ETV Bharat / state

"তৃণমূলকে তাড়াতে কাঁচা বাঁশের ডান্ডা", সূর্যকান্তর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ - violation of Model Code of conduct

দলের কর্মীদের লাঠি তোলার ডাক সূর্যকান্তর

সূর্যকান্ত মিশ্র
author img

By

Published : Mar 30, 2019, 11:24 PM IST

Updated : Mar 30, 2019, 11:33 PM IST

কোচবিহার, 30 মার্চ : লোকসভা ভোটের আগে দলের কর্মী-সমর্থকদের হাতে লাঠি তুলে নেওয়ার ডাক দিলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।

কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী গোবিন্দ রায়ের সমর্থনে সূর্যকান্ত আজ রাসমেলার মাঠে সভা করেন। সেখানে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। মাটিতে কান রাখলেই শুনতে পাবেন তৃণমূল কাঁপছে। ভয় পাচ্ছে। একবার উঠে দাঁড়িয়ে তাড়া করলেই পালানোর জায়গা পাবে না। দরকার হচ্ছে একবার মুখোমুখি দাঁড়ানোর। ঝান্ডার ডান্ডাগুলি..." কথা শেষ করার আগেই মঞ্চের নিচ থেকে CPI(M)-র রাজ্য সম্পাদককে এক সমর্থক দলের পতাকার লাঠি তুলে দেখান। তা দেখে সূর্যকান্ত বলেন, "ওরকম ডান্ডা হলে চলবে না। কাঁচা বাঁশের ডান্ডা হতে হবে। রাইফেল, বোমা, বন্দুক কিছু লাগবে না। কোথায় পালাবে তা জানে না।"

ভিডিয়োয় শুনুন সূর্যকান্ত মিশ্রর বক্তব্য

তাঁর দাবি, রাজ্যের যেসব জায়গায় CPI(M)-র কর্মীরা এগিয়ে এসেছে, সেখানেই তৃণমূল ভয় পেয়েছে। তাঁর কথায়, "আমি 12টি জেলায় ঘুরেছি। যেখানে মানুষ রুখে দাঁড়িয়েছি সেখানেই তৃণমূল পালিয়ে গেছে।"

কোচবিহার, 30 মার্চ : লোকসভা ভোটের আগে দলের কর্মী-সমর্থকদের হাতে লাঠি তুলে নেওয়ার ডাক দিলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।

কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী গোবিন্দ রায়ের সমর্থনে সূর্যকান্ত আজ রাসমেলার মাঠে সভা করেন। সেখানে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। মাটিতে কান রাখলেই শুনতে পাবেন তৃণমূল কাঁপছে। ভয় পাচ্ছে। একবার উঠে দাঁড়িয়ে তাড়া করলেই পালানোর জায়গা পাবে না। দরকার হচ্ছে একবার মুখোমুখি দাঁড়ানোর। ঝান্ডার ডান্ডাগুলি..." কথা শেষ করার আগেই মঞ্চের নিচ থেকে CPI(M)-র রাজ্য সম্পাদককে এক সমর্থক দলের পতাকার লাঠি তুলে দেখান। তা দেখে সূর্যকান্ত বলেন, "ওরকম ডান্ডা হলে চলবে না। কাঁচা বাঁশের ডান্ডা হতে হবে। রাইফেল, বোমা, বন্দুক কিছু লাগবে না। কোথায় পালাবে তা জানে না।"

ভিডিয়োয় শুনুন সূর্যকান্ত মিশ্রর বক্তব্য

তাঁর দাবি, রাজ্যের যেসব জায়গায় CPI(M)-র কর্মীরা এগিয়ে এসেছে, সেখানেই তৃণমূল ভয় পেয়েছে। তাঁর কথায়, "আমি 12টি জেলায় ঘুরেছি। যেখানে মানুষ রুখে দাঁড়িয়েছি সেখানেই তৃণমূল পালিয়ে গেছে।"

Intro:দলীয় কার্যালয়ে আগুন, অভিযুক্তদের গ্রেপ্তারে দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের ৷


কোচবিহার :১২ ফেব্রুয়ারি : তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় থানা ঘেড়াও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ৷সূত্রে খবর , গত ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ রাতে মাথাভাঙ্গা এক নং ব্লকের কুর্শামারী গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে৷ 35 জনের বিজেপি কর্মী এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস৷ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় এদিন তৃণমূল কর্মী সমর্থকরা মাথাভাঙ্গা থানা ঘিরে বিক্ষোভ মিছিল করে ৷তৃণমূল দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ চলে ৷ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিরুল হোসেন ৷ কুর্শামারীর প্রাক্তন প্রধান জুলজেলাল মিঞা সহ তৃণমূল কর্মী সমর্থকরা৷

তৃণমূল নেতা মজিরুল হোসেন বলেন গত পাঁচই ফেব্রুয়ারি রাতে কুর্শামারী বাজার সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিজেপি ৷ এই ঘটনার পর মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযুক্তদের নামে কিন্তু পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারে নি ,এলাকায় আতংকের পরিবেশ তৈরী হয়েছে ৷ দোষী ব্যক্তিদের গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আসুক ,যদি পুলিশ কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ৷

আর ,এক তৃণমূল নেতা জুলজেলাল মিয়া জানান অভিযুক্ত বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ৷Body:SSConclusion:
Last Updated : Mar 30, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.