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে না । এমনটা চলতে থাকলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ওইসব পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । মৃত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি ।
দলীয় কর্মসূচিতে যোগ দিতে সোমবার রাতে কোচবিহারে আসেন এই বিজেপি নেতা । মঙ্গলবার সকালে কোচবিহার রাজবাড়ি পরিদর্শন করেন তিনি । এরপর জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দিনহাটায় পৌঁছন । মৃত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন সুশীল মোদি । এরপরই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার ও পুলিশকে আক্রমণ করেন তিনি । সুশীল মোদি বলেন, এই ঘটনায় যাতে সিবিআই তদন্ত হয়, সে বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন ।
আরও পড়ুন: দিনহাটায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর
এ দিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিলরঞ্জন দে, বিধায়ক মিহির গোস্বামী প্রমুখ । গত শুক্রবার দুপুরে নিজের বাড়িতে খুন হন বিজেপি মণ্ডল সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়া । গোটা ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও তা উড়িয়ে দিয়েছে শাসক দল ৷ তাদের দাবি, ওই বিজেপি নেতা একজন দুস্কৃতী ছিলেন । আর তার জেরেই এই খুন ।
ঘটনার দিন রাতেই মৃত বিজেপি নেতার মা সুচিত্রা রায় বসুনিয়া 12 জন তৃণমুল নেতা-কর্মীর নামে অভিযোগ দায়ের করেন । ইতিমধ্যে ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি ৷ তাঁর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রশান্ত রায় বসুনিয়ার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছেন ৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, এই অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু ৷