ETV Bharat / state

বাংলায় BJP-র সব থেকে বড় এজেন্ট তৃণমূল নেত্রী : সূর্যকান্ত - মমতা বন্দ্যোপাধ্যায়

"ওরাই ওদের শেষ করবে । যতটুকু আছে ততটুকু শেষ করবে ।" তৃণমূলকে আক্রমণ সূর্যকান্তর ।

সূর্যকান্ত
author img

By

Published : Jun 28, 2019, 7:18 PM IST

কোচবিহার, 28 জুন : বাংলায় BJP-র সবথেকে বড় এজেন্ট তৃণমূল নেত্রী । অনেক আগেই তিনি RSS-এ গেছেন । নাথুরাম গডসের বংশধরদের দেশপ্রেমিক হিসেবে ঘোষণা করেছিলেন । আজ কোচবিহারের সুকান্ত মঞ্চে এক কর্মিসভায় গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।

BJP-র বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস ও CPI(M)-কে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও তাঁর সেই আহ্বান নস্যাৎ করে দেন আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী । এরপর আজ সূর্যকান্ত মিশ্র বলেন, "এ বার্তার কোনও মূল্য নেই । কাল বলেছে এক কথা । আজ আরেক কথা । ওর কথার কী মূল্য আছে । মাথার ঠিক নেই । ওরাই ওদের শেষ করবে । যতটুকু আছে ততটুকু শেষ করবে ।" এরপর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "উনি যেদিকে সুবিধা পান সেদিকে যান । দু'বার কংগ্রেস, একবার BJP-র সঙ্গে গেছেন । মন্ত্রিত্ব পেয়েছেন ।"

সূর্যকান্তবাবু আরও বলেন, "উনি গান্ধির হত্যাকারীদের দেশপ্রেমিক বলেছিলেন । নাথুরাম গডসের বংশধরদের দেশপ্রেমিক বলেছিলেন । ওঁকে কারা দুর্গা উপাধি দিয়েছিল ? RSS-এর সঙ্গে ওঁর অনেকদিনের সম্পর্ক ।"

শুনুন সূর্যকান্ত মিশ্রর বক্তব্য

কোচবিহার, 28 জুন : বাংলায় BJP-র সবথেকে বড় এজেন্ট তৃণমূল নেত্রী । অনেক আগেই তিনি RSS-এ গেছেন । নাথুরাম গডসের বংশধরদের দেশপ্রেমিক হিসেবে ঘোষণা করেছিলেন । আজ কোচবিহারের সুকান্ত মঞ্চে এক কর্মিসভায় গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।

BJP-র বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস ও CPI(M)-কে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও তাঁর সেই আহ্বান নস্যাৎ করে দেন আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী । এরপর আজ সূর্যকান্ত মিশ্র বলেন, "এ বার্তার কোনও মূল্য নেই । কাল বলেছে এক কথা । আজ আরেক কথা । ওর কথার কী মূল্য আছে । মাথার ঠিক নেই । ওরাই ওদের শেষ করবে । যতটুকু আছে ততটুকু শেষ করবে ।" এরপর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "উনি যেদিকে সুবিধা পান সেদিকে যান । দু'বার কংগ্রেস, একবার BJP-র সঙ্গে গেছেন । মন্ত্রিত্ব পেয়েছেন ।"

সূর্যকান্তবাবু আরও বলেন, "উনি গান্ধির হত্যাকারীদের দেশপ্রেমিক বলেছিলেন । নাথুরাম গডসের বংশধরদের দেশপ্রেমিক বলেছিলেন । ওঁকে কারা দুর্গা উপাধি দিয়েছিল ? RSS-এর সঙ্গে ওঁর অনেকদিনের সম্পর্ক ।"

শুনুন সূর্যকান্ত মিশ্রর বক্তব্য
Intro:কোচবিহার: পশ্চিমবাংলায় বিজেপির যদি সবচেয়ে বড় কেউ এজেন্ট থাকেন তিনি হলেন তৃণমূল নেত্রী। অনেক আগে থেকেই আর এস এস করতেন। অনেক আগে থেকেই রেকর্ড আছে। একাধিক কাগজে বেরিয়েছিল আর উনি লড়বেন বিজেপির বিরুদ্ধে মতাদর্শগত ভাবে। এটা দুরাশা । শুক্রবার কোচবিহারে এমনটাই বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বাম ও কংগ্রেস কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে চলার বার্তা দিয়েছিলেন সেপ্রসঙ্গে সূর্যবাবু বলেন, ওই বার্তার কোন মূল্য নেই।
Body:
দলীয় কাজে শুক্রবার সকালে কোচবিহারে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আজ দুপুরে কোচবিহার সুকান্ত ভবনে কর্মী সভা রয়েছে। সেই কর্মী সভার আগে সিপিএমের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত মিশ্র বলেন পশ্চিমবাংলায় বিজেপি সবচেয়ে বড় এজেন্ট থাকে তাহলে তৃণমূল তিনি হলেন তৃণমূল নেত্রী। তিনি অনেক আগে থেকেই আরএসএস করতেন। অনেক আগে থেকেই তার রেকর্ড আছে। উনি কাদের দেশ প্রেমিক বলেছিলেন গান্ধী হত্যাকারীদের। নাথুরাম গডসের বংশধরদের। ওনাকে কারা দুর্গা বলে উপাধি দিয়েছিল। অনেকদিনের সম্পর্ক উনি লড়বেন বিজেপির বিরুদ্ধে মতাদর্শগত ভাবে। যেদিকে সুবিধা সেদিকে যারা যায় । তারা বিজেপির বিরুদ্ধে লড়বে এটা হতেই পারে না। দুবার বিজেপির দিকে, দুবার কংগ্রেসের সঙ্গে, মন্ত্রিসভায় থাকে যারা তারা বিজেপির বিরুদ্ধে লড়বে এটা দুরাশা। দিন দুয়েক আগে কলকাতায় মুখ্যমন্ত্রীর বলেছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই তে বাম কংগ্রেস কে নিতে আপত্তি নেই সে প্রসঙ্গে সূর্য বাবু বলেন এবার্তার কোন মূল্য নেই । কালকে বলছে এক কথা। আজকে আরেক কথা। ওর কথার কি মূল্য আছে। ওর মাথার ঠিক নেই। ওরাই ওদের শেষ করবে। যতটুকু আছে ততটুকু শেষ করবে। পাশাপাশি সূর্য বাবু বলেন দেশ ও রাজ্য অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। এটা বন্ধ হওয়া দরকার। সাংবাদিক বৈঠক শেষে কোচবিহার সুকান্ত মঞ্চে কর্মীসভায় যোগ দেন সূর্য বাবু।# শুভঙ্কর সাহা। Conclusion:WB-CRB-8001-29JUNE-PC BY SURYA KANTA MISHRA-SHUBHANKOR
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.