ETV Bharat / state

Sukanta Slams Abhishek: 'এটা কী হচ্ছে, অভিষেক ?', মঞ্চে ভুল জাতীয় সঙ্গীত নিয়ে কটাক্ষ সুকান্তর - জাতীয় সঙ্গীত অবমাননা

পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ৷ তার আগে শনিবার কোচবিহারের মাথাভাঙায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল ৷ সভাশেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ৷ এ নিয়েই সামাজিক মাধ্যমে ভিডিয়ো পোস্ট করলেন সুকান্ত । তাতে দেখা যাচ্ছে, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ভুল হয়েছে (Abhishek Banerjee in Mathabhanga Cooch Behar)।

Trinamool Congress
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 12, 2023, 7:26 AM IST

Updated : Feb 12, 2023, 7:58 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তার লাইনগুলি ঠিকঠাক মনে করতে পারেননি গায়ক ৷ 'তব শুভ নামে জাগে' লাইনটি বাদ গিয়েছে আর 'তব শুভ আশিষ মাগে' দু'বার ধরে গাওয়া হচ্ছে ৷ সব মিলিয়ে ভুল জাতীয় সঙ্গীত গেয়েছেন গায়ক ৷ তাও আবার ভরা জনসভায় ৷ এমন একটি 'দুর্ঘটনাই' ঘটেছে কোচবিহারে ৷ শনিবার জেলার মাথাভাঙায় তৃণমূলের কংগ্রেসের জনসভা শেষে মঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে ৷ সেখানে অন্যদের সঙ্গে হাজির স্বয়ং তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ভিডিয়োটির একটি অংশ প্রকাশ্যে এসেছে ৷ সেটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ৷ আলাদা করে রাজ্য বিজেপির তরফে ভিডিওটি পোস্ট করা হয়েছে । স্বভাবত, এ নিয়ে বিরোধী তৃণমূল শিবির ও সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি তিনি ৷

সুকান্ত মজুমদার টুইটারে এই ভিডিয়োর অংশটি পোস্ট করে লেখেন, "এটা কী হচ্ছে, অভিষেক ? আপনি জাতীয় সঙ্গীতকেও সম্মান দিতে পারেন না ? ঠিক করে গাইতে পারেন না ? জাতীয় সঙ্গীত ভুল করে গাওয়ার অর্থ তার প্রতি অসম্মান প্রদর্শন করা ৷ লজ্জার বিষয় ৷"

আরও পড়ুন: পাশে থাকার আশ্বাস, অভিষেকের কথায় আশ্বস্ত প্রেমকুমারের পরিবার

কোচবিহারে সভাশেষে ভুল জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছে বঙ্গ বিজেপিও ৷ তারা এই ভিডিয়োটি পোস্ট করে লিখেছে, "আরও একবার তৃণমূল কংগ্রেস জাতীয় সঙ্গীত ভুল গেয়ে দেশের অপমান করল ৷ এই দলটি জুলুমবাজি, নির্যাতন, অত্যাচার এবং ভয় দেখিয়ে শাসন করে ৷ তারা কখনও ভারতের জাতীয় সঙ্গীতকে সম্মান করতে পারে না ! তৃণমূল বাংলার লজ্জা ৷"

  • Once again TMC insulted the country by singing the National anthem incorrectly.

    The party that uses coercion, oppression, torture and fear to rule can never respect the national anthem!

    TMC-The shame of Bengal! pic.twitter.com/2AL7RfY59T

    — BJP Bengal (@BJP4Bengal) February 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 2021 সালের ডিসেম্বরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়েছিলেন ৷ সেখানে বিদ্বজ্জনদের নিয়ে একটি সভা হয় ৷ সভাশেষে তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার (Mamata Banerjee National Anthem News) অভিযোগ উঠেছিল ৷ জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বসেছিলেন ৷ পরে উঠে দাঁড়ান এবং তা শেষ হওয়ার আগে সভা থেকে বেরিয়ে যান ৷ এই অভিযোগ করে মামলা করেছিলেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা ৷ এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় আদালত ৷ পরে এ বছরের 12 জানুয়ারি সেই সমন খারিজ করে দেয় মুম্বইয়ের বিশেষ আদালত ৷ সেই সভায় উপস্থিত ছিলেন জাভেদ আখতার, শাবনা আজমি, মহেশ ভাট, স্বরা ভাস্করের মতো আরও অনেকে ৷ এবার অভিষেকের সভাতেও জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল।

আরও পড়ুন: জাতীয় সংগীত অবমাননা মামলায় মমতাকে পাঠানো সমন খারিজ আদালতের

কলকাতা, 12 ফেব্রুয়ারি: জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তার লাইনগুলি ঠিকঠাক মনে করতে পারেননি গায়ক ৷ 'তব শুভ নামে জাগে' লাইনটি বাদ গিয়েছে আর 'তব শুভ আশিষ মাগে' দু'বার ধরে গাওয়া হচ্ছে ৷ সব মিলিয়ে ভুল জাতীয় সঙ্গীত গেয়েছেন গায়ক ৷ তাও আবার ভরা জনসভায় ৷ এমন একটি 'দুর্ঘটনাই' ঘটেছে কোচবিহারে ৷ শনিবার জেলার মাথাভাঙায় তৃণমূলের কংগ্রেসের জনসভা শেষে মঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে ৷ সেখানে অন্যদের সঙ্গে হাজির স্বয়ং তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ভিডিয়োটির একটি অংশ প্রকাশ্যে এসেছে ৷ সেটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ৷ আলাদা করে রাজ্য বিজেপির তরফে ভিডিওটি পোস্ট করা হয়েছে । স্বভাবত, এ নিয়ে বিরোধী তৃণমূল শিবির ও সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি তিনি ৷

সুকান্ত মজুমদার টুইটারে এই ভিডিয়োর অংশটি পোস্ট করে লেখেন, "এটা কী হচ্ছে, অভিষেক ? আপনি জাতীয় সঙ্গীতকেও সম্মান দিতে পারেন না ? ঠিক করে গাইতে পারেন না ? জাতীয় সঙ্গীত ভুল করে গাওয়ার অর্থ তার প্রতি অসম্মান প্রদর্শন করা ৷ লজ্জার বিষয় ৷"

আরও পড়ুন: পাশে থাকার আশ্বাস, অভিষেকের কথায় আশ্বস্ত প্রেমকুমারের পরিবার

কোচবিহারে সভাশেষে ভুল জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছে বঙ্গ বিজেপিও ৷ তারা এই ভিডিয়োটি পোস্ট করে লিখেছে, "আরও একবার তৃণমূল কংগ্রেস জাতীয় সঙ্গীত ভুল গেয়ে দেশের অপমান করল ৷ এই দলটি জুলুমবাজি, নির্যাতন, অত্যাচার এবং ভয় দেখিয়ে শাসন করে ৷ তারা কখনও ভারতের জাতীয় সঙ্গীতকে সম্মান করতে পারে না ! তৃণমূল বাংলার লজ্জা ৷"

  • Once again TMC insulted the country by singing the National anthem incorrectly.

    The party that uses coercion, oppression, torture and fear to rule can never respect the national anthem!

    TMC-The shame of Bengal! pic.twitter.com/2AL7RfY59T

    — BJP Bengal (@BJP4Bengal) February 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 2021 সালের ডিসেম্বরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়েছিলেন ৷ সেখানে বিদ্বজ্জনদের নিয়ে একটি সভা হয় ৷ সভাশেষে তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার (Mamata Banerjee National Anthem News) অভিযোগ উঠেছিল ৷ জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বসেছিলেন ৷ পরে উঠে দাঁড়ান এবং তা শেষ হওয়ার আগে সভা থেকে বেরিয়ে যান ৷ এই অভিযোগ করে মামলা করেছিলেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা ৷ এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় আদালত ৷ পরে এ বছরের 12 জানুয়ারি সেই সমন খারিজ করে দেয় মুম্বইয়ের বিশেষ আদালত ৷ সেই সভায় উপস্থিত ছিলেন জাভেদ আখতার, শাবনা আজমি, মহেশ ভাট, স্বরা ভাস্করের মতো আরও অনেকে ৷ এবার অভিষেকের সভাতেও জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল।

আরও পড়ুন: জাতীয় সংগীত অবমাননা মামলায় মমতাকে পাঠানো সমন খারিজ আদালতের

Last Updated : Feb 12, 2023, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.