কোচবিহার, 28 জুন : বাংলায় BJP-র সবথেকে বড় এজেন্ট তৃণমূল নেত্রী । অনেক আগেই তিনি RSS-এ গেছেন । নাথুরাম গডসের বংশধরদের দেশপ্রেমিক হিসেবে ঘোষণা করেছিলেন । আজ কোচবিহারের সুকান্ত মঞ্চে এক কর্মিসভায় গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।
BJP-র বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস ও CPI(M)-কে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও তাঁর সেই আহ্বান নস্যাৎ করে দেন আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী । এরপর আজ সূর্যকান্ত মিশ্র বলেন, "এ বার্তার কোনও মূল্য নেই । কাল বলেছে এক কথা । আজ আরেক কথা । ওর কথার কী মূল্য আছে । মাথার ঠিক নেই । ওরাই ওদের শেষ করবে । যতটুকু আছে ততটুকু শেষ করবে ।" এরপর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "উনি যেদিকে সুবিধা পান সেদিকে যান । দু'বার কংগ্রেস, একবার BJP-র সঙ্গে গেছেন । মন্ত্রিত্ব পেয়েছেন ।"
সূর্যকান্তবাবু আরও বলেন, "উনি গান্ধির হত্যাকারীদের দেশপ্রেমিক বলেছিলেন । নাথুরাম গডসের বংশধরদের দেশপ্রেমিক বলেছিলেন । ওঁকে কারা দুর্গা উপাধি দিয়েছিল ? RSS-এর সঙ্গে ওঁর অনেকদিনের সম্পর্ক ।"