কোচবিহার, 30 মার্চ : লোকসভা ভোটের আগে দলের কর্মী-সমর্থকদের হাতে লাঠি তুলে নেওয়ার ডাক দিলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী গোবিন্দ রায়ের সমর্থনে সূর্যকান্ত আজ রাসমেলার মাঠে সভা করেন। সেখানে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। মাটিতে কান রাখলেই শুনতে পাবেন তৃণমূল কাঁপছে। ভয় পাচ্ছে। একবার উঠে দাঁড়িয়ে তাড়া করলেই পালানোর জায়গা পাবে না। দরকার হচ্ছে একবার মুখোমুখি দাঁড়ানোর। ঝান্ডার ডান্ডাগুলি..." কথা শেষ করার আগেই মঞ্চের নিচ থেকে CPI(M)-র রাজ্য সম্পাদককে এক সমর্থক দলের পতাকার লাঠি তুলে দেখান। তা দেখে সূর্যকান্ত বলেন, "ওরকম ডান্ডা হলে চলবে না। কাঁচা বাঁশের ডান্ডা হতে হবে। রাইফেল, বোমা, বন্দুক কিছু লাগবে না। কোথায় পালাবে তা জানে না।"
তাঁর দাবি, রাজ্যের যেসব জায়গায় CPI(M)-র কর্মীরা এগিয়ে এসেছে, সেখানেই তৃণমূল ভয় পেয়েছে। তাঁর কথায়, "আমি 12টি জেলায় ঘুরেছি। যেখানে মানুষ রুখে দাঁড়িয়েছি সেখানেই তৃণমূল পালিয়ে গেছে।"